আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার কাছেই কিছু না কিছু নস্ট ইলেক্ট্রনিক্স পন্য থাকে। সেইসব অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি ইচ্ছে করলে করতে পারেন প্রয়োজনীয় অনেক কিছু। আজ দেখব কিভাবে তৈরি করা যায় ইউ.এস.বি ফ্যান। চলুন তাহলে শুরু করা যাক।
❖ যা যা লাগবেঃ
১ টি ইউ.এস.বি ক্যাবল ।
১ টি কুলিং ফ্যান
দুটি উপকরণই সহজে যোগার করতে পারবেন । যোগার করা হয়ে গেলে নিচের নিয়মটি অনুসরন করুন ।
❖ কি করতে হবেঃ
১. প্রথমে ইউ.এস.বি ক্যাবল এর লাল এবং কালো গ্রাউন্ড তার দুটি ছাড়া বাকি গুলো ছেঁটে ফেলুন ।
২. কুলিং ফ্যানের তারের মাথার কানেক্টরটা কেটে ফেলুন ।
৩. এবার এউ.এস.বি ক্যাবল ও কুলিং ফ্যানের লাল তারের সাথে লাল তার এবং কাল তারের সাথে কাল তার জুড়ে দিন ।
৪. জোড়া অংশটা টেপ দিয়ে ভালো করে মুড়ে দিন ।
ল্যাপটপ ব্যবহার কারীরা বিদ্যুৎ চলে গেলে ও আরামে থাকবেন !!!
আমি Minhaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Green & White er ki Korbo?? Alada Rekhe DIBO ??