লোকাল চ্যানেল (দেশীয় চ্যানেল) রিসিভঃ
এ ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
আপনার অবস্থান অর্থাৎ আপনি বর্তমানে কোথায় অবস্থান করতেছেন
কেননা আপনি রেডিও স্টেশন থেকে যত কাছে অবস্থান করবেন সিগ্নাল তত স্ট্রং পাবেন।তাহলে আমাকে জানতে হবে আমার কাছাকাছি কোথায় রেডিও স্টেশন আছে।ভাই ইন্টারনেট এ সবই পাওয়া যায়।নিচের তালিকা থেকে দেখে নিন আপনার কাছাকাছি কোথায় রেডিও স্টেশন আছে।
তবে তালিকা থেকে একটা বিষয় সম্প্রচার সময়টা খেয়াল রাখবেন।
খুব একটা important বিষয় হলো স্টেশন এর পাওয়ার।যে স্টেশন এর পাওয়ার যত বেশি তা তত বেশি দূর থেকে রিসিভ করা যায়।কম পাওয়ার এর স্টেশন গুলো দূরত্ব একটু বেড়ে গেলে ভলো ভাবে রিসিভ করা যায় না
একটা উদাহরন
কোউ যদি চট্রগ্রাম এ থাকে তবে কক্সবাজার রেডিও স্টেশন শুনতে চায় তবে খুব একটা clear শুনতে
পাবে না কিন্তু ঢাকা (ক)রেডিও স্টেশন মুটামূটি শুনতে পাবেন।অথচ ঢাকা কিন্তূ চট্রগ্রাম থেকে চক্সবাজার এর তুলনায় দ্বিগুণ দুরে।এর মুল কারন হল ঢাকা স্টেশন এর পাওয়ার অনেক বেশি।
ওপরের তালিকা থেকে ফ্রিকুন্সি দেখে Broadcasting Time(Local) অনুযায়ি আপনার রেডিও টিউন করুন এবং যুক্ত হন বাংলাদেশ বেতার এর সাথে।
আমাদের বেশির ভাগ রেডিও রিসিভার গুলু এনালগ।তাই টিউন মিটার দেখে টিউন নব সামনে পিছনে করে ফ্রিকুন্সি অ্যাডজাস্ট করে নিতে হয়।এটা খুবিই সহজ ব্যাপার সবাই পারে।
কিছু রিসিভার পাওয়া যেখানে ডাইরেক্ট ফ্রিকুন্সি ইনপুট দেওয়া যায়।তবে একে বারে নতুনদের জন্য এনালগ রিসিভার ই ভাল তাতে অনেক কিছু শেখা যায়।
একটা বিষয় সবাই যানেন যে রাতে অনেক দূরবর্তী চ্যানেল গুলু শোনা যায় এটা আয়স্নিফিয়ার এর একটা Characteristics.এই কারনে অনেকে রাতে রেডিও শুনে থাকেন।
আমার মত যারা রেডিও নিয়ে আগ্রহ আছে কিন্তূ তেম ন কিছু জানি না তাদের জন্য ফেসবুক এ একটা গ্রুপ( Radio Lovers Of Bangladesh ) ওপেন করা হয়েছে।(http://www.facebook.com/groups/116487128513651/) আমাদের জন্য একটা আনন্দের কথা হল এই গ্রুপ এ কিছু লাইসেন্স প্রাপ্ত Ham Radio User আছেন।যারা খুব ই আন্তরিক।নতুন দের যে কোন প্রশ্নের উওর পাওয়া যাবে এই গ্রুপ এ।আপনাদের কারও আগ্রহ থাকলে এই গ্রুপ এ জয়েন করতে পারেন।আমরা ধিরে ধিরে Ham Radio এর লাইসেন্স দিকে অগ্রসর হবো।সবাই একত্রে থাকলে Everything is possible.
আমদের একটাই ইচ্ছা সারা বাংলাদেশের সমগ্র রেডিও প্রেমিদের নিয়ে একসাথে কথা বলা, আলোচনা করা,সবার কাছ থেকে সবার শেখা এবং হারিয়ে যাওয়া রেডিও কে নতুন করে ফিরে পাওয়া।
(পুরান টিউন গুলু)
রেডিও এর প্রতি যাদের আগ্রহ, তারা এদিকে আসতে পারেন-১
https://www.techtunes.io/electronics/tune-id/165296
রেডিও এর প্রতি যাদের আগ্রহ, তারা এদিকে আসতে পারেন-২
আমি হাবিবুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek donnobad apnake…. 🙂