আমরা সাধারণত যে রেডিও চ্যানেল গুলু শুনে থাকি তা হয় AM or FM band.AM এর পূর্ণ অর্থ হচ্ছে Amplitude modulation এবং FM এর পূর্ণ অর্থ হচ্ছে frequency Modulation. এগুলু আসলে signal processing এর বিভিন্ন ধরন।Band বলতে বুঝায় frequency এর রেঞ্জ।যেমন 520 kHz to 1720 kHz এই রেঞ্জকে বলা হয় এম band.
আমাদের রেডিও রিসিভার গুলু বিভিন্ন band এর হয়ে থাকে।কিসু আছে AM আবার কিছু আছে FM।আমার অনেক রেডিও আছে multi Band.আমাদের যে রেডিও রিসিভার মোবাইল এ তা FM band এর।এগুলু দিয়ে শুধু FM band(87.5 MHz to 108 MHz) চ্যানেল রিসিভ করা যায়।
আমাদের বাংলাদেশে যে সরকারি রেডিও চ্যানেল গুলু আছে তার ৮০% ই হছে AM band.বাকি চ্যানেল গুলু FM band। FM band এর সম্প্রচার আসলে অনেকটাই শহর কেন্দ্রিক।গ্রাম এর দিকে তো পাওয়া যায়না বল্লেই চলে।
AM band এর চ্যানেল রিসিভ করার জন্য AM band এর রেডিও লাগে।অনেক এর বাসায় পুরান রেডিও আছে যা আসলে AM band এর।অনেক এর পুরান ক্যাসেট প্লেয়ার আছে ওখানে ও AM band আছে।বাজারে ও খুব কম দাম।তবে ভাল মানের বা Brand এর দাম ৭০০ থেকে ১০০০ টাকা হবে।
এখন আসি বাংলাদেশ বেতার নিয়ে
বাংলাদেশ বেতারের মোট ১১ টি আঞ্ছলিক কেন্দ্র আছে।এগুলু সারাদিন বিভিন্ন সময় সম্প্রচার করে থাকে
এই তথ্য গুলু http://www.betar.org.bd/ এই সাইট থেকে পাবেন
পরে আমরা জানব কিভাবে এই চ্যানেল গুলু রিসিভ করা যায়।তারপর জানব কিভাবে আন্তর্জাতিক চ্যানেল গুলু রিসিভ করতে হয়।
কে কে এই বিষয়ে আগ্রহী??আওয়াজ দেন ভাই............।
আমি হাবিবুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আওয়াজের emoticon নাই আমার কাছে