গিগাবাইট মাদারবোর্ডের ব্যপক সাফল্যের পর এবার বের হতে যাচ্ছে গিগাবইটের নতুন ১৪ টি মোবাইল সেট। যেগুলো অন্যান্য সাধারন মোবাইল সেট থেকে কিছুটা হলেও ব্যতিক্রমী হবে। আশা করি এগুলো বাজারে বের হলে সবাইকেই আকৃষ্ট করতে পারবে।কারন বেশিরভাগ সেটেই 3g এবং Windows সাপোর্ট করবে।
বিদ্রঃ এই সেটগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিন। সকলকে ধন্যবাদ
আমরা অনেকেই অনেক সময় Bios- এর পাসওয়ার্ড ব্রেক করতে চাই কিন্তু অনেকেই তা খুব একটা কঠিন কাজ বলে মনে করেন। এই কাজটি করতে আপনার কোন সমস্যাই হবে না কেননা এটা করা অত্যন্ত সহজ। শুধুমাত্র আপনার পিসিটি খুলে এর মধ্যের ব্যাটারিটি খুলে আবার লাগিয়ে দিন। দেখুন আপনার বায়োস পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে।
এই টিউনটি মূলত নতৃনদের জন্য। আর এই টিউনের সাথেই আমি ২-৩ মাসের জন্য টেকটিউনস থেকে বিদায় নিচ্ছি। হয়ত আবার দেখা হবে। তবে ৩০ তারিখ পর্যন্ত আছি আমি আপনাদের সাথে। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ...........
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
২ টা মডেল চলে। বাকি গুলা ব্যাপক মাইর খাইব।
ভাই টেকটিউন আর প্রানবন্ত থাকবে না। এই টা ভেবেই দুখখ হছছে। তোমাকে ছারা টেকটিউন এ আর আসতেও ইছছা হবে না। ভালো থাইকো।