পি এল সি সম্পর্কে জানুন [পর্ব-০৯]

আজ থাকবে "লেডারের মূলতত্ব (Ladder Basics)" এবং "সাধারণ নির্দেশাবলী (Common Instructions)".

আজকের এই পাঠ শেষে আপনি যা জানতে পারবেনঃ-

√ নির্দেশাবলী কিভাবে ব্যাবহার করে তা জানা।

√ সবচেয়ে সাধারণ নির্দেশাবলীর নাম এবং তার ব্যাবহার।

লেডারের মূলতত্বঃ (Ladder Basics)

কন্টাক্ট এবং কয়েলগুলির শ্রেণীবিন্যাস নির্ধারণ করে কিভাবে একটি লেডারের ধাপ প্রক্রিয়াকৃত হবে।

যদি দুই বা ততোধিক ডিভাইস সিরিজে (একের পর এক) স্থান পায়, তবে তারা AND ইন্সট্রাকশন হিসাবে কাজ করে। লেডারের ধাপগুলির ক্ষমতা প্রবাহিত করার জন্য, সমস্ত শর্ত প্রকৃতভাবে তৈরি করা আবশ্যক।

যদি দুই বা ততোধিক ডিভাইস সমান্তরাল (পেরালাল) হয়, তবে তারা একটি OR কন্ডিশন হিসাবে পরিচালিত হয়। OR কন্ডিশন ক্ষমতা প্রবাহিত করার জন্য একাধিক পথ ব্যাবহার করে।

AND / OR কন্ডিশন দ্বারা সংযুক্তভাবে জটিল লেডার ধাপ নির্মাণ করা যায়।

উল্লেখ্যঃ একটি লেডারের ধাপএ একটি ইনপুট শর্ত থাকতে হবে, এবং আউটপুটএ একটি বর্তনী সম্পূর্ণ করা থাকতে হবে। যদি একটি কমান্ড সবসময় অন করা থাকে, তবে সেখানে একটি বিট সেটি সামনে অবস্থান করবে, এড্রেস হবে M8000. এই বিটটি সবসময় অন থাকে। আউটপুট কুণ্ডলী বা bracketed নির্দেশ সরাসরি বাম শক্তি রেল এ সংযুক্ত করা অনুমোদিত নয়।

সাধারণ নির্দেশাবলীঃ (Common Instructions)

SET – বিট সেট
RST – বিট রিসেট

SET ইন্সট্রাকশন কুন্ডলী আকারে ডিভাইসকে অন করে। RST (রিসেট) নির্দেশ একটি কুন্ডলীকে রিলিজ করে।

PLS – ক্রমবর্ধমান এজ পালস (Rising Edge Pulse)
PLF – পতনশীল এজ পালস (Falling Edge Pulse)

PLS নির্দেশ ইনপুট অবস্থার পজেটিভ প্রান্তের ট্রিগার অন করে, অপরদিকে PLF নির্দেশ ইনপুট অবস্থার নেগেটিভ প্রান্তের ট্রিগার অন করে। উভয়ের ফলাফল হল, পালসিং (pulsing) একটি নির্দিষ্ট ডিভাইস অন করার জন্য মাত্র একটি লেডার স্ক্যান করে।

পালসিং (Pulsing) কন্টাক্টের জন্য অন্য একটি পদ্ধতি হচ্ছে ক্রমবর্ধমান প্রান্ত এবং পতনশীল প্রান্ত পালস বিট। এই বিট একটিভ হয় শুধুমাত্র অনুরুপভাবে PLS এবং PLF ইন্সট্রাকশন একবার স্কেন করার মাধ্যমে।

ক্রমবর্ধমান এজ পালস (Rising Edge Pulse): ক্রমবর্ধমান এজ পালস হল একটি এক স্কেন পালস বেজ যার এড্রেস কন্টাক্ট এর উপর দেখানো হয়েছে। PLS ইন্সট্রাকশন হিসাবে M বিট এবং একটি ইনপুট হিসাবে X003 ব্যাবহার করা হয়েছে। এই কমান্ডের বিষয় হল, একটি এক স্কেন পালস লজিক অনুসরণ করে।

পতনশীল এজ পালস (Falling Edge Pulse): পতনশীল এজ পালস হল একটি এক স্কেন পালস বেজ যার এড্রেস কন্টাক্ট এর উপর দেখানো হয়েছে। PLF ইন্সট্রাকশন হিসাবে M বিট এবং একটি ইনপুট হিসাবে X004 ব্যাবহার করা হয়েছে। এই কমান্ডের বিষয় হল, একটি এক স্কেন পালস লজিক অনুসরণ করে।

ALT - টগল বিট (Toggle Bit)

ALT কমান্ড একটি নির্দিষ্ট বিট অবস্থাকে টগল করে। যদি বিট অন হয়, তবে এটি অফ এ পরিণত হয়। যদি বিট অফ হয়, তবে এটি অন এ পরিণত হয়।

ZRST – জোন রিসেট (Zone Reset)

ZRST (জোন রিসেট) কমান্ড এড্রেসের একটি পরিসীমা রিসেট করতে ব্যবহৃত হয়। এখানে RST একটি সিঙ্গেল বিট রিসেট করে, শুরু এবং শেষ ঠিকানা নির্দিষ্ট করা হয়। ঠিকানার পরিসীমা বিট, ওয়ার্ড, টাইমার, বা কাউন্টার হতে পারে। যখন ওয়ার্ড এর এড্রেসগুলি উল্লেখ করা হয়, তখন তারা 0 মানে রিসেট হয়। দ্বিতীয় প্যারামিটার (শেষ ঠিকানা) প্রথম প্যারামিটার (শুরু ঠিকানা) এর বেশী হতে হবে।

এই পর্যন্তই ছিল আজকের পাঠ.................................।

আগামি পর্বে থাকবে প্রোগ্রাম তৈরি এবং সংশোধন করা (Develop & Edit Programs).

Level 0

আমি স্বপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সকল কে জ্ঞান দান করুন নিজের জ্ঞান বৃদ্ধি করুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন হচ্ছে স্বপন ভাই চালিয়ে যান সাথেই আছি।

    @জন: সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনাই আমাকে লিখতে সাহায্য করছে।

Level 0

আমি জানিনা কেন, আপনার লেখা বুঝতে আমার কষ্ট হচ্ছে। বেশিরভাগ লাইন দুইতিনবার পড়তে হচ্ছে। সমস্যাটা মনে হয় শুধু আমার একার হচ্ছে। যাই হোক ভাই লিখতে থাকেন।

    @Faisal: কোন নির্দিষ্ট লাইন যদি বুঝতে অসুবিধা হয়, তবে সেটা উল্লেখ করুন। চেষ্টা করবো আরও সহজ ভাবে লিখতে। মত প্রকাশের জন্য ধন্যবাদ।

Level 0

Brother Shopon, if we can learn as your good tune, we all will be good Automation Engineer.
Very good tune…

খুব ভাল টিউন চালিয়ে যান। Please don’t stop

    @apon_adhora: আপনাদের দোয়াই আমাকে টিউন চালিয়ে নিতে সাহায্য করছে।

@Momin: যদি কিছু শিখাতে পারি, তবে মনে করবো এই পরিশ্রম সার্থক হচ্ছে।

Level 0

অনেক ধন্যবাদ খুব সহজ সুন্দর ভাষায় লেখার জন্য । আপনার বর্ননার সাথে উধাহরণ খুব সুন্দর হয়েছে । আমার একটা বিষয় জানার আছে, PLS – ক্রমবর্ধমান এজ পালস,PLF – পতনশীল এজ পালস,ALT – টগল বিট অপশন গুলো কি LS পি এল সি তে লেখা যায় ? আমি কোন অপশন পাই নাই । তবে fatek, xinje, delta, Mitsubishi ইত্যাদি পি এল সি তে অপশন গুলো পেয়েছি। LS এ কোন অপশন থাকলে আপনার সাহায্য কামনা করি।

    @ASHRAF: LS পিএলসি তেও আছে। তবে ভালোভাবে ম্যানুয়াল পড়তে হবে। LS এ R_TRIG হল ক্রমবর্ধমান এজ পালস এবং F_TRIG হল পতনশীল এজ পালস। মোটামুটি সব পিএলসিতে বেসিক ফাংশন গুলি থেকে থাকে। তবে সংকেত ভিন্ন হয়ে থাকে।

Level 0

ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান ট্রিপস দেওয়ার জন্য। আপনার সাথে থেকে ভবিষ্যতে আরও কিছুটা পথ অগ্রসর হথে পারব বলে আশা রাখি।

    @ASHRAF: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

ধন্যবাদ , আপনার মূল্যবান ট্রিপস দেওয়ার জন্য। Plz carry on brother. It is so hard for us to wait for the next post for long time .

    @Al Maraj: আপনাকে স্বাগতম, অফিসের বেস্ততার কারনে লিখতে দেরি হচ্ছে। পরবর্তী পোস্ট ১-২ দিনের মধ্যেই পাবেন আশা করি।

Level 0

এখনও শিখে যাচ্ছি । খুব ভালো

Level 0

দারুন হচ্ছে স্বপন ভাই চালিয়ে যান সাথেই আছি।