নিজেই তৈরী করেনিন মিনি এফ এম ট্রান্সমিটার

এফ এম ট্রান্সমিটার শুনতে কার না ভালো লাগে । আর এটা যদি হয় আবার নিজের তৈরি তাহলে তো কোন কথাই নেই । আমি আজ আপনদের এমন একটি র্সাকিট এর সাথে পরিচয় করে দিবো , যা দিয়ে আপনি খুব সহজে একটি মিনি এফ এম ট্রান্সমিটার তৈরী করতে পারবেন।

র্সাকিট টি মাএ ২টি ট্রানজিস্টার দিয়ে তৈরী করা হয়েছে। এটি দিয়ে আপনি প্রায় ৪০০ মিটার দুরতের যেকোন এফ এম রিসিভারে ট্রান্সমিট করতে পারবেন। এখানে যে কয়েল টি ব্যবহার করা হয়েছে তা হল ২২নং ইনসুলেড কপার তার , এবং এটি আপনি ৮ থেকে১২ বার একটি পেনসিলে পেচিয়ে তৈরি করবেন। এখানে  ৪ নং ব্যবহার করা হয়েছে ফ্রিকুয়েন্সি পরিবর্তনের জন্য। এটি ৯ ভোল্ট এর ডিসি সংযোগ দিতে হবে।

র্সাকিট ডায়াগ্রাম :

fm copy

যা যা লাগবে :

  • রেজিস্টর : (R1,R4,R6 = 10K  , R2 = 1M , R3 = 100K , R5 = 100 ohm , R7 = 1K)
  • ক্যাপাসিটর : ( C1,C2 = 0.1uF , C3 = 0.01uF , C4 = 4-40pF , C5 = 4.7pF)
  • ট্রানজিস্টার : (Q1,Q2 = 2N3904)
  • মাইক্র ফোন
  • কয়েল : ২২নং ইনসুলেড কপার তার
  • পাওয়ার সাপ্লাই ( ৯ ভোল্ট ডিসি )

১ম এখানে প্রকাশিত

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাহ্‌……দারুন জিনিস তো…..

ভাই এইটা কত ফ্রিকুয়েন্সিতে এফ.এম রিসিভারে শুনা যাবে এবং ৪ নং বলতে আপনি কি বুঝিয়েছেন?

L1 টা কি ২২ ইসুলেটেড কপার তার । আর এটিই বা কোথায় পাব?

৪ নং বলতে আমি c4 ক্যাপাসিটর কে বুঝিয়েছি, আর ২২ ইসুলেটেড কপার তার যেকোন ইলেক্টনিক্স এর দোকানে আছে। আপনাকে ধন্যবাদ।

@Mr Fahim Reza.
U Can See
http://www.eee-lab.com

Level 0

Range 400 meter?
Sure?

ভাই যদি কিছু না মনে করেন তা আমাকে কি একটি এফ এম ট্রান্সমিট দেয়া যাবে। আমি টাকা দিয়ে দিব……..

ভাই না দিতে পারলেও কিছু মনে করবেন না। দিতে পারলে জানাবেন ‍[email protected]

এইটা বহুদিন ধরে বানাতে চেষ্টা করছি কিন্তু গ্রামে বাস করি বলে সবকিছু পাইনি ।এখন ভাই যদি একটু বানিয়ে কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতেন আর আমি মূল্যটা না হয় আপনার মোবাইলে পাঠিয়ে দেব ।প্লিজ কল করুনঃ 8801828644020

কভারেজ কতটুকু

VY INDUCTOR ER KOTHA BOLENNY KN?

vai, ata banate kemon khoroch porbey……tachara arokom transmitter ki kinte pawa jabe????

ভাই খরচ কত পড়বে।