সহজে বৈদ্যুতিক এনাজি বা ইউনিট নির্নয় করার পদ্ধতি

আমাদের বাসা বাড়িতে আমরা কি পরিমান বিদুৎ ব্যবহার করছি আর কি পরিমান বিল দিচ্ছি তা কি কখন ভেবে দেখেছি? তাই আজ আমি এটি সহজে বের করার উপায় বর্ননা করব।
প্রথমে দেখব বাসা বাড়িতে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কী পরিমান বিদুৎ খরচ হচ্ছে। সাধারন একটি নমুনা নিচে দেওয়া হল-

  • ১.লাইট = ১৫-২০০w
  • ২.ফ্যান = ৫০-৮০w
  • ৩.টেলিভিশন = ২৫-১৫০w
  • ৪.ডেক্সটপ কম্পিউটার = ৮০-২৫০w
  • ৫.ল্যাপটপ = ২০-৬০w
  • ৭.রেফিজারেটর = ৮০-২০০w
  • ৮.এসি =১০০০-৩০০০w
  • ৯.আয়রন =৫০০-১০০০w
  • ১০.পাম্প মোটর =১/৮-৩ HP

এবার মুল আলোচনায় আসি।

বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হল-

W=V*I*T  watt-sec.

এখানে, w = বৈদ্যুতিক এনাজি
v = ভেল্টেজ
I= অ্যামপিয়ার
T = সময়

আবার, পাওয়ার P=VI
অথাৎ পাওয়ার ও সময়ের গুনফলই হচ্ছে বৈদ্যুতিক এনাজি।
বৈদ্যুতিক এনাজির একক হচ্ছে কিলোওয়াট-আওয়ার (Kwh) বা ইউনিট।
তাহলে আমাদের প্রধান কাজ হল পাওয়ার বের করা
সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I÷1000 KW
থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I*√3÷1000 KW
তাহলে পাওয়ার বের করার পর সময়  গুন করলে আমরা ইউনিট পেয়ে যাব।

উদাহরন : একটি বাসায় ৩০ওয়াটের ৫ টি লাইট দৈনিক ৮ ঘন্টা, ৬৫ওয়াটের ৩ টি পাখা দৈনিক ১২ ঘন্টা ,৫০ওয়াটের ১টি টেলিভিশন দৈনিক ১০ ঘন্টা ,এবং পানির পাম্প ১/৮ ঐচ মোটর দৈনিক ৩ ঘন্টা করে চলে এবং লাইন ভোল্টেজ ২২০, তাহলে ঐ বাসায় ঐ মাসের বিদুৎ বিল কত ইউনিট হবে?

সামাধান:
৩০ ওযাট লাইটের জন্য : W1=30*5*8=1200 wh
৬৫ ওয়াট পাখার জন্য : W2=65*3*12=2340 wh
৫০ ওয়াট টেলিভিশনের জন্য: W3=50*1*10=500 wh

১/৮ HP মোটরের জন্য : W4=(1/8)*746*3=279.75 wh

কারন, ১ ঐচ=৭৪৬ ওযাট
১ দিনে মোট এনার্জি খরচ = W1+ W2+ W3+ W4

=1200 wh+2340 wh+500 wh+279.75 wh

=4319.75 wh

=(4319.75 ÷ 1000)kwh

=4.32 Kwh

৩০ দিনে মোট খরচ হয় =৩০*৪.৩২ Kwh
=১২৯.৬ Kwh (ইউনিট)

এই সম্পুর্ন পোস্টটি PDF আকারে পেতে চাইলে এখানে ক্লিক করতে হবে।

Level 0

আমি Md.Monjur Morshed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo kajr jinish diyesen vai, kaje lagbe

দারুণ তথ্য, উপকৃত হলাম ধন্যবাদ। কিন্তু আপনি Amp কে I দিয়ে প্রকাশ করেছেন যা অনেকের জন্য বিভ্রান্তিকর হতে পারে, তাই দয়া করে ভুলটি তারাতারি শুধরে ফেলুন।

2005 a feray gaylam ray

kubi valo hoesay tune ta

onak ar kajay lag bay.

S9999
ar sat akmot

Level 0

pdf লিঙ্ক এর জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

Eta physics. And age thekei jantam. Tobuo thanx

Thanks vai…

সোজা বাংলায় ১০০০ ওয়াটের কোনকিছু ১ ঘন্টা ব্যবহার করলে ১ ইউনিট হয় । ওয়াট কমলে সময় আনুপাতিক হারে বাড়বে । যেমন ১০০ ওয়াট ১০ ঘন্টায় ১ ইউনিট । (ভোল্টেজের তারতম্যের সময় কিছূটা কমবেশী হতে পারে)

Level 0

Power Factor হিসাবে আনা উচিত। কেননা ফ্যান, মোটর, ফ্রিজ সবই Inductive Load. উপরের হিসাব Resistive Load এর জন্য ঠিক আছে। Resistive Load হচ্ছে বাল্ব(লাইট), হিটার, ইত্যাদি।

    Level 0

    @Faisal: power factor ki jinis seta bole then eta valo silona? any way
    apni janen etai jana galo.

      Level 0

      ভাইজান, আমি লেখকের উদ্দেশ্যে কথাটা লিখেছিলাম।
      Power factor কি জিনিস ভালোভাবে বুঝাইতে হলে আমাকে ছবি একে বুঝাইতে হবে। আর কমেন্টেতো ছবি add করা যায়না। যদি সংক্ষেপে বলি তাহলে অনেকেই বুঝবেনা। যাই হোক সংক্ষেপে বললে বলা যায়, Power factor হল voltage এবং current এর মধ্যে অবস্থিত angle এর Cosine.
      বিভিন্ন Electrical equipment এর Inductance এবং Capacitance এর কারনে AC সোর্সের Voltage এবং Current এর মধ্যে angle এর difference চলে আসে। যেমন inductor, current এর change কে বাধা দেয়, ফলে voltage এর থেকে current পিছিয়ে(lag) পড়ে। আবার Capacitor এর বেলায় ঘটনা উল্টো সেক্ষেত্রে Current এগিয়ে(lead) যায়। ধরেন বিশাল কোন মোটরের বা যেকোনো Inductive load এর কারনে AC সোর্সের current 45 degree পিছিয়ে গেল Voltage এর থেকে। তাহলে ঐ সোর্সের টার্মিনালে Power factor হবে Cos45= 0.707. এখন ঐ টারমিনালের Voltage যদি হয় 400V এবং Current যদি হয় 30A তাহলে Power = VxIxCosθ= 400x30x0.707 = 8484 Watt. আবার আপনি যদি Power factor হিসাবে না আনেন তাহলে Power = 400×30 = 1200 VA, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন Power factor এর গুরুত্ব কত। আচ্ছা যদি কোথাও কখনও কোন কারনে voltage এবং current এর মধ্যে angle 90 degree হয়ে যায় তাহলে সেখানে পাওয়ার হিসাব করে দেখা যাক। Power = VxIxCos90= VxIx0=0 Watt (কি বুঝলেন!!) angle 90 degree হওয়ার কারনে Voltage, current যাই থাকুক না কেন পাওয়ার শূন্য। এই ধরনের ঘটনা বাসা বাড়িতে ঘটেনা। ঘটে National Grid এর সাথে যুক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে।
      উপরে একটি জায়গায় এককের জায়গায় Watt না লিখে VA লিখেছি কারন সেখানে Power factor দিয়ে গুন করা হয়নি। খেয়াল করে দেখবেন Generator এর Rating এ এককের জায়গায় Watt এর স্থলে VA লেখা থাকে। তারা তো জানে না আপনি কি ধরনের লোড লাগাবেন, তাতে করে Power factor ই বা কত হবে।
      আমি সময় পেলে ইলেক্ট্রিক্যাল এর এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত টিউন করবো।
      ধন্যবাদ।

        Level 0

        @Faisal: Thank a lot. Transformer er rating VA te take jantam.

          Level 0

          আপনি ঠিকই বলেছেন। Transformer এর বেলাতেও রেটিং VA তে দেয়া থাকে। ঐ ক্ষেত্রেও Manufacturer যেহেতু জানেনা User কি ধরনের লোড লাগাবে তাই রেটিং VA তে দেয়া থাকে।

    @Faisal: Ry8 !! Amader Standerd PowerFactor 0.9 Dhora Hoy !!

    @Faisal: ভাই জানেন গ্র্যাজুয়েশন করার পরও আমরা কেন অনর্গল ইংরেজীতে কথা বলতে পারি না… এর একমাত্র কারন গ্রামার। গ্রামার শিখিয়ে ইংরেজী শেখাতে চাইলে খুব কম লোকই ইংরেজী শিখতে পারবে। আর যদি ইংরেজী শেথার সাথে সাথে কৌশলে গ্রামারটা শিখিয়ে দিতে পারেন তবেই ভাল ফল আশা করা যায়। তাই ধরেই পাওয়ার ফ্যাক্টর না বুঝিয়ে যেভাবে বুঝানো হয়েছে আমার মনে হয় সেটাই ভাল একসময় এসব হাবিজাবি এমনিতেই শিখা হয়ে যাবে… এখনই পাওয়ার ফ্যাক্টরের মতো জটিল জিনিস শেখাতে চান তাহলে নতুনদের যে আগ্রহটুকু আছে সেটাও হারিয়ে যেতে পারে…। তার পরও আপনাকে ভালো একটা মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Level 0

      দুঃখিত আপনার সাথে একমত হতে পারলাম না। Power হিসাব করতে power factor এর গুরুত্ব সম্পর্কে আমি আগেই বলেছি। নতুন করে বলার কিছু নাই। power factor এর নাম শুনে যে “নতুন” দৌড়ে পালাবে, তাকে আমাদের দরকার নাই। যে নতুন power factor বুঝার চেষ্টা করবে, নিজের চিন্তা শক্তি কে কাজে লাগাবে, প্রয়োজনে অন্যের সাহায্য নিয়ে হলেও বুঝবে, হাল ছাড়বে না তাকেই আমাদের দরকার। power factor হচ্ছে ইলেক্ট্রিক্যাল এর একেদম অ, আ। বেসিক জিনিস।

      আমাদের সমস্যা কি জানেন, আমরা জাতি হিসেবে অসম্ভব অলস। সব কিছুকে সহজ করতে নিজেদের মত করে বিকৃত করে ফেলি। এরপর আসল কি ছিল তা আর কেউ জানে না।

Aowlad Hossain ভাই এবং Faisal ভাই এর সাথে একমত।

ভাই আমাদের এখানে তো কনোদিন 220 ভোল্ট পাইছি বলে মনে হয় না। সব সময় 180 থেকে সবোর্চ 200 এর মধ্যই থাকে। মাজে মাঝে 160 হইয়া যায়।

ভোল্টেজ কম থাকলে কি বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভবনা থাকে।

    Level 0

    @রোমেল বগুড়া: Power same rakte hole jodi voltage kome jay obossoi current sei rate e barbe, ejonnoi to amader current bill ato besi ase. Pure 220v hole bill onek kom asto

    Level 0

    @রোমেল বগুড়া: আপনি নিউট্রাল তার কে গ্রাউন্ডিং করেন (৮-১০ ফিট রড কে মাটিতে পুতে তার সাথে তার (ওয়্যার) লাগালেই গ্রাউন্ডিং হবে) দেখবেন ভোল্টেজ কিছুটা বাড়বে।

    @ PC pagla বিল বাড়বেনা। আসলে মিটারের মধ্যে দুটো কয়েল থাকে যেগুলো ম্যাগনেট তৈরী করে একটা কারেন্ট এর জন্য অন্যটা ভোল্টেজের জন্য যদি ভোল্টেজ কমার কারণে কারেন্ট বাড়ত তাহলে ম্যাগনেট আগের সমান হত ফলে সর্বচ্চ হলে বিল সমান হত তা হয়না বরং কম হবে। এ বিষয়ে আমি একটা টিউন করেছি দেখলে বুঝবেন। https://www.techtunes.io/how-to/tune-id/156233

physics math 🙂 পূর্বে বিল তৈরি করেছি , ধন্যবাদ শেয়ার করার জন্য

1000 watt এর UPS এ কেমন ইওনিট খরচ হয়? 200 এম্পিয়ার ব্যাটারি সবসময় চার্জ হতে থাকে। UPS ব্যাবহারের পর থেকে বিদ্যুৎ খরচ দ্বিগুন হয়ে গেছে।

সুন্দর একটি টিউন অজানাদের জন্য । ধন্যবাধ

Level 0

দারুন হয়েছে।
@ সানি ভাই সরি টু সে, মোর্সেদ ভাই কি Amp কে I দ্বারা প্রকাশ করেছে? কারেন্ট কে আই দ্বারা প্রকাশ করেছে। অ্যাম্পিয়ার হলে তবেই A দ্বারা হত? পাওয়ার = ভোল্টেজ*কারেন্ট
@ ফয়সাল , স্বপন ভাই- যেহেতু এটা সাধারণ ব্যাক্তিদের জন্য তাই বোধ হয় পিএফ টা না দিয়ে ভালই করেছে।
@ মেহেদী ভাই ইউপিএস এ কিছু কন্সট্রান্ট লস আছে তার মানে এই না বিদ্যুৎ খরচ দ্বিগুন হবে। ২০০ অ্যাম্পিয়ার ব্যাটারী লাগিয়েছেন কেন লাগাতে হবে ১৫-২০ অ্যাম্পিয়ারের এ জন্যই ব্যাটারী সব সময় চার্জ হতে থাকে খরচ ও বেশী হয়।
@ রোমেল বগুড়া আপনার ও সবার জন্য একটা টিউন করেছি
https://www.techtunes.io/how-to/tune-id/156233 দেখবেন।

Level 0

খুবই ভালো হইছে।

Level 0

ভাই অনেক সুন্দর হইছে ।
http://techorb4u.blogspot.com/ দেখবেন।