এই ছোট Fm Tansmitter বানাতে গেলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
22n বা 223 নাম্বারের pf একটি ,10 নাম্বারের pf একটি ,47 নাম্বারের pf একটি ,বা 102 নাম্বারের pf একটি ,1uf 50v এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি ,47 ওহমের রেজিস্ট্যান্স একটি ,কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি ,10 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি ,22 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি ,BC547 এই মানের ট্রানজিস্টর একটি ,6 পাকের একটি Tank কয়েল যা 20 অথবা 22 গেজের তামার তার দিয়ে একটি কলমের ওপর পেচিয়ে বানাতে হবে ,একটি MIC যা পুরাতন ক্যাসেট প্লেয়ারে অথবা মোবাইলের হেড ফোনে পাবেন ,একটি অন অফ সুইচ একটি ,6 ভোল্টের ব্যাটারী একটি ,15 থেকে 20 হাত তার যা এন্টেনা হিসাবে ব্যবহৃত হবে ,
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
ভাই এই সাইটে এটাই আমার প্রথম পোস্ট তাই সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন্ এই সির্কিটটি মূলত আমার এক ভাই এর বানানো্ যাই হোক এবার চেষ্টা করে দেখুন আপনার নিজ রেডিও স্টেশনের আর্ জে্ হতে পারেন কিনা? গুড লাক্
আমি kader484sms। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।