সবাই কেমন আছেন ? আমরা মোটামুটি সবাই কমবেশি গান শুনতে ভালবাসি ! আর এই গানের সাউন্ড বৃদ্ধি করার জন্য একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হয় ! এতদিন এই অ্যাম্পলিফায়ার দিয়ে শুধুই বেশি সাউন্ডে গানই শুনেছেন ! কখনো কি এটি ব্যবহার করে বেশি সাউন্ডে আপনার কথা গুলো শুনেছেন ? না শুনলে এখনই কাজ শুরু করে দেন ! এর জন্য যে কোন ওয়াটের অডিও অ্যাম্পলিফায়ার থাকলেই চলবে ! এবার নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
প্রথমে ভেরো বোডকে মাইক্রোফোনের সমান করে কেটে নিন ! এবার এর এক পাশে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
ভেরো বোডের অপর পাশে MIC সেট করবেন ! এবার সার্কিটের OUTPUT থেকে একটি লাইন ও নেগেটিভ থেকে একটি লাইন নিয়ে আপনার অ্যাম্পলিফায়ারের ইনপুটে প্রবেশ করান ! এখানে ট্রানজিস্টরের ইমিটর হল নেগেটিভ ! এবার সার্কিটে ব্যাটারীর মাধ্যমে ভোল্টেজ প্রবেশ করান আর MIC তে কথা বলুন ! কি বক্সে কথা শোনা যাচ্ছে তো ? কমেন্টের মাধ্যমে জানাবেন ! মাইক্রোফোনকে অ্যাম্পলিফায়ার থেকে একটু দুরে রাখাবেন আর অ্যাম্পলিফায়ারের Treble একটু কমে দিবেন তা না হলে Noice হবে !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
সার্কিট আমার মাথায় ঢুকে না 🙁 যারা বুঝে তাদের অনেক কাজে আসবে আপনার টিউন সুন্দর হচ্ছে