সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার জীবনের প্রথম টিউন শুরু করতে যাচ্ছি।
কি লিখব কিছুই খুঁজে পাচ্ছি না । যাইহোক অবশেষে একটি আইডিয়া পাইলাম।
এ ধরনের সেন্সর সুইচ এসি ও ডিসি দুই ধরনের হয়ে থাকে।
এসি সেন্সর সুইচ
এসি সেন্সর সুইচে দুইটি তার বা ক্যাবল থাকে
Brown ও Blue ।
চিএের ন্যায় সংযোগ দিতে হবে। যখন সুইচের
সামনে ম্যাটালিক কিছু আসবে তখন সংযোগ পাবে ও লোড কাজ করবে ।
আবার যখন ম্যাটালিক পদাথ সরিয়ে ফেলা হবে তখন সংযোগ বিচ্ছন্ন হবে।
ডিসি সেন্সর সুইচ
ডিসি সেন্সর সুইচ দুই প্রকার হয়ে থাকে PNP ও NPN অথ্যাৎ পজেটিভ নেগেটিভ পজেটিভ ও নেগেটিভ পজেটিভ নেগেটিভ।
ডিসি সেন্সর সুইচে তিনটি তার বা ক্যাবল থাকে Brown , Black ও Blue ।
চিএের ন্যায় সংযোগ দিতে হবে।
যখন PNP সুইচের সামনে ম্যাটালিক কিছু আসবে তখন আউটপুটে পজেটিভ ভোল্টজ পাবে ও লোড কাজ করবে।
যখন NPN সুইচের সামনে ম্যাটালিক কিছু আসবে তখন আউটপুটে নেগেটিভ ভোল্টজ পাবে ও লোড কাজ করবে।
এটি আমার প্রথম টিউন তাই ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
আমি Md.Monjur Morshed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন। ধন্যবাদ।