শেষ পযন্ত তৈরী করে ফেললাম FM ট্রান্সমিটার

কেমন আছেন আপনারা?নিশ্চয় ভাল আছেন!আমিও ভাল আছি।বলতে পারেন আজকে একটু বেশিই ভাল আছি।

আমার অনেক দিনের স্বপ্ন একটা FM ট্রান্সমিটার তৈরী করব।কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছিলনা।FM ট্রান্সমিটার সম্পর্কে আমার জানার সুযোগ হয় সর্বপ্রথম রুবেল ভাইয়ের পোষ্ট পড়ে।বলতে পারেন আমি রুবেল ভাইয়ের একজন ভক্ত।তাকে আমি বড় ভাইয়ের মত ভালবাসি এবং শ্রদ্বা করি।আমাদের এই প্রিয় টেকটিউনসে এমন অনেকেই আছেন যারা ইলেকট্রনিকসে B.S.C অথবা Diploma ইঞ্জিনিয়ারিং করেছেন অথবা করছেন।কিন্তু তারা তাদের মূল্যবান জ্ঞান টেকটিউনসের ইলেকট্রনিকস বিভাগে শেয়ার করার উত্‍সাহ দেখাননি।কিন্তু রুবেল ভাই একজন সাধারণ মানুষ হয়েও প্রতিনিয়ত চেষ্টা করেছেন টেকটিউনসের ইলেকট্রনিকস বিভাগকে সমৃদ্ধ করতে।তার এই চেষ্টাকে আমি স্বাগত জানাই।

যাহোক ছেলেবেলা থেকে আমি ইলেকট্রনিকসের পোকা ছিলাম,এখন-ও আছি।বলতে পারেন আমি ইলেকট্রনিকসে আসক্ত।যাহোকে গতকাল সকালবেলা বাসা থেকে বেরবার সময় মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে,FM ট্রান্সমিটারের পার্টসগুলো ম্যানেজ করে তবেই বাসায় ফিরব।যেই কথা সেই কাজ,সোজা চলে গেলাম যশোর মাইকপট্টিতে।বেশ কয়েকটা দোকান ঘোরার পর ছোট একটা দোকানে পার্টসগুলো খুজে পেলাম।দোকানটার নাম"বৈশাখী ইলেকট্রনিকস"।আমি দোকানিকে পার্টসের নাম বলছিলাম আর দোকানি পার্টসগুলো দিচ্ছিল,তখন মনে হচ্ছিল কখন যে বলবেনে যে এই পার্টসটা নাই।কিন্তু না শেষ পযন্ত সব পার্টসগুলো পেলাম।দোকানিকে বললাম: আঙ্কেল একটু কষ্ট করে ঐ পার্টসগুলো আবার 2 ভাগে দেন।উনি দিলেন।দাম-ও বেশী পড়লনা।RF কয়েল এবং স্টোরিও সকেট ছাড়া মাত্র 50 টাকা।বাসায় ফিরে আসার সময় গাড়িতে বসে ভাবতে লাগলাম,যাক অনেক দিন পর একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।

বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষ করে দুপুর দুইটার সময় কাজে লেগে পড়লাম।ধীরে সুস্থে কাজ করতে লাগলাম।আমার টার্গেট ছিল সময় বেশি লাগুক কিন্তু সফল আমি হব-ই।বিকাল 6 টার দিকে আমার কাজ শেষ হল।সবকিছু আরেক বার ভাল ভাবে পরিক্ষা করলাম।এরপর ঈশ্বরের নাম স্বরণ করে সার্কিটে মোবাইলের ব্যাটারির মাধ্যমে ভোল্টেজ ইনপুট দিলাম।এরপর অডিও ইনপুট ঁশে স্টোরিও পিনের মাধ্যমে মোবাইলে কার্নেট করলাম।ছোট ভাইয়ের মোবাইলে FM রেডিও টিউনিং করতে লাগলাম এবং সাথে সাথে RF কয়েল হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম।হঠাত্‍ শুনলাম আমার মোবাইলের গান ছোট ভাইয়ের মোবাইলে শোনা যাচ্ছে।অথাত্‍ আমার চ্যানেল ধরেছে।Frequency দেখলাম 91.9 মেগাহার্টজ।তখন যে আমার এত আনন্দ লাগছিল,তা আপনাদের বোঝাতে পারবনা।মনে হচ্ছিল এ যেন স্বপ্ন।সত্যি কথা বলতে কি নিজের হাতে কোন কিছু তৈরী করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে।এ আনন্দের উত্‍স রুবেল ভাই।আমি তাকে আবার-ও ধন্যবাদ জানাই।

আজ এ পযন্ত-ই।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন এবং বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকুন।ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি শত খোঁজেও পার্টসগুলো পেলাম না ।

    আপনার পার্টসগুলোর list আমাকে মেইল করুন।আপনার স্বপ্ন পূরণে হয়ত আমি আপনাকে help করতে পারব।প্রথম কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।[email protected]

ভাই আপনি যে দোকানের নামটি উল্লেখ করেছেন , দোকানটি কথায় অবস্থিত????

    @মোঃ রাসেল :ভাই দোকানটা যশোরের মাইকপট্টিতে অবস্থিত,নাম”বৈশাখী ইলেকট্রনিকস”।কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।ভাল থাকবেন।

sound quality kemon? I mean sound ki radio today ba furtir moto na aro low quality?

    @tarshidahmodkhan : ভাই সাউন্ড কোয়ালিটি খুব ভাল।রেডিও টুডে/ফ্রুতি এর থেকে খারাপ না।আপনি যে মিডিয়া থেকে অডিও ইনপুট করবেন এবং যেরকম কোয়ালিটির অডিও ইনপুট করবেন,ঠিক সেরকম কোয়ালিটিই ট্রান্সমিট করা সিগনাল থেকে পাবেন।কমেন্টের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

শুধুই গল্পই লিখলেন কাজটা কিভাবে করলেন বললেন না , যন্ত্রপাতির লিস্টটা দিলে ভাল হত

    @Akramul Haq : ভাই,রুবেল ভাই FM ট্রান্সমিটার নিয়ে টেকটিউনসে মোট দুইটা টিউন করেছেন।আমি কেবল মাত্র তার টিউনটা অনুসরণ করে জিনিসটা তৈরী করেছি,এই যা।তাই এখানে আমার নিজস্ব কিছু নেই।যেদিন আমি নিজে নতুন কিছু তৈরী করব,সেদিন প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত লিখব।বসের টিউনটা দেখুন-https://www.techtunes.io/electronics/tune-id/129566।কমেন্টের জন্য ধন্যবাদ ভাল থাকবেন।

Level 0

আপনার টিউন টা ভালো।আপনি যশোর এ কোথায় থাকেন আমি যশোর এ থাকি । আপনি মাইকপট্টির কোন দেকান থেকে পার্স গুলো কিনেছেন দয়া করে বলবেন।

    @Shawon : আমি ঠিক যশোরে থাকিনা।ঝিনাইদহ জেলার শেষ প্রান্তে এবং যশোর জেলার প্রায় শুরুতে বলতে পারেন দুই জেলাতেই থাকি।আমার বাসা বারবাজার,উপজেলা:কালীগজ্ঞ।চিনেন নাকি?আমি মাইকপট্টির”বৈশাখী ইলেকট্রনিকস”থেকে পার্টসগুলো সংগ্রহ করেছি।কমেন্টের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

Level 0

পার্স গূলোর নাম দেবেন আমাকে [email protected]

Level 0

Thanks

ভাল করেছেন। বিবরণ বা উপায় না দিন, জিনিসটার ছবি তো দেবেন! কত আশা করে পোস্টে এলাম।
শুভ কামনা আপনার জন্য।

    @মিনহাজুল হক শাওন: ভাই,জিনিসটার ছবি দিতে না পারায় আমি সত্যিই দুঃখিত।আসলে পার্টসগুলো আমি একটা মোটা পেপারে সংযুক্ত করেছি,দেখতে তেমন একটা ভাল দেখাচ্ছেনা,তাই ছবি দিলামনা।কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।ভাল থাকবেন।

atar range koto? Ami akta fm transmitter banaisi range 100 meter. Ata tar cheye besi?

    @সাব্বির ECE: দেরিতে কমেন্টের উত্তর দেবার জন্য আমি দুঃখিত।এইটার রেনজ প্রায় 600 ফুট।কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।ভাল থাকবেন।