গত ১ জুন ২০১২ তে টেকটিউনসে আমি প্রথম টিউন করি( https://www.techtunes.io/electronics/tune-id/126105#comment-297610 ),
প্রথম টিউনে পাঠক বৃন্দ যে আগ্রহ ও প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে এবং অনেকে ফোন,এস এম এস, ই-মেইল করে তাদের ভাললাগার কথা জানিয়েছেন তা আমি কোনদিন ভুলবোনা। অসংখ্য ধন্যবাদ পাঠক বৃন্দকে, অসংখ্য - অসংখ্য ধন্যবাদ টেকটিউনস কে।আমি বিশ্বাস করি যে টেকটিউনস আমাদের সমাজকে অনেক সুন্দর ও পাঠকদের জীবনকে আলোকিত করতে পারবে। জয়তু টেকটিউনস , আজন্ম থেকো আমাদের সাথে। আমার লেখার হাত খুব কাচা এবং আমি নবীন ,তাই যদি কিছু ভুল হয় তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এটা একটি শিশুদের পুরাতন/ভাঙ্গা বা ফেলে দেওয়া রিমট খেলনা গাড়ী দিয়ে ত্যরি অতি সহজ রিমট কন্টলার, যা দিয়ে রিমট কন্টোল এর মাধ্যমে বাড়ীর যেকোন ফ্যানের গতি কম বা বেশি/লাইট অফ-অন,এলারার্ম,দরজা খোলা-বন্ধ বা বিভিন্ন কাজে ব্যাবহার করা যায়।আজ অবদি এরকম কেউ করেছে বলে আমার জানা নাই।
ঢাকাতে অবষ্থানরত আমার অতি আদরের গাড়ী পাগল ভাগ্নে অরিত্রর ভাঙ্গা রিমট খেলনা গাড়ীর স্তুপ দেখে, কেননা আমার ভাগ্নের যত তার গাড়ির প্রতি উৎসাহ ঠিক তার দ্বিগুণ উৎসাহ তার গাড়ী ভাঙ্গার প্রতি। একদিন মাথায় এলো যে তার ভাঙ্গা রিমট খেলনা গাড়ী দিয়ে সহজে ভাল কিছু ত্যরি করা সম্ভব কি না। পরে একটি ভাঙ্গা পুরাতন রিমট খেলনা গাড়ী দিয়ে এটি ত্যরি করি। তাই আজ এই প্রজেক্টটি গাড়ী পাগল ভাগ্নে অরিত্র কে উপহার দিলাম। আপনারা সবাই অরিত্রর জন্য শুভ কামনা জানাবেন।
প্রথমেই একটি ভাঙ্গা /পুরাতন রিমট খেলনা গাড়ীর মটর সহ সার্কিট বোর্ডটি খুলে ফেলুন,সামনের মটরের মাথার সাথে রেগুলেটরের মাথা সমন্তরালে শক্ত করে লাগান এবং মটর ও রেগুলেটর বক্স এর সাথে এমন ভাবে লাগান যেন মটর ঘুরলে রেগুলেটরের মাথার নব ছাড়া অন্য অংশ না ঘোরে,রেগুলেটরের দুইটি তার এর একটি ফ্যান এ আর একটি ঘরের ফ্যানের সুইচ এ সংযোগ করুন।পিছনের মটরটি খুলে ঐ স্থানে ভাইব্রেটর লাগান,ভাইব্রেটর এর মাথার দিকে টিন/তামার পাত এর দুটি অংশ এমন ভাবে স্থাপন করুন যেন ভাইব্রেটর ঘুরলে পাত দুইটি সংযোগ পায় আবার উল্টা ঘুরালে সংযোগ বিচ্ছিন্ন হয়,ভাইব্রেটর এর সাথে একটি আলপিন/শক্ত তার লাগান যেন পাত দুইটি সংযোগ পেলে আর বা পুরোটা না ঘুরতে পারে,পাত দুটি থেকে দুটি তার ঘরের লাইটের সুইচ এ সংযোগ দিন তাহলে সুইচ বা রিমট দিয়ে দুই ভাবে লাইট অফ বা অন করা যাবে(এই অংশ টা পিছনের মটর দিয়েও করতে পারবেন শুধু একটু বুদ্ধি প্রয়োগ করুন)।সার্কিট বোর্ডটির ব্যাটারী সংযোগ এর স্থলে পুরাতন/নতুন মোবাইল ফোনের চার্জার লাগান এবং বিদ্যুৎ সংযোগ দিন।সার্কিট বোর্ডটির সাথে যে এন্টেনা বা এন্টেনা তার লাগানো আছে সেটাই ব্যাবহার করুন। সার্কিট বোর্ডটির অ প্রয়োজনিয় সংযোগ গুলি কেটে দিন।
রিমট কন্টোল অংশটির ব্যাটারীর সংযোগে একটি পুরাতন/নতুন মোবাইল ফোনের ব্যাটারী সংযোগ করুন এবং দুটি তার বাহিরে বের করে রাখুন যাতে ব্যাটারীটি চার্জ করতে পারেন। রিমোট কন্টোলটির একটি নব উপর নিচ করলে লাইট অফ/অন হবে আরেকটি নব ডানে বা বায়ে ঘুরালে ফ্যানের গতি কম বা বেশি হবে। এটা বছরের পর বছর চলতে থাকবে সহজে নষ্ট হবে না।
সমস্যা হলে আমি পাশে আছি।
ধন্যবাদ সবাইকে।
দেশকে ভালবাসুন
মাদক কে না বলুন
টেকটিউনস র সাথে থাকুন।
আমি অনুপ ভৌমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাঙ্গাতিক একটা টিউন। ভাই আপনিতো বাংলাদেশের গৌরব। মানেন!!!! বিশ্বাস রাখুন। এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আপনাকে অঅঅঅনেক ধন্যবাদ এত সুন্দর একটি টিউন করার জন্য।