সহজ করে বানান ক্যাম্পাস এফ এম রেডিও ষ্টেশন আর শুনুন মোবাইল ফোনে। এটা অনেক কাজের কাজী

সবাইকে আমার শুভেচ্ছা । এটা আমার প্রথম টিউন বিধায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা সবাই এফ এম ট্রান্সমিটার বানাতে আগ্রহী কিন্তু সম্ভব হয়না , কারণ এটা খুব একটা সহজ নয় ও সঠিক মানের উপকরণ পাওয়া যায়না, তাই আর সার্কিট ডায়াগ্রাম দিয়ে বিরক্ত করলাম না ।

এটা দিয়ে কি কি করা যাবে-

  • ১. ল্যাপটপ/পিসি র সকল গান / অডিও ফাইল সম্প্রচার করা যাবে
  • ২. ক্লাস রুমে এটি চালু করে ক্যাম্পাসের যে কোন স্থান/ক্যান্টিনে বা গাছ তলায় বসে শিক্ষকের লেকচার নিজের মোবাইল ফোনে শোনা যাবে এবং রেকর্ড করা যাবে।
  • ৩. স্বল্প দূরত্বে একাধিক বন্ধুর সাথে ফ্রি কথা বলা যাবে, স্বল্প দূরত্বে অবস্থানরত নিজের আপন জনের সাথে রাত ভর ফ্রি কথা বলা যাবে।( রাতে রেন্জ প্রায় দিগুন হয় )
  • ৪. ক্যাম্পাসের জরুরী যে কোন নোটিশ পরিবেশন করা যাবে।
  • ৫. নিজের লাইভ ভয়েজ সম্প্রচার করা যাবে।
  • ৬. পিকনিক/ শিক্ষা সফরে অনুষ্ঠান সম্প্রচার করা যাবে। ।
  • ৭. যেকোন বিল্ডিং (১তলা হতে ১২ তলা) এর ভিতর দূদান্ত কাজ করে।

যা যা লাগবে-

১. একটি এফ এম ট্রান্সমিটার মাইক্রোফোন।( যা দেশের সব জেলাতেই ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায় মুল্য=১০০-৪০০টাকা )

২. ১টি ট্রানজিষ্টর 2N2219A / 2N3866( যা ঢাকা নবাবপুর ইলেকট্রনিক্স মার্কেটে পাবেন দাম=৩০-৫০টাকা )

৩. ২টা রেজিষ্টর 10K ( যে কোন ইলেকট্রনিক্স দোকানে পাবেন দাম=২-৪টাকা )

৪. ১টি  USB Port Pin ( যে কোন ইলেকট্রনিক্স দোকানে পাবেন দাম=১৫-২০টাকা বা যে কোন ডাটা কেবল/               USB চার্জার এর থেকে নিতে পারেন )

৫.  ১টি টেলিস্কপ এন্টেনা ( এন্টেনা অনেক উচু এবং USB Port Pin এর স্থলে ৯/১২ ভোল্ট ব্যাটারী লাগালে ১ কি:মি রেন্জ হবে )

৬. ষ্টেরিও পিন ( যে কোন ইলেকট্রনিক্স দোকানে পাবেন দাম=৫-১০টাকা ) বা নষ্ট হেডফোন থেকে নিতে পারেন।

৭. ল্যাপটপ/পিসি মাইক্রোফোন ( অপশনাল ) দাম=১০০-২০০টাকা।

যে ভাবে করবেন- চিত্র দেখুন-

একটি এফ এম ট্রান্সমিটার মাইক্রোফোন এর কভার খুলে সার্কিট টি নিতে হবে , সার্কিট এর লাল বৃত্ত ট্রানজিষ্টরটি খুলে 2N2219A / 2N3866 যে কোন একটি লাগাতে হবে(সার্কিট এর এন্টেনা তার ও কয়েলের কাছে যে ট্রানজিষ্টরটি থাকে) ,  এরপর সার্কিট এর লাল বৃত্ত মাইক্রোফোনটি খুলে ঐ স্থানে মাইক্রোফোন+ এ ২টি রেজিষ্টর 10K লাগাতে হবে(গোল মাইক্রোফোন এ ২টা পয়েন্ট থাকে ।যে পয়েন্ট টা সার্কিট এর বডি বা – এ তে লাগানো সেটা- অন্যটা+) । ২টা রেজিষ্টর 10Kর ২মাথায় ২ তার দিয়ে ষ্টোরিও পিন এর পাশের ২ পয়েন্টে লাগাতে হবে, মাইক্রোফোন- হতে তার দিয়ে ষ্টোরিও পিন এর বডি বা বড় অংশে লাগাতে হবে , এই ষ্টোরিও পিনটি ল্যাপটপ/পিসির হেডফোন সকেটে ঢুকবে।সার্কিট এর ব্যাটারী  সংযোগ হতে + ও- পয়েন্ট হতে ২টি তার USB Port Pin এ লাগাতে হবে( ডাটা কেবল/ USB চার্জার এর এক মাথা কাটলে দেখবেন ভিতরে ৪টি তার আছে লাল তারটি + আর সাদা/কাল তারটি – যা সার্কিট এর ব্যাটারী  সংযোগ এ লাগাতে হবে,এটাই সার্কিট এর  পাওয়ার সাপ্লাই। সার্কিট এর এন্টেনা লম্বা তার এর স্থলে ১টি টেলিস্কপ এন্টেনা লাগাবেন( অন্য যেকোন এন্টেনা লাগাতে পারবেন)। সার্কিট এর অন/অফ সুইচ দিয়ে এটি অন/অফ করতে পারবেন। খুব ছোট সুন্দর একটি কেসিং বানিয়ে নিন।  ল্যাপটপ/পিসির ভলিউম এ্যাডযাষ্ট করে নিবেন তাহলে ক্রীষ্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন। এরপর আপনার মোবাইল ফোনে এফ এম রেডিওতে শোনা যাবে এবং রেকর্ড করা যাবে।ল্যাপটপ/পিসি নষ্ট হবে না  ১০০০০০০% ।  আমিতো রইলাম

সবাই ভাল থাকবেন, আপনাদের উৎসাহ পেলে চালিয়ে যাব।

দেশকে ভালবাসুন এবং মাদক কে না বলুন।

Level 0

আমি অনুপ ভৌমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন । ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে।

    @anup bhowmick: ভাইয়া, আমি আমার মোবাইল এ শুনব কি ভাবে কানেক্ট করে, যেমন ঃ অন্য FM Radio গুলো 98.4 Fm, 88.0 FM ইত্যাদি তে কানেক্ট করলে শুনা যায়। আমি এইটা দিয়ে কিভাবে শুনব। আর এইটা কি আমিও একটা আপনার কাছ থেকে পেতে পারি??? [email protected]

Level 0

many many Thanks DADA! e rokom aro post chai..

ভাই আপনি কি নিজে এটা বানিয়ে টেস্ট করেছেন ? যদি সত্যি সত্যি কাজ করে আপনিত প্রথম টিউনেই হিরো হয়ে যাবেন ঃ) ধন্যবাদ

    @অর্জন: হ্যা 8টি বানিয়েছি।ভাল কাজ করছে।ধন্যবাদ

আমি চেষ্টা করে দেখব।কাজ হলে আপনার সাথে রাত দিন ফ্রিতে কথা বলব।

জটিল মচতকার টিউন। কিন্তু এফ এম তৈরির এর কোন সফট নাই? ডিজিটাল যুগে সফট ছাড়া তো চলেনা !!!!

    ভাই আগে এ্যানালগ তারপর ডিজিটাল। লিখতে কষ্ট হয় তাই উৎসাহ কম পাই,তবে আগামীতে আর জটিল কিছু আসবে। ধন্যবাদ

সেরাম হইসে ভাই। কাজে লাগবে নিশ্চিত। আচ্ছা অনলাইন রেডিও আর ক্যাম্পাস রেডিও কি এক? একটা অনলাইন রেডিও যা এফ এমেও শোনা যাবে, এইরকম বানানো সম্ভব? ১ম বছর শুধু অনলাইন- ২য় বছর অনলাইন এবং এফ এম। কোন বছরে কত ক্যাপিটাল লাগতে পারে, একটু ধারনা দিবেন?

    @জমির: সম্ভব। অনলাইন রেডিও তে খরচ বেশ ভালই হবে কিন্তু ক্যাম্পাস এফ এম রেডিও তে কোন খরচ নাই।ধন্যবাদ

    Level 0

    @জমির: অনলাইন বা ক্যাম্পাস রেডীয় সম্পকে জানতে চাইলে ম্যসেজ দিতে পারেন আশা করি হেল্প করতে পারব। সখ করে করলে অনেক কম খরচে করা সম্ভব। [email protected]

বানাবো আপনার কথামত । কাজ করলে মিষ্টি খাওয়াব । না করলে আপনি খাওয়াবেন । এফ এম এর ফ্রিকোয়েন্সি কত হবে বুঝব কিভাবে ?

Level 0

Dada plz circuit diagram ta diben
[email protected]

একটা জিনিস বুঝলাম না তা হল মোবাইলে কিভাবে শুনা যাবে কারণ আপনার ছবিতে মোবাইলের কোন কিছু নাই।আর একটি কথা হল আপনার টিউনে গঠনপ্রণালী চমৎকার কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় তা থাকলে আরো ভালো হত।

    @tarshidahmod: মোবাইল ফোনের এফ এম রেডিও অন করে টিউন করলে শুনতে পাবেন।

Level 0

ভাই, এমন একটা টিউন এর জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিলাম।আমি নিজেও অনেক ঘাটা ঘাটি করেছি এমন একটা বানাতে কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হই। এবার আশা করি সফল হব।

    @tarshidahmod: মোবাইল ফোনের এফ এম রেডিও অন করে টিউন করলে শুনতে পাবেন।@Mahamud: না পারলে আমি আছি।

চেষ্টা করে দেখি বানাতে পারি কিনা…………

আচ্ছা ব্যাপারটা কয়েকবার পড়ার পর মাথায় ঢুকছে ।এখন কথা হল এফ এম এর ফ্রিকোয়েন্সি কত হবে তা বুঝব কিভাবে ?

    @tarshidahmod: মোবাইল ফোনের এফ এম রেডিও অন করে টিউন করলে শুনতে পাবেন এবং বুঝবেন ফ্রিকোয়েন্সি কত।

জোস টিউন ++ 🙂

Level 0

nice tune but amar akta prosno cilo, radio foorti 88.0 frequency te ase. amar aprosno aponar toyri FM a frequency koto hobe ?

    @Faysal: সার্কিটের কয়েল বা ট্রিমার টা একটু এদিক ওদিক করলে ফ্রিকোয়েন্সি পরিবর্ত্তন হবে এবং মোবাইল ফোনের এফ এম রেডিও অন করে টিউন করলে শুনতে পাবেন এবং বুঝবেন ফ্রিকোয়েন্সি কত।

দারুন কাজের জিনিস……ধন্যবাদ

টিউনটির ধন্যবাদ। সবার যে প্রশ্ন, সেটা আমারও প্রশ্ন। মোবাইলে ব্যবহার বা Frequency etc….. বাণিজ্যিক মনোভাব থাকলে আমি ২পিচ নিতাম। Reply দিয়েন।

টিউনটির জন্য ধন্যবাদ। সবার যে প্রশ্ন, সেটা আমারও প্রশ্ন। মোবাইলে ব্যবহার বা Frequency etc….. বাণিজ্যিক মনোভাব থাকলে আমি ২পিচ নিতাম। Reply দিয়েন।

Level 0

@Anup vai, মোট কত টাকা হলে এই রেডিও বানাতে পারবো????????????

Level 0

ei jinish er dekhi bebsha chalu korte parbo ha ha ha..
chomotkar tune likhsen!!

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

dada apnar phone number ta dea doya korun

ভাই আমি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এ থাকি এগুলো পাওয়া খুব কঠিন। আমার পাওয়া ইচ্ছাটা অনেক তাই যদি ইটা বানিয়ে যদি পাঠাতেন। টাকা যত লাগে আমি দিব। আর আমার খুব উপকার হবে। আমার একটা ইচ্ছা পূরণ হবে।

    @আব্দুর রব: যদি সত্যই আপনার উপকার হয় তবে করেদিব ।চিত্রে আমার নাম্বার আছে।

      @anup bhowmick: ভাই আপানর সবচেয়ে ভাল লাগলো যে আপনি সবার প্রশ্নের উত্তর দিয়েছে। আমার সত্যই খুব উপকার হবে।

Level 0

জটিল তো

Osadharon valo hoyeche, dada. Ta dada frequency er beparta clear korben na?

    @ফিরোজ: সার্কিটের কয়েল বা ট্রিমার টা একটু এদিক ওদিক করলে ফ্রিকোয়েন্সি পরিবর্ত্তন হবে এবং মোবাইল ফোনের এফ এম রেডিও অন করে টিউন করলে শুনতে পাবেন এবং বুঝবেন ফ্রিকোয়েন্সি কত।

Level 0

supur like bro.keep it up

ভাই আমাকে একটা বানিয়ে দিবান ?

ভাই ,circuit diagram ছাড়া কেমনে বানাব ?

সার্কিট টি অন করবেন, মোবাইল ফোনের এফ এম রেডিও অন করে ম্যানুয়াল টিউন করবেন তাহলে শুনতে পাবেন এবং বুঝবেন ফ্রিকোয়েন্সি কত।

ভাইয়া আমি যদি পুরো জিনিসটা ল্যাপটপ/পিসির বদলে মোবাইল ডিভাইসে ব্যবহার করি অথ্যৎ ষ্টোরিও পিনটি যদি মোবাইলে ঢুকাই তাহলে অন্য মোবাইলে কি আমার কথা শুনা যাবে?

দাদা প্রথম টিউনে স্বাগতম।অসাধারণ টিউন করেছেন।এত সুন্দর হয়েছে আপনাকে বোঝাতে পারবোনা।অবশ্য-ই বানাবার চেষ্টা করবো।ইলেকট্রনিকস আমার খুব ভাল লাগে।আপনার কাছ থেকে ইলেকট্রনিকসের উপর এরকম আরো টিউন আশা করছি।ভাল থাকবেন।আর পারলে আপনার ই-মেইল address দিয়েন।[email protected].

    @শ্যামল কুমার জয়: টিউনের চিত্রে মোবাইল ও ই-মেইল দেওয়া আছে। আশাকরছি আরো ভালকিছু দিতে পারব। ধন্যবাদ

@Tuner: দাদা প্রথম টিউনে স্বাগতম।অসাধারণ টিউন করেছেন।এত সুন্দর হয়েছে আপনাকে বোঝাতে পারবোনা।অবশ্য-ই বানাবার চেষ্টা করবো।ইলেকট্রনিকস আমার খুব ভাল লাগে।আপনার কাছ থেকে ইলেকট্রনিকসের উপর এরকম আরো টিউন আশা করছি।ভাল থাকবেন।আর পারলে আপনার ই-মেইল address দিয়েন।[email protected].

dada ami besi kisu bujhena apni amaka akta banai deban
ar apnar mobile nunbar thak motobujha jacca na

ভাই আমাকে ১ তা কুরিয়ার করে পাঠাতে পারবেন আমার পুক্ষে এই সব জিনিস কিনে আনা সম্ভব না যদি পারেন আপনার মোবাইল নাম্বার তা দেন আমি কল করে বিস্তারিত বলব ?

ভাই আমি একটু হাই রেঞ্জের মানে ৫ কিমি র মত বানাতে চাই। কি করতে হবে একটু বিস্তারিত বলবেন? প্লিজ

ভাই এটা বানাতে মোট কত টাকা লাগবে? আমি এটির ব্যাপারে খুব ইন্টারেস্টেড। আর একটা জিনিস এফ এম ট্রান্সমিটার মাইক্রোফোন কি?

নাম্বার টা বুঝা যায় না প্রথমটার শেষ আর ২য়টার কোড। ০১৭৩৩ ১০৮ ১৩৮ মিস দেন।

Bai apnar emai id ke dewa jaba

অনেকদিন পর ইলেকট্রনিক্স এর কাজের টিউন দেখলাম। কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

Ckt ডায়াগ্রামটা দিলে অনেক উপকৃত হব। [email protected]

তাতাল টা যে কোথায় গেলো 😉 খুব সুন্দর টিউন হয়েছে 😀

ভাই আমাকে একটা কুরিয়ার করে পাঠাবেন

Level 0

ভাই আপনার টিউন টা জটিল । আমি এটা প্রজেক্ট হিসাবে versity তে জমা দিব । এজন্য আমার circuit diagram টা লাগবে । আশা করি দিবেন এবং দিলে খুব উপক্রিত হব । অপেক্ষায় রইলাম ।

Vai ami sobar sathe kotha bolbo ki bhabe? mane amar kotha sobai sunbe radio r madhome? r gan ki pc te bajaile automatic sona jabe……..?

Level 0

Vai sorkar theke onimuti nete koto lage?

    @SIS.COM: ভাই এটা সল্প রেন্জের তাই অনুমতি লাগবে না তবে ভালকাজে ব্যাবহার করবেন।

Level New

Dada plz circuit diagram ta diben.
[email protected]

অনুপ দা আপনার টিউনটি আমার বেশ লেগেছে । আমি অনেক চেষ্টা করেছি পারি নাই ভাই আপনার রেডিমেট জিনিস টা চাই, একজন কে দিয়েছেন আমাকেও দিবেন আশা করি । ভাই আপনার সাথে যোগাযোগে নাম্বাটা আমার চাই। plz

    @রাসেল: টিউনটা যদি মনযোগ দিয়ে পরতেন তাহলে আর নাম্বার চাইতেন না। চিত্র টি লক্ষ করুন।

নাহ, আপনাদের নিয়ে আর পারা গেল না…… কি যে সব টিউন করেন, প্রিয়তে নেয়া ছাড়া কোন উপায় থাকে না… 🙂 সময় পাইলেই এইটা নিয়ে ঝাঁপিয়ে পরব 🙂
ধন্যবাদ, প্রিয়তে রাখার মত আরও টিউন চাই।।

_________________________
I added cool smileys to this message… if you don’t see them go to: http://s.exps.me

fm radio korte chai. ki ki korte hobe doya kore janabeb?

Level 0

2 km range banano jabe?

Level New

অনুপ ভৌমিক ভাই আপনার সাথে যোগাযোগে নাম্বাটা আমার চাই ।দিলে অনেক খুশী হব ।
(জাহেদ ককসবাজার)

    @zahed: টিউনটা যদি মনযোগ দিয়ে পরতেন তাহলে আর নাম্বার চাইতেন না। চিত্র টি লক্ষ করুন।০১৯১৯২৭৩৬৬৬

আনুপম ভাই প্লিজ আমার সাথে জোগাজোগ করুন। খুব উপক্রিত হব, আমার একটা দরকার। আমি জামালপুর থাকি। [email protected] or 01750144244 plz contact korun…..

অনুরোধঃ

যদি এটার একটা ভিডিও টিউটোরিয়াল দিতেন ভাল হত। সহজে সবাই বুঝত। দেখতেই পারতেছেন সবার কেমন আগ্রহ…। আমারও কম না।।

    @ইমরান: ভাই ভিডিও টিউটোরিয়াল করতে পারিনা,তবে আপনাদের কোন সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন-০১৯১৯২৭৩৬৬৬

Level New

অনুপ দা আপনার টিউনটি আমার বেশ লেগেছে ।ভাই আপনার সাথে যোগাযোগে নাম্বাটা দিবেন । [email protected]

    @zahed: টিউনটা যদি মনযোগ দিয়ে পরতেন তাহলে আর নাম্বার চাইতেন না। চিত্র টি লক্ষ করুন।০১৯১৯২৭৩৬৬৬

Many many tnx @ Anup da

আমি আপনার টিউন সেই ১ জুনেই পড়েছি। এর পর কাজ শুরু করলাম, অনেক পার্টস নষ্ট হলো। কিন্তু সফল হতে পারলাম না। আমারো একটা লাগবে। আমি সিরাজগঞ্জ থাকি। কাল আপনাকে ফোন দিব। প্লিজ প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আর হ্যা পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

এক কথায় অসাধারন। দাদা রেন্ঞ কত তা জানতে পারলে ভাল হত। আমার নিজের অনলাইন রেডিও আছে যে টার এফ এম এর নেয়ার কথা হচ্ছে। সরকারের লাইসেন্স নিলে সেই ফ্রিকয়েন্সিতে রেডিও চালানো কি সম্ভব? মিনিমাম ৮-১০ কি মি রেন্ঞ এর ট্রান্সমিটার বানাতে সরবোচ্চ কত খরচ হতে পারে? আপনি সবোচ্চ কত রেন্জ এর ট্রান্স মিটার বানাতে পারবেন?
@জমির ভাই: অনলাইন বা ক্যাম্পাস রেডীয় সম্পকে জানতে চাইলে ম্যসেজ দিতে পারেন আশা করি হেল্প করতে পারব। সখ করে করলে অনেক কম খরচে করা সম্ভব।

Level 0

ami akta nite chi amke koto dite hobe dada? ami mohammadpur thaki? plz bolben, ar ami aigula banate parina aktu help koren? janaben 01970702323 or [email protected]

Level 0

ভাই আপনি যদি চিত্র সহকারে টিউন টি করতেন তাহলে বিষয়টি আর সহজ হত… আমিও একটি বানাতে চাই কিন্তু এত কিছু বুঝি না..

দাদা এটা কত কিমি পর্যন্ত শোনা যাবে?

Level 0

thanks for this .i will try to make it for our campus….

Vai amar eta dorkar, ami apnar shate jogajog korte chai, [email protected]

Level 0

জটিল টিউন!

Level 0

জটিল টিউন দাদা।দাদা আমাকে একটি বানিয়ে দিলে খুব খুশি হব………।plz plz dada আমাকে একটি বানিয়ে দিবেন……

Level 0

I want to buy it from you.

Level 0

ভাইজান, আমি অনেক চেষ্টা করে ট্রান্জিষ্টর সেট আপ দিতে পারলাম না। প্লিজ ট্রান্জিষ্টর সেটআপের ডায়াগ্রাম টা দিয়ে হেল্প করেন। কৃতজ্ঞ থাকবো সারাজীবন।…….

Level 0

sobar cheya alada, amar special thanks apnaka,,,asa kori aro develope hobe…

Level 0

অসংখ্য ধন্যবাদ।

40 pice bane deasi,ar noi.Thanks

দাদা,
আপনি এটা করেছেন কি!!! চরম!!! ট্রাই করছি। দেখি করা যায় কিনা..

অনুপ ভৌমিক ভাইয়া আপনি আমাকে আক্তু সাহায্য করুন আমি চেস্তা করে পারতেছি না

vai amake doa korun
amar sathe kotha bolun 01820154605

ai amake doa korun
amar sathe kotha bolun 01820154605

Level 0

ভাই আমার বাড়ি পটুয়াখালী। আপনার বাড়ির কাছাকাছি। আমি একটি এফ এম রেডিও বানাতে চাই। কিন্তু আমি । ভালো বুঝি না। তাই আপনাকে অনুরোধ করছি যে কষ্ট করে হলেও আমাকে একটি এফ এম রেডিও বানিয়ে দিবেন। আমি আপনার কাছ থেকে আসিয়া নিব। আমার মোবাইল 01735374470

ভাই আমি এফ এম ট্রান্সমিটার মাইক্রোফোনটা অনেক খুজেছি কিণ্ডু পাইনি। আপনি কোন মারকেটের কোন দোকান থেকে কিনছেন একটু বলবন কী? বললে অনেক উপকার হয়।

vai plz bolen fm microphonti apni kotha thake kincen?

Level 0

khub valo tune dada… amar khub kaje lagbe

Level 0

vaia amk akta bania den na plz plz plz

Level 2

Anup da, Apnake thanks (anek) Khub posondo hoyese tune ta. Apni birokto na hole ami apnar sathe contact korbo.

ANUP DADA, BARI AMAR JHENAIDAH.AMI AMAR FRIEND AR SATHE KORE APNAR SATHE DAKHA KORTE CHAI. AMAR FRIEND AR BARI MAGURA,KATAKHALI.
ASOLE DADA AMAR AKTA AI DHORONER JINIS CHAI. JE TAKA LAGBE AMI APNAKE DIBO.BUT OITAR FREQUENCY AKTU BASHI HOBE JAMON 2 K.M HOLE HOBE. APNI JODI KORE DITA RAJI HON TAHOLE APNAR NUMBER THAKE AKTA MISSCALL DIBAN AI NUMBARE-01719678420. R AMI APNAKE PHONE KORBO.

Level 0

thats really really beter post ever I seen on the technotune………thaks a lot Anup Dada……………..I am so much interested on it even I tried to make this following many cercuit diagram but I failed even many parts are not available in Bangladesh such as trimmer Capacitor…..but this time I think I will be able to make this…..thanks again Dada

Level 0

Dada……….pls tell me what is fm transmitter microphone??? where I will get this??? is that a FM radio? that we buy 100-400 taka…………pls dada……reply……[email protected]

Level 0

or give me the circuit diagram………pls dada…….

থুব ভালো টিউন। ভাই ফ্রিকোয়েন্সি এডজাস্ট করার কোন উপায় আছে কি?

Level 0

Dada…………fm transmitter microphone circuite kothay pabo…….onek khujeci kothao paini………………ami sobai k bolci jodi keu janen ektu bolben pls just sms or call me pls to all 01818968892

vai,
সার্কিট ডায়াগ্রাম কোথায়?
ডায়াগ্রাম না থাকলে কিভাবে বানালেন?

ভাই নাকি চোর?? এম্নে কারও টাকা মেরে দেয়া কি ঠিক??

Level 0

আপনি নাকি চোর?

Level 0

অনুপ নামের এই লোক বিশাল ধরনের এক ধাপ্পাবাজ । আমাকে ষ্টেশন বানিয়ে দিবে বলে ১২০০ টাকা হাতিয়ে নিলো । এখন ফোন ধরে না । এই হইল অবস্থা ।

Level 0

vaia ami apon . ami apnake call korsilam 01936159019 . my email :[email protected]

adar moto 2/1 ta Bustard dar jonno TT ta Tune kora bad deasei.

Level 2

দাদা এর রেন্জ কত হবে বললে একটু উপকৃত হব।

What is it’s range? And can I make a normal radio transmitter without stripping the microphone?

Level 0

@অনুপ ভৌমিক আমার কাছে বেপারতা খুব interesting লাগল । আমি যদি আপনাকে call করি , এবং আপনাকে request করি আমাকে একটা বানিয়ে দিতে তাহলে কি আপনি দিবেন? আর আপনার replayএর
জন্য wait করলাম ।

Nice tune …………………….. Aida AMAR LAGBE >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

vai ata to 1.5 volt cuircit 9/12 volt dilee ki hobee? fm transmeter microphone –(photo te dekhiecen) etar dam koto nibee dokane?