নিজেই কম খরচে একটা রিচার্জেবল পাওয়ার সিস্টেম বানাই/UPS দিয়ে Fan & Light জ্বালাই অনেকটা IPS এর মতো তাও আবার ফুল automatic

অনেক দিন লেখা হয় না সময়ের অভাবে আজ আমার মত কিছু গরিব মানুষ দের জন্য লিখতে বসলাম তাছাড়া যারা মেস এ থাকে ও ইউপিএস আছে তাদের অনেক কাজে লাগবে। জিনিস টা আমি অনেক দিন থেকেই ব্যবহার করতেছি আজ হটাৎ Machine ক্লাস এ মন বসছিল না, তাই বসে বসে রাফ ভাবে Circuit ডায়াগ্রাম তা একে ফেললাম তারপর আমার এক ফ্রেন্ড বলে এমন আঁকাবাঁকা করে আঁকছি কেন? তারপর ও নিজেই আমার Assistant হিসেবে ডায়াগ্রাম তা স্কেল দিয়া সুন্দর করে একে দিল আবার সাথে ঝারিও দিল যে আমি বললেই নাকি একে দিত না ওর কোন কাজ ছিল না তাই একে দিছে ।

নিচের Circuit টা দেখে বুঝার চেষ্টা করেন কিছু বুঝতে পারেন কিনা আগে চেষ্টা করেন তার পর আমি কিছু বর্ণনা তো দিচ্ছি।

 

 

এখানে ১২V  ১টি   Transformer দিয়ে Bridge Rectifier  এ DC Volt দিয়ে ব্যাটারি চার্জ করব ও রিলে Control  করবো , প্রাথমিক অবস্থায় লাইট ও ফ্যান এর সুইচ অন  করে দিলে ফ্যান ও লাইট মেইন লাইন থেকে চলা শুরু করবে কারন তখন মেইন লাইন এ বিদ্যুৎ থাকায় রিলে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ পাবে তখন common© প্রান্ত ও normally open (NO) প্রান্ত সংযুক্ত থাকবে , আর বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে রিলে এর common & normally connected  প্রান্ত সংযুক্ত হয়ে যাবে ফলে ফ্যান ও লাইট ব্যাটারি দিয়া চলা শুরু করবে, আর ব্যাটারি charge দেওয়ার জন্য ১২V ৫amp এর ট্রান্সফরমার হলেই হবে ।

 

আর আপনার যদি UPS থাকে ও  তার সাথে যদি চান আপনার মিনি লাইট ও ফ্যান সুধু মাত্র কারেন্ট গেলেই চলবে ও কারেন্ট আসার সাথে সাথে অফ হয়ে যাবে তাহলে ইউপিএস এর ব্যাটারি থেকে লাইন নিতে পারেন তখন রিলে সুইচিং এর জন্য ৬V ১৫০ mAmp এর ট্রান্সফরমার হলেই হবে তখন ট্রান্সফরমার থেকে ব্যাটারি তে সংযোগ দেওয়া লাগবে না ও রিলে এর normally open প্রান্ত disconnect করে দিতে হবে ।

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

১। DC Motor 12 V……………………………….. ১২০-২৫০ টাকা

২। পাখা...................................................... ৩০-৪০ টাকা

৩। রিলে 6V ............................................... ৩০ টাকা

৪। Led …………………………………………......... প্রতিটা ৩-৫ টাকা

৫। ডায়োড ………………………………………......... ৫*১=৫ টাকা

৬। ভেড়ো বোড……………………………............... ২০ টাকা

৭। রোধ 100/82ohm 10W…………………..... ১০ টাকা

৮। ট্রান্সফরমার …………………………….............. ২৫০-৩০০ টাকা

৯। 12V 7.5Amp ব্যাটারি ……………...........… ১০০০-১২০০ টাকা

১০। ic7812…………………………………............ ১০ টাকা

 

আর কোন সমস্যা হলে আমি তো আছিই।

Level 0

আমি রোমিও নাহিদ (AIUB EEE)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন রোমিও মানুষ তার উপর ইলেক্ট্রিকাল এডিক্টেড............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনারেই তো খুজতেছি ! আমার ছোট ভাই একটা এইরকম জিনিস বানাইছে UPS এর ব্যটারী দিয়া (12v)। কিন্তু Adapter দিয়ে ফুল চার্জ করতে বহু সময় লাগে । এর কোনো সমাধান জানলে বলবেন প্লিজ …(মানে কীভাবে ৮ ঘন্টায় ফুল চার্জ হবে UPS-এর মতো )

5 amp 14/12v er transformr use korte paren kothin charg hobe.

vai priyote rakhlam.apnakei khuchsilam onek din jabot.amar problem er somadan chai.parle solve dien please.amar laptop ti 18v +35 waat kintu j solar use kori ta 85 waat 12v kintu ei solar dia laptop charge hoina.eter jönno ki machine banale charge hobe? Ektu details din. Apnar email din amarti [email protected]

Solar power dhore rakhar jono battery ase na? Invertr ase ki? Invertr a 220ac te laptop er adeptr lagale to chrg howar kotha.

হুম …. ভালোই হয়েছে ।

আমার দুইটি টেনজিষ্টার লাগবে দেয়া যাবে ৩৯০৪

Level 0

কাজের জিনিস।

Level 0

vai amar kata ups ace and ater battery nosto hoea gace. ami casci acon 12v er boro lead acid battery lagabo. ata ki kono problem hobe ? mane amp to base tai.

ধন্যবাদ সুন্দর এবং কাজের একটি টিউন করার জন্য।

    @বাধঁন
    apnake0 thanx kosto kore coment dewar jonno, coz coment na korle bujha jay na asole ami kaw k kototuku bujhate parci naki kew kisui bujce na, ate kore amr lekhar man barate sahajjo korbe.

Level 0

১০০ % কপি পেস্ট টিউন .. . . . ..

@Nipu:
excuse me ki bolte can ta proman soho bolen, ulta palta coment korar age vebe cinte niben.

@Hafiz019:
koto amp er battery use korte cascen? Tar sathe proyojn moto transformr dia charger bania nite hobe, min 10 amp 14/5 volt er transformr lagbe apnar battery charg dite, r apnr ups koto Va? Tar upor depend kore ki poriman lod chalate parben.

Diagrame capacitor ullekh korechen, kintu tar kono bistarito likhen ni. Koto maper capacitor use korbe ta ullekh kore diyen.

ওছাম ব্রো।জোস একটা ট্রিকস।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

@ নিপু-মানুষকে সন্মান দিতে শিখুন।কপি পেস্ট হলে লিংক সহ দিন।এভাবে উল্টা পাল্টা কমেন্টস করে টিউনার গণকে বিব্রত না করার জন্য অনুরোধ করছি।

Level 0

via what is the easy electronic sircuit simulator in internet. thanks

Level 0

battery er age switch use kora hoyeche keno?
fan er negative terminal er sathe switch keno?