অনেক দিন লেখা হয় না সময়ের অভাবে আজ আমার মত কিছু গরিব মানুষ দের জন্য লিখতে বসলাম তাছাড়া যারা মেস এ থাকে ও ইউপিএস আছে তাদের অনেক কাজে লাগবে। জিনিস টা আমি অনেক দিন থেকেই ব্যবহার করতেছি আজ হটাৎ Machine ক্লাস এ মন বসছিল না, তাই বসে বসে রাফ ভাবে Circuit ডায়াগ্রাম তা একে ফেললাম তারপর আমার এক ফ্রেন্ড বলে এমন আঁকাবাঁকা করে আঁকছি কেন? তারপর ও নিজেই আমার Assistant হিসেবে ডায়াগ্রাম তা স্কেল দিয়া সুন্দর করে একে দিল আবার সাথে ঝারিও দিল যে আমি বললেই নাকি একে দিত না ওর কোন কাজ ছিল না তাই একে দিছে ।
নিচের Circuit টা দেখে বুঝার চেষ্টা করেন কিছু বুঝতে পারেন কিনা আগে চেষ্টা করেন তার পর আমি কিছু বর্ণনা তো দিচ্ছি।
এখানে ১২V ১টি Transformer দিয়ে Bridge Rectifier এ DC Volt দিয়ে ব্যাটারি চার্জ করব ও রিলে Control করবো , প্রাথমিক অবস্থায় লাইট ও ফ্যান এর সুইচ অন করে দিলে ফ্যান ও লাইট মেইন লাইন থেকে চলা শুরু করবে কারন তখন মেইন লাইন এ বিদ্যুৎ থাকায় রিলে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ পাবে তখন common© প্রান্ত ও normally open (NO) প্রান্ত সংযুক্ত থাকবে , আর বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে রিলে এর common & normally connected প্রান্ত সংযুক্ত হয়ে যাবে ফলে ফ্যান ও লাইট ব্যাটারি দিয়া চলা শুরু করবে, আর ব্যাটারি charge দেওয়ার জন্য ১২V ৫amp এর ট্রান্সফরমার হলেই হবে ।
আর আপনার যদি UPS থাকে ও তার সাথে যদি চান আপনার মিনি লাইট ও ফ্যান সুধু মাত্র কারেন্ট গেলেই চলবে ও কারেন্ট আসার সাথে সাথে অফ হয়ে যাবে তাহলে ইউপিএস এর ব্যাটারি থেকে লাইন নিতে পারেন তখন রিলে সুইচিং এর জন্য ৬V ১৫০ mAmp এর ট্রান্সফরমার হলেই হবে তখন ট্রান্সফরমার থেকে ব্যাটারি তে সংযোগ দেওয়া লাগবে না ও রিলে এর normally open প্রান্ত disconnect করে দিতে হবে ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি:
১। DC Motor 12 V……………………………….. ১২০-২৫০ টাকা
২। পাখা...................................................... ৩০-৪০ টাকা
৩। রিলে 6V ............................................... ৩০ টাকা
৪। Led …………………………………………......... প্রতিটা ৩-৫ টাকা
৫। ডায়োড ………………………………………......... ৫*১=৫ টাকা
৬। ভেড়ো বোড……………………………............... ২০ টাকা
৭। রোধ 100/82ohm 10W…………………..... ১০ টাকা
৮। ট্রান্সফরমার …………………………….............. ২৫০-৩০০ টাকা
৯। 12V 7.5Amp ব্যাটারি ……………...........… ১০০০-১২০০ টাকা
১০। ic7812…………………………………............ ১০ টাকা
আর কোন সমস্যা হলে আমি তো আছিই।
আমি রোমিও নাহিদ (AIUB EEE)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন রোমিও মানুষ তার উপর ইলেক্ট্রিকাল এডিক্টেড............
আপনারেই তো খুজতেছি ! আমার ছোট ভাই একটা এইরকম জিনিস বানাইছে UPS এর ব্যটারী দিয়া (12v)। কিন্তু Adapter দিয়ে ফুল চার্জ করতে বহু সময় লাগে । এর কোনো সমাধান জানলে বলবেন প্লিজ …(মানে কীভাবে ৮ ঘন্টায় ফুল চার্জ হবে UPS-এর মতো )