রোবট ডিজাইন এবং ডেভলপমেন্ট ধারণাটি আমাদের কাছে নতুন মনে হলেও চিন, জাপান সহ আমাদের পার্শ্ববর্তীদেশ ভারত এই বিষয়টি শিল্পে রূপ দিয়েছেন। বর্তমানে রোবটিক্স এর ব্যবহার অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমাদের অনেকেরই ধারণা রোবট মানেই তার মানুষের মত দুটো হাত দুটো পা থাকবে, মানুষের মতই চলা ফেরা করতে পারবে, কথা বলতে পারবে ইত্যাদি। এই ধারণাটি সম্পূর্ণ রূপে সঠিক নয়। রোবটের আকৃতি তার কার্যাবলী এবং গঠন আকৃতি অনুসারে ভিন্ন হতে পারে। যা হোক আজ আমরা জানার চেষ্টা করব রোবট কিভাবে কাজ করে।
আমরা একটি রোবটিক্স সিস্টেম বিবেচনা করি যা ডিজাইন করা হয়েছে একটি ক্ষুদ্র আকৃতির ক্রেনকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করার জন্য। ক্রেনটি নিম্নোক্ত কাজ গুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
পুরো সিস্টেমটি নিয়ন্ত্রিত হয় একটা মাইক্রোকন্ট্রোলার দ্বারা । পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য মাইক্রোকন্ট্রোলার টিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং পরিবেশ থেকে তথ্য নিয়ে কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করতে হয়।
কোন বস্তু আছে কি নেই তা নির্ধারণ করার জন্য একাটি সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর থেকে প্রাপ্ত সিগন্যালকে A/D কনভার্টার ব্যবহার করে মাইক্রোকন্ট্রোলারের জন্য উপযোগী করে মাইক্রোকন্ট্রোলারে প্রড়ণ করা হয়। মাইক্রোকন্ট্রোলারে ইমবেডেড অবস্থায় মেমরী থাকে এবং এক্সটার্নাল মেমরী ব্যবহারেরও ব্যবস্থা থাকে। এ মেমররীতে বিভিন্ন সেন্সর থেকে প্রাপ্ত ডাটা জমা হয়। মাইক্রোকন্ট্রোলারে কর্মকান্ড পরিচালনার জন্য নির্দেশ প্রদানের মাধ্যম হিসেবে প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রামে নির্দেশিত থাকে আসলে সে কি করবে।
মূলত রোবটিক্স সিস্টেমে ইনপুট হিসেবে সরাসরি ডাটা ব্যবহার করা হয় অথবা সেন্সর ব্যবহৃত হয়, অন্যদিকে আউটপুট হিসেবে বেশকিছু মটরকে পরিচালনা করা হয়। এই মটর গুলিই ম্যকানিক্যাল স্ট্রাকচারকে পরিচালনা করে প্রয়োজনীয় উদ্দেশ্য সম্পাদন করে। ঠিক কোন সেন্সর হতে কি ধরণের সিগন্যাল পেলে কি করতে হবে কতক্ষণ করতে হবে, কোন মটরকে ঘুরাতে হবে, কত স্পিডে ঘুরাতে হবে ইত্যাদি প্রোগ্রামে উল্লেখ করা থাকে।
.............................................................................................................
পোস্টটির মূল লেখক টিউটোহোস্ট টিম সদস্য অসিম কুমার
পোস্টটি ইতোপূর্বে এখানে প্রকাশিত
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
অনেক ধন্যবাদ।
সামনে আরো সুন্দর এবং আরো একটু বিস্তারিত টিউন আশা তো আমরা করতেই পারি……
সেই অপেক্ষায় থাকলাম..
ভাল থাকবেন…