NOT গেইটের লজিক্যাল অপারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা

মনে করুন আপনি একটি সিস্টেম ডিজাইন করতে চাচ্ছেন যেখানে একটা সুইচ থাকবে এবং একটি বাল্ব থাকবে। কিন্তু সুইচ ON করলে লাইটটা নিভে যাবে এবং সুইচ OFF করলে লাইটটা জ্বলে উঠবে । আসলে এটাই হচ্ছে একটা NOT Gate এর সাধারণ অপারেশন।

NOT Gate

NOT Gate কে ইনভার্টার গেইট ও বলা হয়। এর একটি মাত্র ইনপুট এবং একটি আউটপুট থাকে। যখন ইনপুটে লজিক 1 বা High প্রয়োগ করা হয় তখন আউটপুটে লজিক 0 বা Low পাওয়া যায়। আবার যখন ইনপুটে লজিক 0 বা Low প্রয়োগ করা হয় তখন আউটপুটে লজিক 1 বা High পাওয়া যায়।

সমতুল্য ট্রানজিস্টর বর্তনী

উপরের ছবিটিতে NOT Gate এর সমতুল্য বর্তণী দেখানো হয়েছে।

NOT Gate এর Truth Table

উপরের ছবিটিতে NOT Gate এর Truth Table বা সত্য সারণী দেখানো হয়েছে। যা বিভিন্ন ইনপুট সিগন্যালের জন্য আউটপুট নির্দেশ করে।

NOT গেইটের অপারেশন

এনিমেশনটা এবং Truth Table টা ভালভাবে লক্ষ করুন এবং NOT Gate এর সংজ্ঞার সাথে ভালভাবে মিলিয়ে দেখুন। যখন ইনপুটে লজিক 1 বা High প্রয়োগ করা হয় তখন আউটপুটে লজিক 0 বা Low পাওয়া যায়।; আবার আবার যখন ইনপুটে লজিক 0 বা Low প্রয়োগ করা হয় তখন আউটপুটে লজিক 1 বা High পাওয়া যায়। ।

এনিমেশনটাতে দেখা যায় যখন Input +5v সরবরাহ এর সাথে যুক্ত হয় তখনই LED টি নিভে যায় আর যখন Input গ্রাউন্ড এর সাথে যুক্ত হয় তখনই LED টি জ্বলে উঠে।

………………………………………………………………………………..

জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল ।

পোস্টটি লিখেছেন টিউটোহোস্ট টিম সদস্য অসিম কুমার

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ভালো লাগছে