পি এল সি সম্পর্কে জানুন [পর্ব-০১]

আমি এখানে (টেকটিউনস) অনেকদিন ভিসিট করি। এবং পোস্ট লেখব বলে চিন্তা করি কিন্তু সময় এবং বিষয় না পাওয়ায় লেখা হয় না। আমি একটি জব করি এবং খুব বেস্ত থাকি । এই কারনে পোস্ট করতে পারিনা কিন্তু ইচ্ছে হয়। নিজের কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আসি। পি এল সি সম্পর্কে এর আগে আমি কোন পোস্ট না দেখে লিখতে শুরু করলাম। নতুনদের এটি কাজে লাগবে আশা করি।

পি এল সি এর প্রাথমিক ধারনাঃ

পি এল সি (PLC) হল প্রোগ্রামএবল লজিক কন্ট্রোলার (Programmable Logic Controller)। পি এল সি একটি ডিভাইস যার মাধ্যমে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়, কোনও কোনও ক্ষেত্রে এটি মাইক্রোকন্ট্রোলার বিকল্প হিসাবে কাজ করে। মাইক্রোকন্ট্রোলার এবং পি এল সির মধ্যে পার্থক্য হল, মাইক্রোকন্ট্রোলার জন্য প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় কিন্তু পি এল সিতে লেডার ডায়াগ্রামের মাধ্যমে কাজটি অতি সহজেই করা যায়।

কিভাবে কাজ করেঃ

এটি এক প্রকার মাইক্রোপ্রসেসর বেইজ কন্ট্রোল সিস্টেম। এতে একটি প্রোগ্রামেবল মেমরি থাকে এই মেমরিতে বিভিন্ন প্রকার ইন্সট্রাকশন স্টোর করা থাকে, যার মাধ্যমে গানিতিক লজিক্যাল, টাইমিং, সিকুয়েন্সিং ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা হয়। এটি মূলত মাইক্রোকন্ট্রোলারের অনুরূপ কাজ করে কিন্তু মাইক্রোকন্ট্রোলারের সাথে এর মূল পার্থক্য হল এটি ইন্ডাস্ট্রিতে হাই পাওয়ার কন্ট্রোলিং সিস্টেমকে কন্ট্রোল করতে ব্যবহৃত হয় অন্যদিকে মাইক্রোকন্ট্রোলার লো পাওয়ার এবং সুক্ষ কন্ট্রোল সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।

পি এল সি কাজ নির্ভর করে প্রথম ধাপে যে ইনপুট সিগন্যাল দেয়া হবে তা লেডার ডায়াগ্রামের মাধ্যমে প্রোসেসিং হয়ে দ্বিতীয় ধাপে কাঙ্ক্ষিত আউটপুট সিগন্যাল পাওয়া যাবে,যার মাধ্যমে অতি সহজে অন্যান্য ডিভাইস কন্ট্রোল করা যায়।


পি এল সির প্রয়োজনীয়তাঃ

যে কোন মেশিন আটোমেশন, রাসায়নিক শিল্পকারখানা, নেওক্লিয়ার পাওয়ার জেনারেশন প্লান্ট, হোম অটোমেশন, অটোম্যাটেড শিল্পকারখানাতে ব্যবহার করা হয়।

পি এল সি কিভাবে কাজ করেঃ

পি এল সি গঠিত হয়েছে তিনটি সেকশন নিয়ে।

  • ১.সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট।
  • ২. ইনপুট/আউটপুট।
  • ৩. পাওয়ার সাপ্পালাই।

প্রথম হিসাবে ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি ।

চলবে............।

Level 0

আমি স্বপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সকল কে জ্ঞান দান করুন নিজের জ্ঞান বৃদ্ধি করুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল লাগলো। কয়েকদিনের মধ্যেই পি এল সি এর কোর্স এ ভর্তি হচ্ছি। আপনার টিউনটা থেকেও কিছু শিখতে পারলাম।

কিছু শিখাতে পারলে নিজেকে ধন্য মনে হয়। কমেন্টস এর জন্য ধন্যবাদ।

thanks bhaiya,poster jonno thanks.ami je job korsi ekhane 6ta plc unit ase hydrolic control system & motor starter.2ta lg/ls 4ta abb

    @manirhosain: পি এল সি এবং ইন্ড্রাষ্ট্রিইয়াল ইলেক্ট্রনিক্স ডিভাইস/পেনেল সম্পর্কে কিছু জানতে হেলো/আওয়াজ দিয়েন। যতটুকু পারি হেল্প করব। ধন্যবাদ কমেন্টস এর জন্য।

ধন্যবাদ ভাইয়া । আশা করি পরের পর্বগুলো থেকে অনেক কিছু শিখব । পরের পর্বের আশায় রইলাম……

    @Mohammad Abdullah Al Mamun: পরের পর্ব গুলোর চেষ্টা করব যতটুকু সময় পাই। আপনাকেও ধন্যবাদ।

Keep it up bro

Level 0

ধন্যবাদ স্বপন ভাই। আমি ও পিএল সি নিয়ে দুই কলম লিখতে চেয়েছিলাম কিন্তু সময় এর অভাবে লিখতে পারিনি।
যাক ভালোই হয়েছে আপনি লিখা শুরু করেছেন। চালিয়ে যান…

    @জন: কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ জন ভাই। ইন্ড্রাষ্ট্রিইয়াল ইলেক্ট্রনিক্স এর উপর নতুন/ভালো কিছু পাইলে জানায়েন।

অসাধারণ টিউন। চলুক……………………… 😀 :mrgreen:

Level 0

ভাইয়া relay সুইচ সম্পর্কে একটা টিউন করেন।

পর্যায়ক্রমে আশা করি লিখতে পারব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

স্বপন ভাই আপনাকে অনেক thx,খুব সুন্দর হইছে আপনার টিউন গুলো,(সশরীরে অশরীরী ও স্বপন ভাইকে উদ্দেশ্য করে বলছি আমি PLC কোর্সটা করতে চাই কোথায় করব একটু টিপস দেবেন!!)

    @PJ: আমি আসলে কোথাও কোর্স করে পিএলসি এর কাজ শিখিনি। বাস্তবে কাজ করে এবং ইন্টারনেট ঘেঁটে শিখেছি। তবে আমার ধারনা কোর্স করে যদি আপনি বাস্তবে অটোমেশন এর কাজ না করেন, তাহলে কোন লাভ হবেনা। কাজ শেখার পাশাপাশি আপনাকে হাতে কলমে কাজ করতে হবে। যা কোন ট্রেনিং কোর্সে পাবেননা। গুগুলে সার্চ দিলে অনেক পিএলসি কোর্স সাইট পাওয়া যায়। আমার সঠিক জানা নাই তারা কি রকম। সিমেন্স বাংলাদেশও তাদের পিএলসি কোর্স করায়। খোজ নিয়ে দেখতে পারেন।
    http://www.siemens.com.bd/ENNwa/business/industry/industry_training.html

Level 0

অনেক ভালো একটি টিউন ।

Level 0

That is a very good concept for industrial Automation

    @Momin: মোমিন ভাই, কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল লাগল।

Level 0

@স্বপন
ভাইয়া মাইক্রো কন্ট্রোলার এর কাজ আমি কিছু কিছু পারি । আজকে PLC সম্পর্কে জানলাম । দেখি জিনিস তা সিখতে পারি কিনা। তবে শুরুটা বেশ ভালো আপনার ।

    @newton_01: ধন্যবাদ, কমেন্টস এর জন্য।

Level 0

thanks