আমি এখানে (টেকটিউনস) অনেকদিন ভিসিট করি। এবং পোস্ট লেখব বলে চিন্তা করি কিন্তু সময় এবং বিষয় না পাওয়ায় লেখা হয় না। আমি একটি জব করি এবং খুব বেস্ত থাকি । এই কারনে পোস্ট করতে পারিনা কিন্তু ইচ্ছে হয়। নিজের কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আসি। পি এল সি সম্পর্কে এর আগে আমি কোন পোস্ট না দেখে লিখতে শুরু করলাম। নতুনদের এটি কাজে লাগবে আশা করি।
পি এল সি (PLC) হল প্রোগ্রামএবল লজিক কন্ট্রোলার (Programmable Logic Controller)। পি এল সি একটি ডিভাইস যার মাধ্যমে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়, কোনও কোনও ক্ষেত্রে এটি মাইক্রোকন্ট্রোলার বিকল্প হিসাবে কাজ করে। মাইক্রোকন্ট্রোলার এবং পি এল সির মধ্যে পার্থক্য হল, মাইক্রোকন্ট্রোলার জন্য প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় কিন্তু পি এল সিতে লেডার ডায়াগ্রামের মাধ্যমে কাজটি অতি সহজেই করা যায়।
এটি এক প্রকার মাইক্রোপ্রসেসর বেইজ কন্ট্রোল সিস্টেম। এতে একটি প্রোগ্রামেবল মেমরি থাকে এই মেমরিতে বিভিন্ন প্রকার ইন্সট্রাকশন স্টোর করা থাকে, যার মাধ্যমে গানিতিক লজিক্যাল, টাইমিং, সিকুয়েন্সিং ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা হয়। এটি মূলত মাইক্রোকন্ট্রোলারের অনুরূপ কাজ করে কিন্তু মাইক্রোকন্ট্রোলারের সাথে এর মূল পার্থক্য হল এটি ইন্ডাস্ট্রিতে হাই পাওয়ার কন্ট্রোলিং সিস্টেমকে কন্ট্রোল করতে ব্যবহৃত হয় অন্যদিকে মাইক্রোকন্ট্রোলার লো পাওয়ার এবং সুক্ষ কন্ট্রোল সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
পি এল সি কাজ নির্ভর করে প্রথম ধাপে যে ইনপুট সিগন্যাল দেয়া হবে তা লেডার ডায়াগ্রামের মাধ্যমে প্রোসেসিং হয়ে দ্বিতীয় ধাপে কাঙ্ক্ষিত আউটপুট সিগন্যাল পাওয়া যাবে,যার মাধ্যমে অতি সহজে অন্যান্য ডিভাইস কন্ট্রোল করা যায়।
যে কোন মেশিন আটোমেশন, রাসায়নিক শিল্পকারখানা, নেওক্লিয়ার পাওয়ার জেনারেশন প্লান্ট, হোম অটোমেশন, অটোম্যাটেড শিল্পকারখানাতে ব্যবহার করা হয়।
পি এল সি গঠিত হয়েছে তিনটি সেকশন নিয়ে।
প্রথম হিসাবে ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি ।
চলবে............।
আমি স্বপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সকল কে জ্ঞান দান করুন নিজের জ্ঞান বৃদ্ধি করুন।
ধন্যবাদ স্বপন ভাই। আমি ও পিএল সি নিয়ে দুই কলম লিখতে চেয়েছিলাম কিন্তু সময় এর অভাবে লিখতে পারিনি।
যাক ভালোই হয়েছে আপনি লিখা শুরু করেছেন। চালিয়ে যান…
অনেক ভাল লাগলো। কয়েকদিনের মধ্যেই পি এল সি এর কোর্স এ ভর্তি হচ্ছি। আপনার টিউনটা থেকেও কিছু শিখতে পারলাম।