আসুন ফ্রিজ ও এসি মেরামত করি [পর্ব-০৪] :: কম্প্রেসরের মেকানিক্যাল অংশ !

সবাই কেমন আছেন? প্রথমে আমি ক্ষমা চাইতেছি কারন একটু ব্যস্ততার জন্য নিয়মিত টিউন করতে পারি নি ! যাইহোক আমার আগের টিউনে কম্প্রেসরের ইলেক্ট্রিক অংশ নিয়ে আলোচনা করেছিলাম ! আজ মেকানিক্যাল অংশ নিয়ে আলোচনা করবো !
একটি কম্প্রেসরের মেকানিক্যাল অংশে যেগুলো থাকে :

  • 1. কম্প্রেসর বডি ! এটির ভিতরে কম্প্রেসরের ইলেক্ট্রিক ও মেকানিক্যাল এই দুই অংশে আবদ্ধ থাকে !
  • 2. মাউন্টিং স্প্রিং ! এটার উপর কম্প্রেসরের দুই অংশই বসানো থাকে ! যেন কম্প্রেসর চলার সময় কম্পোনের ফলে কোন শব্দ না হয় !
TTC Tunes

  • 3. পিস্টন ! এটি হিমায়ক গ্যাসকে অধিক চাপে সংকুচিত করে !
TTC Tunes

  • 4. সিলিন্ডার ! এটির ভিতরে পিস্টন ওঠা নামা করে করে !
TTC Tunes

  • 5. সিলিন্ডার হেড ! এটি সিলিন্ডারের উপরে লাগানো থাকে !
TTC Tunes

  • 6. ভাল্ব প্লেট ! এটি এক ধরনের প্লেট যার উপরে এবং নিচে দুইটি ভাল্ব থাকে সিলিন্ডার হেডের মাধ্যমে এটি পিস্টনের উপরিভাগে লাগানো থাকে যেন হিমায়ককে পিস্টন ভালভাবে প্রেসার দিতে পারে !
  • 7. ডিসচার্জ ভাল্ব ! এটি ভাল্ব প্লেটে লাগানো থাকে ! হিমায়ক যখন অধিক প্রেসার পায় তখন ভাল্বটি অন হয়ে গ্যাসকে ডিসচার্জ লাইল দিয়ে বের করে দেয় ! তবে যতটুকু গ্যাস বের হবে তা আর পেছনে ঢুকতে পারে না !
  • 8. গ্যাসকেট ! একটি ধাতব পদার্থের ওপর যখন আরেকটি ধাতব পদার্থ রাখা হয় তখন মাঝখানের কিছু অংশ ফাকা থাকে ! এই ফাকা অংশ বন্ধ করার জন্য গ্যাসকেট ব্যবহার করা হয় !
TTC Tunes

  • 9. সাকশন ভাল্ব ! এটিও ভাল্ব প্লেটে বসানো থাকে ! সিলিন্ডারের ভিতরে যখন গ্যাস শূন্য হয়ে যায় তখন এই ভাল্বের মাধ্যমে গ্যাস ঢুকে ফাকা জায়গা পূরুন হয়ে যায় ! যে গ্যাস ঢুকে সেটি আর এই ভাল্ব দিয়ে বের হতে পারে না !
TTC Tunes

  • 10. রোটর ! এটি সব ধরনের মটরেই আছে ! বিষেশ করে এই অংশটাই ঘুরে !
TTC Tunes

  • 11. ক্র্যাংক শ্যাফট ! এটি রোটরের মাঝখানে লাগানো থাকে ! মটর ঘুরার ফলে যেই যান্ত্রিক শক্তি পাওয়া যায়, তা এটির মাধ্যমেই আমরা পেয়ে থাকি !
TTC Tunes

  • 12. রোটর বুশ ! এটি ক্র্যাংক শ্যাফটের সাথে লাগানো থাকে যেন রোটর ঘুরার সাময় কোথাও বাধা না পায় ! মটরটি যেন ফ্রি ভাবে ঘুরতে পারে !
TTC Tunes

  • 13. কানেক্টিং রড ! এই রডটির মাধ্যমে ক্র্যাংক শ্যাফটের ও পিস্টনের সংযোগ করা থাকে ! যেন রোটর ঘুরলে পিস্টন সিলিন্ডারে মধ্যে ওঠা নামা করতে পারে !
TTC Tunes

  • 14. আর্মেচার কোর ! এটির ভিতরে রানিং ও স্ট্যার্টিং ওয়েন্ডিং থাকে ! এবং মাঝখানে রোটর থাকে !
TTC Tunes

  • 15. সাকশন লাইন ! কম্প্রেসরেরে বাহিরে যেমন সাকশন লাইন থেকে ভিতরেও তেমন সাকশন লাইন থাকে ! এই লাইন দিয়েই কম্প্রেসরেরে ভিতর থেকে সিলিন্ডারের ভিতরে গ্যাস প্রবেশ করে !
TTC Tunes

  • 16. ডিসচার্জ লাইন ! পিস্টনের চাপে যেই গ্যাস ডিসচার্জ ভাল্ব দিয়ে বের হয় সেটি এই লাইন দিয়েই বের হয়ে বাইরে আসে ! বিষেশ করে কম্প্রেসরের বাইরে যেই ডিসচার্জ লাইন আছে সেটির সাথে এই লাইন ওয়েল্ডিং করা থাকে !
TTC Tunes

  • 17. ডিসচার্জ মাফলার ! কম্প্রেসর চলার সময় ডিসচার্জ লাইনে কম্পোন তৈরী হয় ! এই কম্পোনকে থামানোর জন্য একটি মাফলার ব্যবহার করা হয় যেন কম্পোনের ফলে কোন শব্দ না হয় !
TTC Tunes

  • 18. রোটর ব্লোয়ার ! রোটরের সাথে ব্লোয়ার তৈরী করা থাকে ! কম্প্রেসর মটর ঘুরলে এটি একটু বাতাস তৈরী করে এবং গ্যাসকে কম্প্রেসরের ভিতরে ছরিয়ে দেয় !
TTC Tunes

  • 19. কম্প্রেসর ওয়েল ! এটি এক ধরনের লুব্রেকেটিং ওয়েল ! পিস্টনকে পিচ্ছিল রাখার জন্য এটি ব্যবহার করা হয় !
  • 20. ফাইবার !এটি আর্মেচার কোরের ভিতরে লাগালো থাকে যার উপরে কয়েল পরানো হয় !
TTC Tunesএগুলো ছারাও আরো টুকিটাকি অংশ আছে যেগুলো তেমন একটা জরুলি না ! কম্প্রেসরের মেকানিক্যাল অংশের ভিতরে এগুলোই মেন ! এছারাও আগের টিউনে মেকানিক্যালের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম ! ফ্রিজ ও এসির কাজ জানতে চাইলে আমার সবগুলো টিউন দেখুন ও দেখতে থাকুন !

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .!

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগছে।ধন্যবাদ।

ভাল হয়েছে।

Darun.

ফটো দিলে ভাল হত, যদি পারেন edit করে দিবেন, ধন্যবাদ