আসসালামু আলাইকুম । আমরা মাঝে মধ্যেই এমন সমস্যায় পড়ি যে মোবাইল চার্জ করার জন্য বিদ্যুৎ থাকে না । বিশেষ করে গ্রামে বেড়াতে গেলে । কিন্তু সেখানে রেডিও , টিভি কিংবা সোলার প্যানেল থাকলে আপনি খুব সহজেই এগুলোর ব্যাটারি দিয়ে আপনার মোবাইল চার্জ করতে পারবেন । এই বিষয়টি নিয়ে এর আগে একবার টিউন হয়েছে কিন্তু আমার পদ্ধতিটি একটু ভিন্ন ।
এর জন্য যা যা লাগবেঃ
১। একটি যেকোনো ডায়োড
২। ইলেক্ট্রিক্যাল ক্লিপ
৩। তার
৪। অন্য যেকোনো ব্যাটারি
পদ্ধতিঃ
মোবাইল ব্যাটারি এর ঋণাত্মক প্রান্তের সাথে অপর ব্যাটারি এর ঋণাত্মক প্রান্ত যুক্ত করুন । এবার ধনাত্মক প্রান্ত যুক্ত করার সময় মাঝ খানে ডায়োডটি ইস্থাপন করুন। খেয়াল রাখবেন ডায়োড এর যে দিকে ash color আর একটি দাগ থাকে তা যেন মোবাইল ব্যাটারি এর দিকে থাকে ।
এখন অপেক্ষা করুন চার্জ সম্পূর্ণ হওয়ার জন্য। অপর ব্যাটারি এর ভোল্ট যত বেশি হবে মোবাইল ব্যাটারি তত দ্রুত চার্জ হবে।
ধন্যবাদ । ভাল থাকবেন।
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যাটারি টিকবে কত দিন? ব্যাটারির কন প্রবলেম হবে না ত।