আমি একটি privet university (AIUB, EEE) এর একজন ছাত্র হওয়ায় বাংলা লেখার অভ্যাস নাই, আর অভ্র ফনেটিক দিয়া বাংলা লিখি তাই বানানে ভুল হয়, তাই ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন ।
আজ আমি computer এর নষ্ট power supply দিয়া ১টি ভেরিএবল/regulated power supply বানানো শিখাব যা দিয়া প্রায় 1.5v to 12/24/30v এর যেকোনো reng এ কাজ করতে পারব তা ট্রান্সফরমারের সের্বচ্চ ভোল্টেজের উপর নির্ভর করে । এর জন্য প্রথমে জোগার করতে হবে একটি নষ্ট power supply যার সুধু বাহিরের port গুলা আর fan কাজ করলেই হবে , তার পর এর ভেতরের সব ফেলে দেব তা নয় ওই circuit থেকে আমরা rectifier diod নিতে পারি এমনকি capacitor গুলাও নিতে পারি filter capacitor হিসেবে ব্যবহার করা যাবে , তাছারা ওখানে হিট সিঙ্ক পাওয়া যাবে সেগুলো আমরা আমাদের circuit এ ব্যবহার করতে পারব .এখন আসা যাক আসল কাজে এখন আমরা নিচের diagram অনুজায়ি আমরা আমাদের circuit টি vero board এ বসাব,
এখানে প্রথমে স্টেপ ডাউন ট্রান্সফরমার এর ac output এর সাথে একটী fuse box ব্যবহার করব যেখানে আমরা ইসসা মত 1/3A fuse বসাতে পারব, তার সাথে ব্রিজ রেক্টিফায়ার দিয়া এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে convert করব dc output এ filter capacitor দিয়া dc কে আরো pure করব তার সাথে ১টি voltage regulator IC LM317(নেগেটিভ ভেল্টেজের জন্য LM337) এর সাথে 5k/bigger pot ব্যবহার করে voltage কে কমাব বারাবো, তবে 10k এর উপরে pot হলে তা অল্প গুরালেই অনেক voltage এর পরিবত্রন হবে তাই বেশি মানের না ব্যবহার করাই ভাল ।
IC এর সাথে অবস্যই হিট সিঙ্ক ব্যবহার করতে হবে এখানে আমরা আগের circuit থেকে পাওয়া হিট সিঙ্ক ব্যবহার করতে পারব, এই আইসি দিয়া ১.২ ভোল্ট থেকে ৩৭ ভোল্ট regulate করা যায় । যদি ট্রান্সফরমার টী ২৪/৩০ volt এর হয় তখন fan টি চালানর জন্য ১টি ১০o resistor ব্যবহার করলেই হবে কারন এটি ১২ volt হলেই চলবে & ১৮০ থেকে ২০০mA current এ চলে & প্রায় ৩ ওয়াট power dissipate করে তাই নিরাপত্তার জন্য ১০ওয়াট রোধ বেবহার করাই ভাল ।
ফাইনাল অউটপুট এর সাথে ১টি voltmeter লাগাব সেটা যদি সরাসরি আপনার reng মত কিনে লাগাতে পারেন তাইলে ত ভাল আর তা না পাওয়া গেলে 0-300v mini voltmeter পাওয়া জায় ওগুলা কিনে এনে আমার মত করে reng ঠিক করে নিতে পারেন,
প্রথমে voltmeter টি খুলে ওখানে রোধ আছে তার সাথে 6-8k রোধ সমান্তরালে লাগালে দেখবেন meter এর সুচক কাটা প্রায় ৩০ ভল্ট এই শেষ দাগ পর্যন্ত চলে গেছে মানে reng 0-30 হয়ে গেছে, এখন মুল দাগ এর উপর ১টি সাদা কাগজ লাগিয়া শুরু & শেষ দাগ দিয়া নিন, এরপর multimeter এর দিয়া মেপে মেপে প্রয়োজনিও ভল্ট গুলোর জন্য দাগ কেটে নিন তাহলেই হয়ে গেলো আপনার voltmeter । এখন কাজ আপনার নিজের ড্রিল মেশিন থাকলে ইসসা মত ফুটা করে ট্রান্সফরমার & circuit টা বসিয়া নেন আর fan ত লাগানই থাকে, তার পর ট্রান্সফরমের এর ইনপুট এ ২২০v AC আর অউতপুট এর ৩ টা cable থাকে তার মাজখানের তা & ২ পাসের জেকন একটা cable bridge rectifier এ connect করে দিন আর power supply caching এ জায়গা মত ফুটা করে reguletor pot তার মাথা বের করে নিন জাতে করে full caching লাগানর পর বাহিরে থেকেই pot টা ঘুরান যায় তারপর power supply এর ইনপুট এ ২টী ২২০ভল্ট ইনপুট port থাকে তার ১টি খুলে ওখানে আমরা ১টি on/off সুইচ বসাব যাতে করে সহজেই on/off করা জায় । এরপর ফাইনাল অউতপুট টি একটা ফুটা দিয়ে বের করে লাল & কাল দুটা crocodile ক্লিপ লাগিয়া দিন যাতে polarity নিয়া কনো সমসসা না হই ।
আর এখন কি করবেন? আপনার power supply রেডি কাজ করুন যে কনো reng এ ।
বিভিন্ন জায়গায় parts এর বিভিন্ন দাম হলেও আমি সম্ভাব্য দাম বর্ণনা করছি…………
১।রেজিস্টর ……………………………. ১/২ watt 2tk, ভেরিএবল রেজিস্টর(pot) 10tk, 100Ω10w 10/15tk tk
২। ডায়ড..................................2/3tk
৩। ক্যাপাসিটর............................. (1000uf 50V = 20tk, .1uf,1uf=5tk)
৪। LM317/337.......................... 20tk
৫। ট্রান্সফরমার........................... 30v5/6amp = 400tk, 24V 5/6am 300tk, 12v 3amp 160
৫। vero board…………………………. 20tk
৬। fuse+fuse box…………………… 15tk
৭। voltmeter (0-300v mini)…… 30tk
৮। নস্ট power supply……………. 40/50tk
মানুষ মাত্রই ভুল তাই ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন আর কোন সমসসা হলে আমি ত আছি ।
আমি রোমিও নাহিদ (AIUB EEE)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন রোমিও মানুষ তার উপর ইলেক্ট্রিকাল এডিক্টেড............
ইসসস কেন যে ইলেট্রনিক্স বুঝি না 🙁