কম্প্রেসর নিজে চলার জন্য মটর টার্মিনালের তিনটা লাইন আছে!
আমাদের ফ্রিজ বা এসিতে যেসব কম্প্রেসর ব্যবহার করা হয় এগুলো সিল্ড করা থাকে ! তাই চোখ দিয়ে দেখে বোঝার উপায় নেই যে কোনটা কমন , রানিং আর স্ট্যার্টিং ! আমরা এভো মিটার ব্যবহার করে এগুলো বের করতে পারি !
কি বুঝলেন না তো? নো টেনশন !
উদাহরনটি দেখুন !
ধরুন মটর টার্মিনালের তিনটি লাইনের ভিতরে প্রথমটি A দ্বিতীয়টি B এবং তৃতীয়টি C . এভোমিটারের লীড A ও B ধরে এর রেজিস্ট্যান্স পেলেল 3 ওহম ! একাইভাবে B ও C তে ধরে 5 ওহম এবং A ও C তে ধরে 2 ওহম পেলেন ! তহলে কোন টার্মিনালের রেজিস্ট্যান্স বেশি ? B ও C তে ধরে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পেয়েছেন এবং এর বিপরীতে আছে A ! তাহলে A ই হবে কমন ! A থেকে B এর রেজিস্ট্যান্স 3 ওহম এবং A থেকে C এর রেজিস্ট্যান্স 2 ওহম ! এখানে 3 ওহম বেশি 2 ওহমের চেয়ে ! সুতরাং B হবে স্ট্যার্টিং এবং C হবে রানিং !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
আপনার টিউন থেকে অনেক কিছু শিখতেছি,আশা করি আরো টিউন পাব আপনাকে অনেক ধন্যবাদ টিউন চালিয়ে যাওয়া জন্য।