আসুন ট্রান্সমিটার তৈরি করি [পর্ব-০১] :: অল্প খরচে খুব সহজে ভাল মানের একটি FM ট্রান্সমিটার তৈরি করুন!

আসুন ট্রান্সমিটার তৈরি করি

  • আসুন ট্রান্সমিটার তৈরি করি [পর্ব-০১] :: অল্প খরচে খুব সহজে ভাল মানের একটি FM ট্রান্সমিটার তৈরি করুন!

আমরা অনেকেই ট্রান্সমিটার বলতে বুঝি বৈদ্যুতিক খাম্বায় যেটি ব্যবহার করা হয় সেটা ! সেটা কিন্তু আসলে ট্রান্সমিটার নয়, সেটা হল ট্রান্সফরমার ! ট্রান্সমিটার হল যার মাধ্যমে কোন ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করা যায় এবং এর জন্য একটি রিসিভার থাকে যেটি RF বা রেডিও ফ্রিকুয়েন্সিকে রিসিভ করে ! অর্থাত্‍ ট্রান্সমিটারের কাজ হল রেডিও ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে পঠানো ! যাইহোক, 2004 সালে আমি একটি FM ট্রান্সমিটার তৈরি করেছিলাম যেটি 500 মিটার পর্যন্ত কোন শব্দকে প্রেরন করতে পারত ! আজকে আমি আপনাকে সেটি শেখাবো !

এর জন্য আপনাকে কিছু কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে ! যেগুলো সংগ্রহ করবেন এগুলোর বর্ননা দেওয়া হল,

  • 1. BC547 এই নাম্বারের ট্রানজিস্টর 3 টি !
  • 2. ক্যাপাসিটর 10pf যার কোড হল 10 ! অর্থাত্‍ 10 নাম্বারের pf 2 টি !
  • 3. ক্যাপাসিটর 22n যার কোড 223 এই নাম্বারের pf 2 টি
  • 4. ক্যাপাসিটর 1n যার কোড 102 এই নাম্বারের pf 1 টি
  • 5. ক্যাপাসিটর 100n যার কোড 104 এই নাম্বারের pf 1 টি
  • 6. ক্যাপাসিটর 39p যার কোড 39 এই নাম্বারের pf 1 টি
  • 7. রেজিস্ট্যান্স 330 ওহম একটি, যার কালার কমলা কমলা বাদামী সোনালী
  • 8. রেজিস্ট্যান্স 470 ওহম একটি যার কালার হলুদ বেগুনি বাদামী সোনালী
  • 9. রেজিস্ট্যান্স 22 কিলোওহম একটি, যার কালার লাল লাল কমলা সোনালী
  • 10. রেজিস্ট্যান্স 39 কিলোওহম একটি, যার কালার কমলা সাদা কমলা সোনালী
  • 11. রেজিস্ট্যান্স 47 কিলোওহম একটি, যার কালার হলুদ বেগুনি কমলা সোনালী
  • 12. রেজিস্ট্যান্স 150 কিলোওহম একটি, যার কালার বাদামি সবুজ হলুদ সোনালী
  • 13. রেজিস্ট্যান্স 1 মেগাওহম একটি, যার কালার বাদামি কাল সবুজ সোনালী
  • 14. ট্যান্ক সার্কিট বা RF কয়েল একটি ! এটি আপনি নিজেই তৈরী করতে পারবেন ! 20 অথবা 22 গেজের তামার তার একটি পেনসিলের উপর রেখে 6 থেকে 8 পাক দিয়ে এটি তৈরী করতে পারবেন ! মোটর ওয়েন্ডিং এর দোকান থেকে এই তামার তার সংগ্রহ করতে পারবেন !
  • 15. 2 থেকে 10pf একটি ট্রিমার ক্যাপাসিটর যার মাধ্যমে আপনি ফ্রিকুয়েন্সি চেন্জ করতে পারবেন ! এটি আপনি নাও পেতে পারেন ! তবে টেনশন করবেন না, আমিতো আছি ! এর বদলে 47 নাম্বারের pf লাগাতে পারবেন ! pf ওঠা নামা করে আপনি ফ্রিকুয়েন্সি চেন্জ করতে পারবেন !
  • 16. একটি ইলেক্ট্রিক মাইক্রোফোন ! এটি পুরাতন ক্যাসেট প্লেয়ার থেকেও সংগ্রহ করতে পারবেন !
  • 17.একটি ছোট সুইচ
  • 18. দুইটি পেনসিল ব্যাটারী !
  • 19. 35 থেকে 40 সেমি তার !

এগুলোর চিত্র দেখুন !

কম্পোনেন্ট গুলো সংগ্রহ করার পরে চিত্রের মতো সংযোগ দিন!

সুবিধার জন্য ট্রানজিস্টরের পিনের চিত্র দেখুন !

আপনি একটা কাগজে এই কম্পোনেন্ট গুলো লাগাতে পারবেন অথবা একটি PCB তৈরি করে এই কম্পোনেন্ট গুলো লাগাতে পারবেন

PCB তৈরি করতে চাইলে নিচের চিত্র দেখুন !

এই সার্কিটে যে যে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তাদের বৈশিষ্টগত নাম জানতে নিচের চিত্র দেখুন !

পুরো সার্কিটের চিত্র দেখুন !

সার্কিটটি যেভাবে কাজ করবে!

এখানে যে ট্রান্সমিটার সার্কিট দেখলেন এটি মোটামুটি একটি ভাল ডায়গ্রাম! এর সাহায্যে 200 মিটার দুরুর্তে কোন শব্দকে বিনা তারে ট্রান্সমিট করতে পারবেন যদি এন্টেনার তার 35 থেকে 40 সেমি ব্যবহার করেন! তবে যদি এন্টেনার তারের সাথে একটি এন্টেনার ব্যবহার করেন তাহলে এটি হাফ কিলোমিটার পর্যন্ত কাজ করবে! এক্ষেত্রে তার বরো করে দিতে হবে ও যেকোন ধরনে এন্টেনা ব্যবহার করা যাবে! এই সার্কিটের জন্য প্রয়োজন হবে একটি FM রেডিও ! সার্কিটটি খুব বেশি জটিল না ! এতে ব্যবহার করা হয়েছে মাত্র তিনটি ট্রানজিস্টর ! একটি প্রি এম্পের জন্য যেটি মাইক্রোফোন থেকে শব্দকে কিছুটা এম্পলিফাই করে RF এম্পলিফায়ারে দেয় ! RF এম্পলিফায়ার এন্টেনার মাধ্যমে সিগন্যালকে শূন্যে ছরিয়ে দেয় ! এই ট্রান্সমিটারে ট্রান্সমিট করা শব্দ 88 থেকে 108 মেগাহাটর্জের যে কোন জায়গাই হতে পারে ! আপনি কত মেগাহাটর্জে ট্রান্সমিট করবেন তা সার্কিটে ব্যবহৃত কয়েল ও ট্রিমারের সাহায্যে নির্ধারন করবেন! যদি ট্রিমার না পান তাহালে আমার ট্রিক ফলো করবেন! সার্কিটটি 3 ভোল্ট ডিসিতে চলে ! অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করা হয়েছে ! সার্কিটটিকে ওয়্যারলেস মাইক্রোফোন বা রুম মনিটর হিসাবে সজেই ব্যবহার করতে পারবেন !

একটু লক্ষ্য করুন!

  • 1. BC547 এই নাম্বারের ট্রানজিস্টরের পরিবর্তে BF180, PN2222, BC548, 2N3903, PN2222A, BC107, 2N2369A, 2N2897, BC108, 2N2916, 2N3643, BC109, BC182L, 2N4140, 2N2222, BC184L, 2N4970, 2N2219A, ZTX300, PN100 নাম্বারের ট্রানজিস্টর ব্যবহার করতে পরবেন!
  • 2. 39 কিলোওহমের বদলে 3.9 কিলোওহমের রেজিস্ট্যান্স লাগালে ট্রান্সমিট করা কথা খুব চিকন ও পরিস্কার হবে !
  • 3. সার্কিটটি তৈরি করার পর এফ এম রেডিও টিউনিং করতে হবে ! যদি আপনার সেন্টার না ধরে তাহলে সার্কিটের ফ্রিকুয়েন্সি চেন্জ করে আবার রেডিও টিউনিং করতে হবে ! যখন দেখবেন রেডিও এর শন শন শব্দ অফ হয়ে গেছে তখন আর টিউনিং করবেন না ! এবার ট্রান্সমিটারের মাইক্রোফোনে কথা বলুন দেখবেন ওই কথা রেডিও তে শোনা যায়!
  • 4. সবগুলো রেজিস্ট্যান্স কোয়াটার ওয়াডের ও সবগুলো ক্যাপাসিটর বা PF সিরামিকের লাগাবেন !
  • 5. বাংলাদেশে ফ্রিকুয়েন্সি ব্যবহার করা নিষেধ ! তাই সব সমই এটি চালাবেন না.
  • 6. এই সার্কিটে আমার কিছু নিজস্ব ট্রিক ব্যবহার করা হয়েছে তাই দয়া করে এটি কাউকে শেখাবেন না !
  • 7. অনেক কষ্ট করে টিউন করেছি ! দয়া করে এটি কপি করবেন না বা অন্য পেজে নিজের নামে চালাবেন না !

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রুবেল ভাই আমিও একজন হবিষ্ট। 2N2222 transistor অনেক আগে কিনছিলাম। আপনার এই ডায়াগ্রাম টাও আমার সংগ্রহে আছে।কিন্তু প্রব্লেম হল trimmer, কোটি টাকা দিয়াও পাওয়া যায় না, এটার solution টা আর একটু বুঝায়ে বলেন। আর 10pf 22pf মার্কেট থেকে অনেক আগেই বিদায় নিছে।আমার টিভি বক্স থেকে খুলা আছে কিছু টাও, বাকিরা কি করবে? MW রেডিও এর variable capacitor টা কি ব্যবহার করা যাবে? আমার কাছে অনেক ডায়াগ্রাম আছে কিন্তু parts এর অভাব এ কাজ করতে পারিনা।

    @Nazmul2108: bhai, apnar dharona bhul 10, 223 ei pf gulo uthhe jai ni. Agulo powya jai. Tobe soto khato dokhane nao powya jete pare. Amar ai tune er mul oddeso holo trimer er bodole ki bhabe kaj korben. Amar mone hoi apni bhalo kore tune ta paren ni. Tai erokom posno koresen. Tune ta bhalo kore porun. Tahole bujhte parben trimar er bodole ki use kora jai. Thanks

vaiya, aita koto khani radious transmitt krte parbe?

    @tanweer talukder: bhai apni hoito amar tune ta bhalo kore poren ni. Tai erokom prosno koresen. Tune a lekha ase 30 to 35 cm tar antena hisabe use korle charedike 200 miter r boro tar o antena use korle half porjonto jabe. Thanks

Level 0

NICE HOESE. FM RECHIVER ER SIRCIT DIN. APONER EMAIL ID TA DIN.

আপনার কাছে কি ওয়াই ফাই ট্রান্সিভার সার্কিট আছে

একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আবার চেষ্টা করতে হবে। কিন্তু আমার একটা ট্রান্সমিটার খুবই প্রয়োজন। এগুলোকি বাজারে কিনতে পাওয়া যায়?

    @Smart Solution: bhai, ekhon bajare hoito ei tansmitter gulo paben na. 2be amar kase paben. 🙂 apni eibar chesta kore dekhen sofal hoben. Inshahallah ! Thanks.

      @রুবেল টিটিসি: আমার ১ টা খুবই দরকার আপনি কি আমাকে কুরিয়ার সারভিস এ পাঠাতে পারবেন জত খরছ হয় আমি দিব । ভাই আবার ভাব্বেন না আমি আপনাকে লোভ দেখাচ্ছি। আমার এখানে এটার পার্টস পাওয়া জাবেনা পাওয়া গেলেও আমি বানাতে পারবনা তাই আপনাকে বললাম । যদি আপনার দয়া হয় আমাকে এই নাম্বার এ কল বা মিস কল দিয়েন ০১৭৫০০৪৩৮৭৭——০১৮২৫৫৬৪৬৮৬।

Level 0

সুন্দর একটি টিউন করার জন্য আন্তরিক ধন্যবাদ।আমি এগুলো তেমন বুঝিনা,তবে আগ্রহী।আরো ভাল,ভাল টিউনের আশায় থাকলাম।

Level 2

সুন্দর একটি টিউন করার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাইয়া আমি ১২ ভোল্ট ডিসি থেকে কত মানের রেজিস্ট্যান্স সিরিজে ব্যাবহার করে ৫ ভোল্ট ডিসি পাব ।????
আমার বর্তমান বাসা বাসাবো । আমার গ্রমের বাড়ি য়শোর । আমি ঢাকাতে নতুন তাই আমি এই টিউনের মালামাল কোথায় পাব আমাকে একটু জানাবেন । ভাইয়া ভাল থাকবেন ।

@Zubair: bhai, 12v theke 5v pete hole apnake 7805 regulator ic use korte hobe. Aro bholo bhave jante ai tune dekhun https://www.techtunes.io/electronics/tune-id/105192 . Ei sob malamal apni j kono electronics er parts er dokane paben. Apnar ase pasher electronics er dokane contact kore dekhte paren. Stadiam market a khoj kore dekhte paren. Thanks

Level 0

জুবাইয়ের ভাই আপনি ইচ্ছা করলে zener diode দিয়েও ৫ ভোল্ট করতে পারবেন, তবে একটু বাড়তি ঝামেলা আছে। রুবেল ভাই এটার একটা tune করে দেন।

Level 0

রুবেল ভাই আপনার টিউন ভাল করেই পড়ছিলাম। 47pf টা কি variable condenser?? otherwise frequency change korbo kivabe?

    @Nazmul2108: bhai, 47 numberer pf ekti fixed capacitor. Mane 104 numberer pf er moto. Ei pf k circuit a laganor por pf k hat dia dhore nicher dike namaben ba othhaben. Taholei fricuency change hobe. Thanks

খুবই সুন্দর টিউন ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

ai tune tar jonnoi opekkha korsilam.
apnake onek dhonnobd.

aj ami 6ta tansmitter banai c. 🙂

Rubel Bhai amar ekta 10 gain yagee antena acshe. Oita jodi transmetar antena hishebe use kori tahole reng koto hobe? Janaben pls

    Bhai, eta nirvor korbe apnar elakar opor. Ei tansmitter ta tai ri kora hoyese small audio signal tansistor k use kore. Tai apni yagee or dipole jai antena use koren na keno, eta sorbocho 500 mittre jete pare. Thanks

Level 0

project board a ata banor diagram ti dile upokrito hoitam.

Thanks For Nice Share ……………

Rubel Bhai Apnar Mobile Number plz !

[email protected]

Level 0

ai khane MIC use na kore 3.5MM jack use kora jabe?

রুবেল ভাই,অসংখ্য ধন্যবাদ আপনাকে,আমাদেরকে এমন একটা সুন্দর এবং সহজ টিউন উপহার দেবার জন্য।
অনেকদিন ধরে এটা বানাবার চেষ্টা করছিলাম,এবার মনে হয় পারব।
ইলেকট্রনিকস এর উপর আমার যথেষ্ট আগ্রহ আছে,বলতে পারেন ইলেকট্রনিকসে আমি এক প্রকার আসক্ত কিন্তু উপযুক্ত গাইড লাইন নেই।আশাকরি ইলেকট্রনিকস এর উপর আপনার টিউন কন্টিনিউ রাখবেন।ভাল থাকবেন।

Level 0

in dhaka where i can get good electronic components and transformer . thanks

এই পদ্ধতিতে ওয়াকিটকি এর কাজ করা যাবে । যদি Range Area বারানু জায় তাহলে আর মোবাইল উসে করতে হবেনা ।

ভাই এটা বানাতে গেলে আমার মাথা কাজ করবে না । কুথাও কিনতে পারব কিনা বলেন । আমি আগে ছিন্তা করতাম FM রেডিও দিয়ে এই কাজ করা যাবে কিনা । মাথা কাজ করেনা বলে ট্রাই করি নাই । আপনার এই জিনিস তা আমার খুব পসন্দ হয়েছে । যে করেই হক আমার ১ তা লাগবে । ভাই এটা কিনতে গেলে খরছ পরবে কত বলে দিলে ভাল হত

দারুন! আমি এটার অপেক্ষায় ছিলাম………..চালিয়ে যান…

Level 2

vhaia amar 1 ti 6 volt transformar ase ati dia ki kaj hobe??????

Level 0

রুবেল vai, ami ki 9v battry use korte parbo??

Level 0

Vai ami apnar sob goli post dakhechi amar khub valo lagche please noton kicho post korle valo hoto\

http://gpfree.wapka.mobi/forum2_theme_1202099.xhtml?tema=68 কপি পেস্ট করা হয়েছে। কপি পেস্ট করেছে ভাল কথা ব্যাটা আবার ছবির উপর নিজের নাম লিখে দিয়েছে যাতে কপি পেস্ট করা না যায়। চোরের মার বড় গলা। এ ব্যাপারে একটু হস্তক্ষেপ করুন।

39 pf ta khuje paitesi na….ata beboher na korle ki circuit e kono khoti hobe?

Bangla Songs, Hindi Songs, Dj Songs, Bangla Movie Download
http://www.gomasty.com

Level 0

@রুবেল টিটিসি ভাই, আমার এই FM Transmiter টা দরকার। কিভাবে আপনার কাছথেকে Collect করতে পারি? আমার cell No-01674550288, Contact করলে খুবি ভাল হয় আমার Jonno..

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।