আমরা অনেকেই ট্রান্সমিটার বলতে বুঝি বৈদ্যুতিক খাম্বায় যেটি ব্যবহার করা হয় সেটা ! সেটা কিন্তু আসলে ট্রান্সমিটার নয়, সেটা হল ট্রান্সফরমার ! ট্রান্সমিটার হল যার মাধ্যমে কোন ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করা যায় এবং এর জন্য একটি রিসিভার থাকে যেটি RF বা রেডিও ফ্রিকুয়েন্সিকে রিসিভ করে ! অর্থাত্ ট্রান্সমিটারের কাজ হল রেডিও ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে পঠানো ! যাইহোক, 2004 সালে আমি একটি FM ট্রান্সমিটার তৈরি করেছিলাম যেটি 500 মিটার পর্যন্ত কোন শব্দকে প্রেরন করতে পারত ! আজকে আমি আপনাকে সেটি শেখাবো !
কম্পোনেন্ট গুলো সংগ্রহ করার পরে চিত্রের মতো সংযোগ দিন!
সুবিধার জন্য ট্রানজিস্টরের পিনের চিত্র দেখুন !
আপনি একটা কাগজে এই কম্পোনেন্ট গুলো লাগাতে পারবেন অথবা একটি PCB তৈরি করে এই কম্পোনেন্ট গুলো লাগাতে পারবেন
PCB তৈরি করতে চাইলে নিচের চিত্র দেখুন !
এই সার্কিটে যে যে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তাদের বৈশিষ্টগত নাম জানতে নিচের চিত্র দেখুন !
পুরো সার্কিটের চিত্র দেখুন !
এখানে যে ট্রান্সমিটার সার্কিট দেখলেন এটি মোটামুটি একটি ভাল ডায়গ্রাম! এর সাহায্যে 200 মিটার দুরুর্তে কোন শব্দকে বিনা তারে ট্রান্সমিট করতে পারবেন যদি এন্টেনার তার 35 থেকে 40 সেমি ব্যবহার করেন! তবে যদি এন্টেনার তারের সাথে একটি এন্টেনার ব্যবহার করেন তাহলে এটি হাফ কিলোমিটার পর্যন্ত কাজ করবে! এক্ষেত্রে তার বরো করে দিতে হবে ও যেকোন ধরনে এন্টেনা ব্যবহার করা যাবে! এই সার্কিটের জন্য প্রয়োজন হবে একটি FM রেডিও ! সার্কিটটি খুব বেশি জটিল না ! এতে ব্যবহার করা হয়েছে মাত্র তিনটি ট্রানজিস্টর ! একটি প্রি এম্পের জন্য যেটি মাইক্রোফোন থেকে শব্দকে কিছুটা এম্পলিফাই করে RF এম্পলিফায়ারে দেয় ! RF এম্পলিফায়ার এন্টেনার মাধ্যমে সিগন্যালকে শূন্যে ছরিয়ে দেয় ! এই ট্রান্সমিটারে ট্রান্সমিট করা শব্দ 88 থেকে 108 মেগাহাটর্জের যে কোন জায়গাই হতে পারে ! আপনি কত মেগাহাটর্জে ট্রান্সমিট করবেন তা সার্কিটে ব্যবহৃত কয়েল ও ট্রিমারের সাহায্যে নির্ধারন করবেন! যদি ট্রিমার না পান তাহালে আমার ট্রিক ফলো করবেন! সার্কিটটি 3 ভোল্ট ডিসিতে চলে ! অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করা হয়েছে ! সার্কিটটিকে ওয়্যারলেস মাইক্রোফোন বা রুম মনিটর হিসাবে সজেই ব্যবহার করতে পারবেন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
joss