এবার আপনার মোবাইলও ইলেক্ট্রনিক্সের কাজে আপনাকে কিছুটা সাহায্য করবে !

আজকে আমি যে টিউনটি করবো এটি কোন সার্কিট নিয়ে নয় , ছোট একটা সফ্টওয়ার নিয়ে ! টিটিতে কারো একটা টিউনে আমি রেজিস্ট্যান্স ক্যালকুলেটর পেয়েছিলাম ! কিন্তু ওই সফ্টওয়ারটি আমি আমার নোকিয়া 6120c তে ফুল ইন্সটল দিতে পারি নাই ! ইন্সটলের সময় দ্যা সফ্টওয়ার নোট কম্পিলিটএবল ইয়োর ফোন কন্টিনিউ এনিওয়ে এটি দেখায়াছিল. সিলেক্ট করলে ইন্সটল হয় কিন্তু কোন কাজ হয় না ! সিম্বিয়াম ফোনে যদি কাজ না হয় তাহলে যাদের জাভা ফোন তাদের কি হবে? এই কথা ভেবে গুগলে সার্চ দিতে লাগলাম ! অনেকগুলো সফ্টওয়ার পেলাম ! এর ভিতর থেকে একটি সফ্টওয়ার আপনাদের মাঝে শেয়ার করবো ! এটি jar ফমাটের ! তাই প্রায় সকল জাভা ও সিম্বিয়াম সেটে সহজে সাপর্ট করবে! প্রথমে এখান থেকে সফ্টওয়ারটি ডাউনলোড করুন ! ! এখন সফ্টওয়ারটি ওপেন করুন ! সিম্বিয়াম সেট হলে ইন্সটল হবে আর জাভা সেট হলে সরাসরি ওপেন হবে ! সফ্টওয়ারটি ওপেন করলে একটি রেজিস্ট্যান্সের ছবি দেখতে পাবেন ! 4, 6 অথবা Left Right key দিয়ে ব্যান্ড চেন্জ করতে পারবেন ! 2, 8 অথবা Up, Down key দিয়ে ব্যান্ডের কালার চেন্জ করতে পারবেন ! 5 অথবা Selection key দিয়ে রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেট করতে পারবেন ! বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, রুবেল ভাই। কেমন আছেন? ডাউনলোড দিলাম 🙂

@SamuraixBD: Hm bhai ami valo asi. Apni kemon asen? Thanks

ধন্যবাদ শেয়ার করার জন্য একটা স্কিনশট দিলে ভাল হইত না?

রুবেল টিটিসি ভাই, আপনি কোন টিটিসিতে আছে? এবং ছাত্র নাকি শিক্ষক বললে ভাল হত।

ধন্যবাদ, রুবেল ভাই।

Level 0

খুবই সুন্দর টিউন……. কাজের টিউন….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ… আরও এইধরনের টিউন শেয়ার করবেন আশা রাখি………

ভাইয়া আমার ফোন দিয়ে ডাওনলোড হয় না । তো আমি কী করে ডাওনলোড করতে পারি ।

@Asaduzzaman.anik: bhai, link ta update kora hoyase. Mediafire thaka 4shared a deowa hoyese. Ei link thaka download korte Ei Tune ta dekhun. Tobe now ei link thaka download korte resistration kora lage. Thanks