আজকে আমি যে টিউনটি করবো এটি কোন সার্কিট নিয়ে নয় , ছোট একটা সফ্টওয়ার নিয়ে ! টিটিতে কারো একটা টিউনে আমি রেজিস্ট্যান্স ক্যালকুলেটর পেয়েছিলাম ! কিন্তু ওই সফ্টওয়ারটি আমি আমার নোকিয়া 6120c তে ফুল ইন্সটল দিতে পারি নাই ! ইন্সটলের সময় দ্যা সফ্টওয়ার নোট কম্পিলিটএবল ইয়োর ফোন কন্টিনিউ এনিওয়ে এটি দেখায়াছিল. সিলেক্ট করলে ইন্সটল হয় কিন্তু কোন কাজ হয় না ! সিম্বিয়াম ফোনে যদি কাজ না হয় তাহলে যাদের জাভা ফোন তাদের কি হবে? এই কথা ভেবে গুগলে সার্চ দিতে লাগলাম ! অনেকগুলো সফ্টওয়ার পেলাম ! এর ভিতর থেকে একটি সফ্টওয়ার আপনাদের মাঝে শেয়ার করবো ! এটি jar ফমাটের ! তাই প্রায় সকল জাভা ও সিম্বিয়াম সেটে সহজে সাপর্ট করবে! প্রথমে এখান থেকে সফ্টওয়ারটি ডাউনলোড করুন ! ! এখন সফ্টওয়ারটি ওপেন করুন ! সিম্বিয়াম সেট হলে ইন্সটল হবে আর জাভা সেট হলে সরাসরি ওপেন হবে ! সফ্টওয়ারটি ওপেন করলে একটি রেজিস্ট্যান্সের ছবি দেখতে পাবেন ! 4, 6 অথবা Left Right key দিয়ে ব্যান্ড চেন্জ করতে পারবেন ! 2, 8 অথবা Up, Down key দিয়ে ব্যান্ডের কালার চেন্জ করতে পারবেন ! 5 অথবা Selection key দিয়ে রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেট করতে পারবেন ! বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ধন্যবাদ, রুবেল ভাই। কেমন আছেন? ডাউনলোড দিলাম 🙂