আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-১০] :: আসুন অডিও সার্কিট তৈরী করি – অল্প খরচে খুব সহজে একটি হাই ফাই স্টিরিও অডিও অ্যাম্পলিফায়ার বানিয়ে নিন !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

আমি আপনাকে শিখাবো কিভাবে একটি হাই ফাই স্টিরিও অ্যাম্পলিফায়ার বানানো যায়! অনেকে হয়তো মনে করেন, যারা মেকার তারা হয়তো খুব জানে ! এটি কিন্তু ঠিক নয়! আপনি চাইলে তার থেকে বেশি জানতে পারবেন! এর জন্য আপনাকে নিয়মিত ইলেক্ট্রনিক্সের চর্চা করতে হবে! যাইহোক আমি আপনাকে একটি কৌশল শিখাবো যার মাধ্যমে আপনি খুব সহজে একটি হাই ফাই স্টিরিও অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন! এর জন্য আপনাকে কোন সার্কিট তৈরি করতে হবে না কারন সার্কিট কিনতেই পাওয়া যায় ! আপনি শুধু কানেকশন করবেন! আজ এটি আমি আপনাদের শিখাবো !

এই কাজটি করার জন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে !

ধাপ-1

  • প্রথমে ইলেকট্রনিক্সের দোকান থেকে কয়েকটি জিনিস সংগ্রহ করুন!
  • 12V-0-12V 3A অথবা 3000mA এর একটি ট্রান্সফরমার !
  • 35V 3300mfd এর ক্যাপাসিটর একটি !
  • 1N4007 এই মানের রেকটিফায়ার ডায়োড দুইটি!
  • LA4508 কম্পিলিট অডিও সার্কিট বোড
  • বেজ টোন কন্টোলার সার্কিট, চারটি ভলিউম সহ!
    এদের চিত্রগুলো দেখুন!





ধাপ-2

রেকটিফায়ার ডায়োডের সিটি কানেকশন করুন! এবার ক্যাপাসিটরের যেই পাশে কোন চিহ্ন নাই সেই পাশে ডায়োডের ক্যাথোড লাগান! অর্থাত্‍ ক্যাপাসিটরের দুইটি টারমিনাল আছে একটি নেগেটিভ ও আরেকটি পজেটিভ ! টারমিনালের যেই পাশে - চিহ্ন দেওয়া আছে সেটি নেগেটিভ ! আর যেই পাশে কোন চিহ্ন নাই সেটি পজেটিভ ! ক্যাপাসিটরের পজেটিভের সাথে ডায়োডের ক্যাথোড সংযোগ করুন! এখন ট্রান্সফরমারে সাথে চিত্রের মত কানেকশন করুন!

ক্যাপাসিটরের নেগেটিভ পজেটিভ থেকে কাল ও লাল দুইটা তার বের করুন!

ধাপ-3

এবার LA4508 সার্কিটের দিকে লক্ষ্য করুন! সার্কিটের দুই পাশে দুইটা IN অথবা INPUT লেখা আছে দুইটি করে ছিদ্র সহ ! ঠিক তার পাশেই OUT অথবা SPEAKER লেখা আছে দুইটি ছিদ্র সহ! +12v- লেখা আছে দুইটা ছিদ্র সহ ! এগুলো খুজে বের করুন!

ধাপ-4

এবার ট্রান্সফরমারের ক্যাপাসিটর থেকে যে লাল কালো তার বের করেছেন সেটি LA4508 সার্কিটের +12v- যেখানে লেখা আছে সেখানে লাগান! যদি লেখা খুজে না পান তাহলে LA4508 সার্কিটে দেখুন একটি 25V 2200mfd ক্যাপাসিটর আছে ওটার + - এ ট্রান্সফরমারের লাল কালো তার লাগান! এবার যেই দুই পাশে OUT অথবা SPEAKER লেখা আছে সেখানে থেকে দুইটি দুইটি করে তার নিয়ে দুইটি 6'' অথবা 8'' এর দুইটি স্পিকারে লাগান! এবার ট্রান্সফরমারে AC 220V প্রবেশ করান! আইসি এর পিন গুলোতে হাত দিন! যদি কোন ধরনের শব্দ শুনতে পান তাহলে বুঝবেন আপনার সার্কিট ঠিক আছে! আর যদি কোন শব্দ না শুনতে পান তাহলে বুঝবেন সার্কিট বা আইসি এর সমস্যা আছে! তবে নতুন সার্কিটের কোন সমস্যা থাকে না! এবার LA4508 সার্কিটের যেই দুই পাশে IN অথবা INPUT বা LR লেখা আছে সেখান থেকে মোট চারটি তার বের করবেন! চারটি লাইনের ভিতর দেখবেন সার্কিটে দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে ! এই দুই লাইন এক করুন!

ধাপ-5

বেজ টোন কনট্রোল সার্কিটের দিকে লক্ষ্য করুন, দেখবেন LA4508 সার্কিটের মতো এখানেও লেখা আছে +12V- , INPUT ও OUTPUT ! এখন INPUT থেকে চারটি তার বের করুন! এখানেও দেখবেন দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে এই দুটি তার এক করে দিন! তাহলে এখন তার হল তিনটা ! এই তিনটা তার একটি স্টিরিও সকেটে লাগান! OUTPUT এর দিকে লক্ষ্য করে দেখুন এখানেও চারটি লাইনের ভিতর দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে ! এই দুইটি তার এক করে দিন! এবার LA4508 এই সার্কিটের input এর যেই দুইটি লাইন এক করেছেন সেটার সাথে বেজ টোন সার্কিটের OUTPUT এর যেই দুইটি লাইন এক করেছেন সেটির সংযোগ দিন! আর LA4508 সার্কিটের বাকি যেই দুই লাইন থাকলো এগুলোর সাথে বেজ টোন সার্কিটের OUTPUT এর যেই দুই তার বাকি আছে সেটির সংযোগ দিন! LA4508 সার্কিটের যেখানে নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজ প্রবেশ করিয়েছেন থেকে তার দিয় লাইন নিয়ে এসে বেজ টোন সার্কিটের +12v- যেখানে লেখা আছে সেখানে লাগান! কাজ শেষ ! এবার আপনার মোবাইল ,সিডি, ডিভিডি, কম্পিউটার যত যা আছে ওসবের OUTPUT বা স্পিকারের লাইন থেকে স্টিরিও পিনের মাধ্যমে আপনার সার্কিটের স্টিরিও সকেটে লাইন দিন! দেখুন সাউন্ড কাকে বলে!

একটু লক্ষ্য করুন,

  • এই সার্কিট তৈরী করতে 400 টাকার মত লাগতে পারে!
  • সোল্ডারিং আইরন দিয়ে তার লাগানোর সময় লক্ষ্য রাখবেন কোন লাইন যেন একত্র না হয়!
  • কোন ভাবেই যেন স্পিকারের তার সরাসরি একত্র না হয়, তাহলে আইসি কেটে যাবে!
  • ট্রান্সফরমার থেকে সার্কিটে লাইন দেওয়ার সময় নেগেটিভ পজেটিভ ভাল করে দেখে নিয়ে দিবেন!
  • ভুল সংযোগের জন্য আমাকে দায়ী করবেন না!

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

আরো জানার জন্য ফেসবুক, নিমবাজ ও ইয়াহু থেকে rubellttc দিয়ে আমাকে অ্যাড দিন।
সবাই ভালো থাকবেন।

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ছবিসহ দেয়াতে খুব ভাল হয়েছে।

এফএম ট্রান্সমিটার নিয়ে কবে একটা টিউন করবেন?

ভাই, ইলেকট্রনিক্সের উপর আমার অনেক অনেক অনেক অনেক আগ্রহ আছে। ছোট থাকতে রেডিও, ক্যাসেট প্লেয়ার, ছোট ছোট খেলনা ইত্যাদি অনেক ভেঙ্গছি। কিন্তু কখনওই সার্কিটের আগা-মাথা কিছুই বুঝিনি। আপনি যদি বিভিন্ন পার্টসের নাম, চেনার উপায়, মান, কাজ ইত্যাদির ছবিসহ একটি বিবরণ দেন তাহলে খুবই ভাল হয়। এর এই পোস্টের সার্কিটটি তৈরীর প্রতিটি ধাপের ছবি (সোল্ডারিং সহ হলে আরো ভালো) আপলোড করলে ৃতজ্ঞ হব। 🙂

৪ ও ৫ নং ছবিটি কিসের?

vai chorom hoice?amar ekta problm chilo jodi shomadhan diten khub upokrito hotam.amar wefer er 4 ta speker bt speker er 4 tar majhe 2 ta baje r 2 ta bajenaamar speker er kono prblm nai bt wefr er theke jei out put ache shekhane problem.karon jak gula jata jtai korle baje abar nara laglebondho hoye jay ki korle thik hobe ek2 help koren

@ranim-mahfuz: bhai kon jack narate hoy? Inputer na outputer? Apnar jaker soket gulo ki steerio na cd soket? Jodi cd soket hoi tahole apanar jack set chang kore dekhun kaj hobe. R jodi streerio soket hoi taholeo jack set change kore dekhun kaj hobe. Jodi na hoi tahole apnar woofer ti khulun. Jekhane steerio soket lagano ase seta nara chara dia dekhun. Jodi nore tahole soket er pin gulo te soldaring kore din. R jodi na nore tahole steerio soket chang kore din. Kaj hobei. Thanks

input and output dutoi prb kore.r cd soket nd sterio sokt ki seta ektu bujhiye bolle happy hotam

    @ranim-mahfuz: bhai ekhane cd soket bolte bujhate cheyea c CD ba DVD plyer er pisone tv te conect korar jonno jei soket thake ota. R steerio bolte bojhate cheyea c mp3 player ba radio te headphoner jonno jei soket use kora hoi set. Thanks

আমি এত সব বুঝি কম তবে এতটুকু বলতে পারি আপনার টিউন সুন্দর হইছে,ধন্যবাদ টিউনের জন্য।

ও সিডি সকেট।

আরও উদার হতে হবে। এভাবে কিছু বোঝার উপায় নাই। অডিও সার্কিট ইন্টারনেটে খুজলে অভাব নেই। যদি ডায়াগ্রাম না দিতে পারেন তো সার্কিট কিভাবে হলো। সার্কিটের প্রিন্ট ডায়াগ্রাম কোথায়?

ami ami amon casci j sudhu base ta amplyfy korbo amon kisu dite paren??

Level 0

Vai kono viedeo tutoral dile valo hoto.

Level 0

ami apnar sob golo post dekhechi amar khub valo lagche tar jonno thanks vai.vai ki vabe remote diey fan,lamp of/on kora jai arokom jodi akti circuit post korten tobe khub opokrito hotam. please joto droto somvob

Level 0

vai NPN- and PNP transistor diey ki ki kaj kora jai doa kore bolben ki akto details.

Rubel Vai ami apnar tune gulo niomito dekhi but ektu sharthopor houwar karone ami apnake thanks janai na. tai ajke sobgulo thanks akbar e dilam. asa kori grohon korben. anyway; amake ektu bolben kon market e gele kom price er majhe valo maner sob parts paowa jabe. r jodi onugroho kore picture soho sob IC & PARTS gulo nia likhten tahole amader moto okretoggho manus der kaje lagto..

অনেক ভালো হয়েছে,

ভাল আইডিয়া পেলাম। রেডি সারর্কিট দিয়া কাজ করা খুব ভাল ই হবে। বাট কোয়ালিটি কেমন একটু রিভিউ পাইলে ভাল হতো কেউ কি টেস্ট করছে এখানে।

Level 0

vai chorom chorom chorom hoiche…amar prochur kaje lagbe eita…

vai help me……………