আমি আপনাকে শিখাবো কিভাবে একটি হাই ফাই স্টিরিও অ্যাম্পলিফায়ার বানানো যায়! অনেকে হয়তো মনে করেন, যারা মেকার তারা হয়তো খুব জানে ! এটি কিন্তু ঠিক নয়! আপনি চাইলে তার থেকে বেশি জানতে পারবেন! এর জন্য আপনাকে নিয়মিত ইলেক্ট্রনিক্সের চর্চা করতে হবে! যাইহোক আমি আপনাকে একটি কৌশল শিখাবো যার মাধ্যমে আপনি খুব সহজে একটি হাই ফাই স্টিরিও অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন! এর জন্য আপনাকে কোন সার্কিট তৈরি করতে হবে না কারন সার্কিট কিনতেই পাওয়া যায় ! আপনি শুধু কানেকশন করবেন! আজ এটি আমি আপনাদের শিখাবো !
এই কাজটি করার জন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে !
রেকটিফায়ার ডায়োডের সিটি কানেকশন করুন! এবার ক্যাপাসিটরের যেই পাশে কোন চিহ্ন নাই সেই পাশে ডায়োডের ক্যাথোড লাগান! অর্থাত্ ক্যাপাসিটরের দুইটি টারমিনাল আছে একটি নেগেটিভ ও আরেকটি পজেটিভ ! টারমিনালের যেই পাশে - চিহ্ন দেওয়া আছে সেটি নেগেটিভ ! আর যেই পাশে কোন চিহ্ন নাই সেটি পজেটিভ ! ক্যাপাসিটরের পজেটিভের সাথে ডায়োডের ক্যাথোড সংযোগ করুন! এখন ট্রান্সফরমারে সাথে চিত্রের মত কানেকশন করুন!
ক্যাপাসিটরের নেগেটিভ পজেটিভ থেকে কাল ও লাল দুইটা তার বের করুন!
এবার LA4508 সার্কিটের দিকে লক্ষ্য করুন! সার্কিটের দুই পাশে দুইটা IN অথবা INPUT লেখা আছে দুইটি করে ছিদ্র সহ ! ঠিক তার পাশেই OUT অথবা SPEAKER লেখা আছে দুইটি ছিদ্র সহ! +12v- লেখা আছে দুইটা ছিদ্র সহ ! এগুলো খুজে বের করুন!
এবার ট্রান্সফরমারের ক্যাপাসিটর থেকে যে লাল কালো তার বের করেছেন সেটি LA4508 সার্কিটের +12v- যেখানে লেখা আছে সেখানে লাগান! যদি লেখা খুজে না পান তাহলে LA4508 সার্কিটে দেখুন একটি 25V 2200mfd ক্যাপাসিটর আছে ওটার + - এ ট্রান্সফরমারের লাল কালো তার লাগান! এবার যেই দুই পাশে OUT অথবা SPEAKER লেখা আছে সেখানে থেকে দুইটি দুইটি করে তার নিয়ে দুইটি 6'' অথবা 8'' এর দুইটি স্পিকারে লাগান! এবার ট্রান্সফরমারে AC 220V প্রবেশ করান! আইসি এর পিন গুলোতে হাত দিন! যদি কোন ধরনের শব্দ শুনতে পান তাহলে বুঝবেন আপনার সার্কিট ঠিক আছে! আর যদি কোন শব্দ না শুনতে পান তাহলে বুঝবেন সার্কিট বা আইসি এর সমস্যা আছে! তবে নতুন সার্কিটের কোন সমস্যা থাকে না! এবার LA4508 সার্কিটের যেই দুই পাশে IN অথবা INPUT বা LR লেখা আছে সেখান থেকে মোট চারটি তার বের করবেন! চারটি লাইনের ভিতর দেখবেন সার্কিটে দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে ! এই দুই লাইন এক করুন!
বেজ টোন কনট্রোল সার্কিটের দিকে লক্ষ্য করুন, দেখবেন LA4508 সার্কিটের মতো এখানেও লেখা আছে +12V- , INPUT ও OUTPUT ! এখন INPUT থেকে চারটি তার বের করুন! এখানেও দেখবেন দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে এই দুটি তার এক করে দিন! তাহলে এখন তার হল তিনটা ! এই তিনটা তার একটি স্টিরিও সকেটে লাগান! OUTPUT এর দিকে লক্ষ্য করে দেখুন এখানেও চারটি লাইনের ভিতর দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে ! এই দুইটি তার এক করে দিন! এবার LA4508 এই সার্কিটের input এর যেই দুইটি লাইন এক করেছেন সেটার সাথে বেজ টোন সার্কিটের OUTPUT এর যেই দুইটি লাইন এক করেছেন সেটির সংযোগ দিন! আর LA4508 সার্কিটের বাকি যেই দুই লাইন থাকলো এগুলোর সাথে বেজ টোন সার্কিটের OUTPUT এর যেই দুই তার বাকি আছে সেটির সংযোগ দিন! LA4508 সার্কিটের যেখানে নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজ প্রবেশ করিয়েছেন থেকে তার দিয় লাইন নিয়ে এসে বেজ টোন সার্কিটের +12v- যেখানে লেখা আছে সেখানে লাগান! কাজ শেষ ! এবার আপনার মোবাইল ,সিডি, ডিভিডি, কম্পিউটার যত যা আছে ওসবের OUTPUT বা স্পিকারের লাইন থেকে স্টিরিও পিনের মাধ্যমে আপনার সার্কিটের স্টিরিও সকেটে লাইন দিন! দেখুন সাউন্ড কাকে বলে!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আরো জানার জন্য ফেসবুক, নিমবাজ ও ইয়াহু থেকে rubellttc দিয়ে আমাকে অ্যাড দিন।
সবাই ভালো থাকবেন।
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ছবিসহ দেয়াতে খুব ভাল হয়েছে।
এফএম ট্রান্সমিটার নিয়ে কবে একটা টিউন করবেন?