আমার যত মজার ইলেকট্রনিক্সের টিউটেরিয়াল [পর্ব-০৩] :: আসুন, ক্যাপাসিটরের কোড বের করি!

ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ ধরে রাখা! ক্যাপাসিটান্স বেশি মানে সেটি বেশি চার্জ ধরে রাখতে পারে ! ক্যাপাসিটান্স পরিমাপ করা হয় ফ্যারাড দিয়ে, যার প্রতিক F. যাইহোক, 1F এই মান খুব বেশি ! সুতরাং কম মানের ক্যাপাসিটান্সের আগে আমরা Prefixes ব্যবহার করব ! তিন ধরনের Prefixes আমরা ব্যবহার করতে পারি µ (micro), n (nano) এবং p (pico).

  • µ মানে 10-6 (millionth), সুতরাং, 1000000µF = 1F
  • n মানে 10-9 (thousand- millionth), সুতরাং 1000nF = 1µF
  • p মানে 10-12 (million- millionth), সুতরাং 1000pF = 1nF

অর্থাত্‍

  • 1nF = 1000PF,
  • 1µF = 1000000PF

দুই ধরনের ক্যাপাসিটর আছে

একটি পোলারিষ্ট আর আরেকটি হল,আনপোলারিষ্ট !

অর্থাত্‍ এক ধরনের ক্যাপাসিটর আছে যার অ্যানোড ক্যাথোড আছে এটি হল পোলারিষ্ট ক্যাপাসিটর ! আর আরেক ধরনের ক্যাপাসিটর আছে যার কোন অ্যানোড ক্যাথোড নেই এটি হল আনপোলারিষ্ট ক্যাপাসিটর ! পোলারিষ্ট ক্যাপাসিটরে কোড ব্যবহার করা হয় না ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় তাই এটি ইলেকট্রনিক্সের দোকানে সহজে পাওয়া যায়. পোলারিষ্ট ক্যাপাসিটরের চিত্র ও প্রতিক দেখুন!

আনপোলারিষ্ট ক্যাপাসিটরে ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় না, কোড ব্যবহার করা হয় ! এটিও দোকানে পাওয়া যায় কিন্তু ক্যাপাসিটান্সের মান অনুযায়ী পাবেন না, কোড অনুযায়ী পাবেন ! আমরা যারা হবিষ্ট নেট থেকে অনেক সার্কিট খুজে পাই, কিন্তু ওইসব সার্কিটে যে সব ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলোর কোড দেওয়া থাকে না, ক্যাপাসিটান্সের মান দেওয়া থাকে ! আর দোকানীরা ক্যাপাসিটান্সের মান অনুযায়ী আনপোলারিষ্ট ক্যাপাসিটর দিতে পারে না, কারন তারা আনপোলারিষ্ট ক্যাপাসিটরের ক্যাপাসিটান্সের মান বোঝে না, তারা কোড বোঝে ! তাই আপনিও ক্যাপাসিটরের অভাবে ওই সার্কিটটি তৈরী করতে পারেন না ! যেমন আমি 2006 সালে একটি FM ট্রান্সমিটার তৈরী করতে চেয়েছিলাম কিন্তু এই ক্যাপাসিটরের অভাবে পারি নাই! কারন সার্কিটে যেই মানের ক্যাপাসিটর দেওয়া আছে সেই মান দোকানীরা বোঝে না ! অনেক কষ্ট করে আমি এই মান থেকে কোড বের করা শিখেছি, আর তারপর ওই মানের ক্যাপাসিটর রেডিও মেকারের দোকানে অনেকগুলো পেয়েছিলাম ! আর তখনি আমি FM ট্রান্সমিটার তৈরী করতে পেরেছিলাম ! যাই এবার আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপাসিটান্সের মান থেকে কোড বের করতে হয় !

  • প্রথমে ক্যাপাসিটান্সের মান যেই Value তেই দেওয়া থাক না কেন, আপনি PF Value তে বের করে নিবেন!
  • এবার PF Value তে যে মান পাবেন, তার প্রথম ও দ্বিতীয় সংখ্যা পাশাপাশি লিখবেন!
  • এবার তৃতীয় সংখ্যা থেকে যতগুলো শুন্য পাবেন তা হিসাবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মান যেখানে লিখাছেন তার পাশে লিখুন!

যেমন ধরুন, একটি ক্যাপাসিটরের মান দেওয়া আছে 100nF ! এর কোড বের করতে হলে 100nF কে pF করতে হবে! অর্থাত্‍ 100nF = 100000pF. প্রথম ও দ্বিতীয় সংখ্যাকে পাশাপাশি বসালে হবে 10 ! তৃতীয় সংখ্যা থেকে 4 টা শুন্য আছে তাই 10 এর পাশে 4 বসবে ! অর্থাত্‍ এই ক্যাপাসিটরের কোড হবে 104 ! 104 PF বলা যাবে না ! কারন এটি হল কোড !

চিত্র ও প্রতিক দেখুন!


একটু লক্ষ্য করুন,

  • 1nF = 1000PF,
  • 1µF = 1000000PF
  • সিরামিক ও মাইলার বা মাইকা ক্যাপাসিটরের কোড বের করতে হবে !
  • ক্যাপাসিটারের Value যদি pf এ দেওয়া থাকে তাহলে শুধু কোড বের করবেন! তবে ক্যাপাসিটারের Value যদি দুই সংখ্যার হয় তাহলে কোড বের করার দরকার নেই! যেমন 10pf এক্ষেত্রে এর কোড হবে 10

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি ইলেক্ট্রনিক্স এর তেমন কিছু বুঝিনা ,তবে শেখার খুব আগ্রহ।
আপনি যেভাবে টিউন করে যাচ্ছে ন তাতে তো দেখি আপনি আমাকে ইলেক্ট্রনিক্স শিখিয়েই ছাড়বেন।
আপনাকে অনেক ধন্যবাদ।

এফ এম ট্রান্সমিটার নিয়ে শিগ্রই একটা টিউন করার অনুরোধ রইল।

আমি ইলেক্ট্রনিক্স এর তেমন কিছু বুঝিনা ,তবে শেখার খুব আগ্রহ, আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

আপনি যা জানেন সব শেয়ার করেন। Electronics এ আমার আগ্রহের শেষ নেই। আমি Electronics এর নেশায় আসক্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ।চালিয়ে যান সাথে আছি।

ভাই আমি আপনার টিউন রেগুলার পড়ি……ভাই ক্যাপাসিটরের দাম কত?

@Mashfi sarwar: Bhai, ai tune a ami ciramic o mylar capcitor nia alochana kora c. Agulor dam beshi na. Khurcha vabe kinle, 1 the 2 taka nite pare. Agulo chara j sob capacitor achhe, eder dam value onujaie kom beshi hoy. Thanks

Level 0

vai capacitor er kaj holo filter kora.jodi dc current er modhe noise thake take tahole filter kora holo capacitor er mul kaj.charge dhore rakha holo tar boisisto.thanks

    @faridi: bhai, capacitor jodi charge dhore rakhte na pare tahole apni ki bhave filter er kaj korben. Jodi ac current hoi tahole apnar sutro khatbe na. R capacitorer kaj shudhu filter kora noi, tork bridhi kora, fricuancy tairi kora, kisu kisu khetre eti feedback er kaj o kore. Ei sob kaj se tokhoni korte parbe jokhon se charge dhore rakhte parbe. Tai ami er mean kaj ta likha c. Thanks

    @faridi: bhai apnar ai tottho shudhu polarist capacitorer khetre r8 hobe. Unpolarist capacitorer khethe eti r8 hobe na. Thanks