এটি খুব ছোট একটি সার্কিট যা তৈরী করা খুব সহজ! এই সার্কিটের মাধ্যমে আপনি হেড ফোনে সুন্দর কোয়ালিটির সাউন্ড শুনতে পারবেন! মাত্র একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই সার্কিটে ! এটি তিন ভোল্ট ব্যাটারীর মাধ্যমে চলে!
এটি তৈরীর জন্য আপনাকে কয়েকটি কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে!
এবার এই চিত্রের মত করে সংযোগ দিন!
আপনার সেট থেকে যেই লাইন হেড ফোনের স্পিকারে যাওয়ার কথা ছিল সেটি সার্কিটের ইনপুটে সংযোগ দিন, আর হেড ফোনের স্পিকারের সাথে সার্কিটের আউটপুটের অর্থাত্ যেখানে headphone সেখানে সংযোগ দিন! তবে হেড ফোনের বদলে ছোট রেডিও এর স্পিকারের সাথেও সংযোগ দিতে পারবেন!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আরো জানার জন্য নিমবাজ ফেসবুক ও ইয়াহু থেকে rubelttc দিয়ে আমাকে add দিন! সবাই ভালো থাকবেন!
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ভাই আপনি কি আমার একটা সমস্যার সমাধান করতে পারবেন ?
আমার স্পীকার (2:1 subwoofer) এ রেডিও ধরে। স্পীকার এর পাওয়ার অন থাকলেই রেডিও বাজতে থাকে। রেডিও এর ভলিউম অনেক কম, কিন্তু স্পষ্ট শোনা যায়। ফলে গান শুনতে বা মুভি দেখতে অনেক সমস্যা হয়। এটা গত ৬ – ৭ মাস ধরে হচ্ছে। আমি নেটে এ নিয়ে অনেক সার্চ করেছি, কিন্তু কোন সমাধান পাবেন। আমার মনে হয় আরও অনেকে এই সমস্যার সম্মুখীন হয়।
আপনি কোন সমাধান দিতে পারলে খুব উপকৃত হব।
😀 😀 😀