আমরা সবাই রেকটিফায়ার ডায়োড সম্পর্কে জানি! এটির দুই পাশে দুইটা টারমিনাল আছে! একটি অ্যানোড আরেকটি ক্যাথোড ! ডায়োডের দিকে লক্ষ্য করলে দেখবেন এর এক পাশে রূপালী বা সাদা কালারের মতো গোল দাগ দেওয়া আছে, আর আরেক পাশে কোন দাগ নাই পুরোটা কালো! যেই পাশে রূপালী বা সাদা কালারের গোল দাগ দেওয়া সেটি হচ্ছে ক্যাথোড ! আর যেই পাশে পুরোটা কালো সেটি হচ্ছে অ্যানোড ! আপনি যদি ক্যাথোডে পজেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে অ্যানোডে কোন ভোল্টেজ পাবেন না , আর যদি ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে অ্যানোডে ওই নেগেটিভ ভোল্টেজ পাবেন . অনুরূপভাবে, অ্যানোডে যদি নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে ক্যাথোডে কোন ভোল্টেজ পাবেন না! আর যদি অ্যানোডে পজেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে ক্যাথোডে ওই পজেটিভ ভোল্টেজ পাবেন ! অর্থাত্, যদি কোন সার্কিটে আপনি এটি সেট করেন তাহলে আপনাকে এটি সিরিজে সংযোগ দিতে হবে. এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ পাওয়ার জন্য. আর যদি পজেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে চান তাহলে অ্যানোডে প্রবেশ করাতে হবে! তাহলে ক্যাথোডে ওই পজেটিভ ভোল্টেজ পাবেন!
একটু লক্ষ্য রাখুন,
1.কিছু কিছু রেকটিফায়ার ডায়োডের গায়ের কালার কালো আর সাদা না থেকে অন্য কালারেরও থাকতে পারে! এই ক্ষেত্রে গোল দাগ দেওয়া অংশ হবে ক্যাথোড . অপরটি অ্যানোড.
2. কিছু কিছু রেকটিফায়ার ডায়োডের গায়ে কোন রকমের কালার নাও থাকতে পারে অথবা পুরো ডায়োড এক কালারের হতে পারে ! এর জন্য অ্যানোড ক্যাথোড বের করতে চাইলে এভো মিটার ব্যবহার করতে হবে ! এভো মিটারের সিলেক্টর সুইচ X10 এ রাখার পর ডায়োডের দুই প্রান্তে এভো মিটারের দুই লীড ধরতে হবে! মিটারের কাটা না নরলে লীড দুটো পরিবর্তন করে ধরতে হবে. মিটারের কাটা যখন নরবে তখন দেখতে হবে লাল লীড আর কালো লীড কোন কোন প্রান্তে ধরেছেন! যেই প্রান্তে লাল লীড ধরেছেন সেটি ক্যাথোড আর যেই প্রান্তে কালো লীড ধরেছেন সেট অ্যানোড সবাই ভালো থাকবেন!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
অনেক ধন্যবাদ, আপনার টিউনটি করার জন্য।