সবাই ভাল আছেন তো? মোবাইল দিয়া টিউন করতে খুব কষ্ট হয়, তাই একটু দেরি হয় টিউন করতে! এই জন্য আমি দুঃখিত! যাইহোক, এখন আপনিও পারবেন ফিউজ টিউব লাইট জ্বালাইতে ! উচ্চ ক্ষমতা সম্মন্ন ডিসি ভোল্টেজই পারে একটি দুর্বল বা ফিলামেন্টের এক সাইট কাটা এই ধরনের টিউব লাইট জ্বালাইতে ! আপনারা হয়তো অনেকেই জানেন, DIC নামের একটি সার্কিট দিয়া ডিসি ভোল্টেজ থেকে ফিউজ টিউব লাইট জ্বালাইতে !
আমি ওটা নিয়া আলোচনা করবো না! এসি বিদ্যুত্ দিয়ে কিভাবে নষ্ট টিউব লাইট জ্বালানো যায়, সেটা নিয়ে আলোচনা করবো! আগেই বলেছি, উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিসি ভোল্টেজৈ পারে নষ্ট টিউব লাইট জ্বালাইতে! তাই এসি ভোল্টেজকে ডিসিতে কনর্ভাট করতে হবে! এর জন্য আপনাকে চারটি রেকটিফায়ার ডায়োড সংগ্রহ করে ব্রিজ কানেকশন তৈরি কারতে হবে. এবার ব্লাস্ট বা চোক কয়েল, স্টাটার ও দুর্বল টিউব লাইট দিয়ে এই চিত্রের মতো সংযোগ দেন!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
সাবাই ভালো থাকবেন!
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
টিউন এর জন্য ধন্যবাদ। ভাই, ডিসি ৬ অথবা ১২ ভোল্ট দিয়ে ২০ বা ৪০ ওয়াটের টিউব লাইট জালানোর সহজ কোন সার্কিট নিয়ে একটি টিউন করলে উপকৃত হতাম।