সবাই ভালো আছেন তো? আজ ও আগামীকাল আমার টিটিসি বন্ধ আছে! এই দুই দিনে আমি আপনের কিছু মজার সার্কিট উপহার দিবো! ছোটবেলা থেকে ভাবতাম ট্রান্সফরমার এ এসি ভোল্টেজ ইন করে যদি ডিসি ভোল্টেজ পাওয়া যায় তাহলে ডিসি ভোল্টেজ ইন করে এসি ভোল্টেজ পাওয়া যাবে না কেন! যেই ভাবা সেই কাজ. একটা ট্রান্সফরমার সংগ্রহ করে ওর সেকেন্ডারী কয়েলে ডিসি ভোল্টেজ ইন করলাম প্রাইমারী কয়েলে এসি ভোল্টেজ পাওয়ার জন্য . কিন্তু ভোল্টেজ কোথায়? তখন বুঝিনি যে, এর জন্য কিছু ফিডব্যাক ভোল্টেজের প্রয়োজন, যা আইসি বা ট্রানজিস্টর থেকে পাওয়া যায়. কিন্তু এখন এটা বুঝতে শিখেছি. এখন আমি আপনাদে যে সার্কিট উপহার দেব এটি খুব ছোট এবং এর তুলনা নেই! এটি দিয়ে আপনার মোবাইলের চার্জার ব্যাবহার করে আপনি ব্যাটারী দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন. শুধু মোবাইল না আপনি আপনার টর্চ লাইটও চার্জ দিতে পারবেন! কারণ, এই সার্কিটের আউটপুট থেকে 220 ভোল্ট থেকে 350 ভোল্ট এসি ভোল্টজ বের হয়!
প্রথমে আপনাকে ট্রানজিস্টর 2 টিকে পাশাপাশি রাখতে হবে! এর পর 470 ওহোমের রেজিস্টরের 1 প্রান্ত ট্রানজিস্টেরর 1 নং পিনে এবং অপর প্রান্ত আরেক ট্রানজিস্টরের 2 নং পিনে সংযুক্ত করুন! আবার প্রথম ট্রানজিস্টরের 2য় পিনের সাথে আরেকটা রেজিস্টরের যেকোন এক প্রান্ত সংযুক্ত করুন এবং অন্য প্রান্ত অপর ট্রানজিস্টরের 1ম পিনে সংযুক্ত করুন. এখন 1ম ট্রানজিস্টরের 3য় পিনের সাথে অপর ট্রানজিস্টরের 3য় পিন সারাসরি সংযুক্ত করে দিন. এবার ট্রান্সফরমারের দিকে লক্ষ করুন, দেখুন এর এক পাশে 2 টা ও আরেক পাশে 3টা তার আছে! ট্রান্সফরমারের যেই পাশে 3টা তার আছে সেখান থেকে মাঝখানের তারে 8 ভোল্ট থেকে 12 ভোল্টের যেকোন লীড এসিড ব্যাটারীর পজেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে. আর বাকি 2 পাশের 2টা তার 2 ট্রানজিস্টরের 2 নং পিনে লাগাবেন! এক্ষেত্রে কোন উল্টাপাল্টা নাই! যেকোন ট্রানজিস্টরের 3য় পিনে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান! এখন ট্রান্সফরমারের অপর প্রান্তে যেই 2টা তার আছে ওই 2 তারে 2 পিন সকেট লাগান .
এখন ইনপুটে ভোল্টেজ প্রবেশ করান. কি কিছু শোনা যায় ? ট্রান্সফরমারের ভিতর থেকে একটা শব্দ. এখন 2 পিন সকেটে আপনার চার্জার লাগান. দেখুন আপনার মোবাইল চার্জ হইতেছে.
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
সবাই ভালো থাকবেন.
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
বাহ্ , চমৎকার টিউন!
রুবেল ভাই, কয়েকটা কথা বলি মনে কিছু নিয়েন না। 🙁
আপনার টিউনগুলি থেকে শেখার অনেক কিছু আছে কিন্তু আপনি টিউন যেভাবে সাজিয়েছেন তাতে অনেক পাঠক পড়তে আগ্রহী হবেন না। কেননা সব গুরুত্বপূর্ণ তথ্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টানা লিখেছেন যার ফলে আমরা যারা একটু কম বুঝি তাঁরা সহজে তথ্যগুলো আলাদা করে বুঝে নিতে পারব না কিংবা বুঝতে কষ্ট হবে।
সেকারণে আমি কিছু সাম্ভাব্য সমাধান দিলাম:
বিশ্লেষণ: এখানে আপনি পয়েন্ট আকারে কিছু বোঝাতে চেয়েছেন কিন্তু এভাবে লিখলে আলাদা করা কষ্টকর। 🙁
সমাধান: এখানে আপনি বুলেট ইন বা পয়েন্টাকারে সাজানোর জন্য বুলেট ব্যবহার করতে পারেন, পোস্ট লেখার সময় অ্যালাইনমেন্টের আশেপাশেই অপশনটি পাবেন।
বিশ্লেষণ: এখানে আপনি কার্যপদ্ধতিগুলো বর্ণনা করছেন, কিন্তু লেখার ভিতরে এভাবে দিলে বোঝা সত্যিই কষ্টকর।
সমাধান: আপনি এখানে ‘পদ্ধতি/ প্রক্রিয়া/ কার্যপদ্ধতি… ‘ইত্যাদি যেকোন একটি হেডলাইন কিংবা ট্যাগলাইন ব্যবহার করে পদ্ধতিগুলো বুলেট ব্যবহার করে পয়েন্টাকারে লিখতে পারতেন। হেডিং দিতে Heading 2 ব্যবহার করতে পারেন; সাধারণত Paragraph ডিফল্টে থাকে। যে বাক্যকে হেডিং এর আওতায় আনতে চান সেই বাক্যের যেকোন স্থানে কার্সর বসিয়ে Heading 2 সিলেক্ট করলেই হবে।
টিউন চমৎকার করার জন্য এই টিউন দেখুন ।
বিশ্লেষণ: যেহেতু আপনি ইলেট্রনিক্সের উপর টিউন করছেন তাই আপনার সবসময়ই সার্কিট আঁকা লাগতে পারে। আর এই কাজটি সহজভাবে করার জন্য সফটওয়্যার ব্যবহার করা উত্তম।
সমাধান: সার্কিট ড্র এর জন্য অনেক সফটওয়্যার আছে। এখানে অনেক ফ্রি- সার্কিট ড্রয়িং সফটওয়্যার এর লিস্ট এবং ডাউনলোড লিঙ্ক পাবেন। [Free Circuit Design/Simulation Tools ট্যাবের নিচে]
যাই হোক, অনেক বকবক করলাম। আশা করি কিছু মনে করেননি । কিভাবে আপনার গ্র্যাভাটার সেট করবেন তা দেখতে এই টিউনটি দেখুন।
সামনের টিউনগুলো অনেক আকর্ষণীয় এবং এইরকম তথ্যবহুল হোক সেই শুভকামনা থাকল। অসংখ্য ধন্যবাদ। 🙂 😀