আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-০২] :: ব্যাটারী দিয়ে আপনার মোবাইল চার্জ দিন তাও আবার আপনার অরজিনাল মোবাইলের চার্জার ব্যাবহার করে!

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই ভালো আছেন তো? আজ ও আগামীকাল আমার টিটিসি বন্ধ আছে! এই দুই দিনে আমি আপনের কিছু মজার সার্কিট উপহার দিবো! ছোটবেলা থেকে ভাবতাম ট্রান্সফরমার এ এসি ভোল্টেজ ইন করে যদি ডিসি ভোল্টেজ পাওয়া যায় তাহলে ডিসি ভোল্টেজ ইন করে এসি ভোল্টেজ পাওয়া যাবে না কেন! যেই ভাবা সেই কাজ. একটা ট্রান্সফরমার সংগ্রহ করে ওর সেকেন্ডারী কয়েলে ডিসি ভোল্টেজ ইন করলাম প্রাইমারী কয়েলে এসি ভোল্টেজ পাওয়ার জন্য . কিন্তু ভোল্টেজ কোথায়? তখন বুঝিনি যে, এর জন্য কিছু ফিডব্যাক ভোল্টেজের প্রয়োজন, যা আইসি বা ট্রানজিস্টর থেকে পাওয়া যায়. কিন্তু এখন এটা বুঝতে শিখেছি. এখন আমি আপনাদে যে সার্কিট উপহার দেব এটি খুব ছোট এবং এর তুলনা নেই! এটি দিয়ে আপনার মোবাইলের চার্জার ব্যাবহার করে আপনি ব্যাটারী দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন. শুধু মোবাইল না আপনি আপনার টর্চ লাইটও চার্জ দিতে পারবেন! কারণ, এই সার্কিটের আউটপুট থেকে 220 ভোল্ট থেকে 350 ভোল্ট এসি ভোল্টজ বের হয়!

এর জন্য আপনাকে কয়েকটি কম্পোনেন্ট ব্যাবহার করতে হবে

  • 1. D880 এই মানের ট্রানজিস্টর 2 টি,
  • 2. 470 ওহোম এর রেজিস্টর 2 টি,
  • 3. একটি 9V-0-9V অথবা 12V-0-12V ভোল্টের ট্রান্সফরমার. একটা 2 পিন ছকেট. D880 ট্রানজিস্টেরের 3 টা পিন আছে! 1. বেজ 2. কালেক্টর 3. এমিটর !

প্রথমে আপনাকে ট্রানজিস্টর 2 টিকে পাশাপাশি রাখতে হবে! এর পর 470 ওহোমের রেজিস্টরের 1 প্রান্ত ট্রানজিস্টেরর 1 নং পিনে এবং অপর প্রান্ত আরেক ট্রানজিস্টরের 2 নং পিনে সংযুক্ত করুন! আবার প্রথম ট্রানজিস্টরের 2য় পিনের সাথে আরেকটা রেজিস্টরের যেকোন এক প্রান্ত সংযুক্ত করুন এবং অন্য প্রান্ত অপর ট্রানজিস্টরের 1ম পিনে সংযুক্ত করুন. এখন 1ম ট্রানজিস্টরের 3য় পিনের সাথে অপর ট্রানজিস্টরের 3য় পিন সারাসরি সংযুক্ত করে দিন. এবার ট্রান্সফরমারের দিকে লক্ষ করুন, দেখুন এর এক পাশে 2 টা ও আরেক পাশে 3টা তার আছে! ট্রান্সফরমারের যেই পাশে 3টা তার আছে সেখান থেকে মাঝখানের তারে 8 ভোল্ট থেকে 12 ভোল্টের যেকোন লীড এসিড ব্যাটারীর পজেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে. আর বাকি 2 পাশের 2টা তার 2 ট্রানজিস্টরের 2 নং পিনে লাগাবেন! এক্ষেত্রে কোন উল্টাপাল্টা নাই! যেকোন ট্রানজিস্টরের 3য় পিনে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান! এখন ট্রান্সফরমারের অপর প্রান্তে যেই 2টা তার আছে ওই 2 তারে 2 পিন সকেট লাগান .

এখন ইনপুটে ভোল্টেজ প্রবেশ করান. কি কিছু শোনা যায় ? ট্রান্সফরমারের ভিতর থেকে একটা শব্দ. এখন 2 পিন সকেটে আপনার চার্জার লাগান. দেখুন আপনার মোবাইল চার্জ হইতেছে.

কিছু বিষয় লক্ষ্য রাখুন

  • 1. ট্রানজিস্টর 2 টি তে আলাদা আলাদা হিটসিল্ক ব্যাবহার করবেন!
  • 2. সার্কিটের কাজ পুরাপুরি না হলে ভোল্টেজ প্রবেশ করাবেন না .
  • 3. ভোল্টেজ থাকা অবস্থায় আউটপুটের তারে হাত দিবেন না! এতে করে শক খাবেন.
  • 4. 1টা বা 2টার বেশি চার্জার ব্যাবহার করবেন না.
  • 5. কোয়াটার রেজিস্টর ব্যাবহার করবেন না. হাফ অথবা ফুল ওয়াটের রেজিস্টর ব্যাবহার করবেন .

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

সবাই ভালো থাকবেন.

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ্‌ , চমৎকার টিউন! :mrgreen:

রুবেল ভাই, কয়েকটা কথা বলি মনে কিছু নিয়েন না। 🙁
আপনার টিউনগুলি থেকে শেখার অনেক কিছু আছে কিন্তু আপনি টিউন যেভাবে সাজিয়েছেন তাতে অনেক পাঠক পড়তে আগ্রহী হবেন না। কেননা সব গুরুত্বপূর্ণ তথ্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টানা লিখেছেন যার ফলে আমরা যারা একটু কম বুঝি তাঁরা সহজে তথ্যগুলো আলাদা করে বুঝে নিতে পারব না কিংবা বুঝতে কষ্ট হবে।

সেকারণে আমি কিছু সাম্ভাব্য সমাধান দিলাম:

১। 1. D880 এই মানের ট্রানজিস্টর 2 টি, 2. 470 ওহোম এর রেজিস্টর 2 টি, 3. একটি 9V-0-9V অথবা 12V-0-12V ভোল্টের ট্রান্সফরমার……

বিশ্লেষণ: এখানে আপনি পয়েন্ট আকারে কিছু বোঝাতে চেয়েছেন কিন্তু এভাবে লিখলে আলাদা করা কষ্টকর। 🙁
সমাধান: এখানে আপনি বুলেট ইন বা পয়েন্টাকারে সাজানোর জন্য বুলেট ব্যবহার করতে পারেন, পোস্ট লেখার সময় অ্যালাইনমেন্টের আশেপাশেই অপশনটি পাবেন।

২। প্রথমে আপনাকে ট্রানজিস্টর 2 টিকে পাশাপাশি রাখতে হবে! এর পর 470 ওহোমের রেজিস্টরের 1 প্রান্ত ট্রানজিস্টেরর 1 নং পিনে এবং অপর প্রান্ত আরেক…………

বিশ্লেষণ: এখানে আপনি কার্যপদ্ধতিগুলো বর্ণনা করছেন, কিন্তু লেখার ভিতরে এভাবে দিলে বোঝা সত্যিই কষ্টকর।
সমাধান: আপনি এখানে ‘পদ্ধতি/ প্রক্রিয়া/ কার্যপদ্ধতি… ‘ইত্যাদি যেকোন একটি হেডলাইন কিংবা ট্যাগলাইন ব্যবহার করে পদ্ধতিগুলো বুলেট ব্যবহার করে পয়েন্টাকারে লিখতে পারতেন। হেডিং দিতে Heading 2 ব্যবহার করতে পারেন; সাধারণত Paragraph ডিফল্টে থাকে। যে বাক্যকে হেডিং এর আওতায় আনতে চান সেই বাক্যের যেকোন স্থানে কার্সর বসিয়ে Heading 2 সিলেক্ট করলেই হবে।
টিউন চমৎকার করার জন্য এই টিউন দেখুন

৩। আপনার ছবির সার্কিট পরিষ্কার বোঝা যাচ্ছে না

বিশ্লেষণ: যেহেতু আপনি ইলেট্রনিক্সের উপর টিউন করছেন তাই আপনার সবসময়ই সার্কিট আঁকা লাগতে পারে। আর এই কাজটি সহজভাবে করার জন্য সফটওয়্যার ব্যবহার করা উত্তম।
সমাধান: সার্কিট ড্র এর জন্য অনেক সফটওয়্যার আছে। এখানে অনেক ফ্রি- সার্কিট ড্রয়িং সফটওয়্যার এর লিস্ট এবং ডাউনলোড লিঙ্ক পাবেন। [Free Circuit Design/Simulation Tools ট্যাবের নিচে]

যাই হোক, অনেক বকবক করলাম। আশা করি কিছু মনে করেননি । কিভাবে আপনার গ্র্যাভাটার সেট করবেন তা দেখতে এই টিউনটি দেখুন।
সামনের টিউনগুলো অনেক আকর্ষণীয় এবং এইরকম তথ্যবহুল হোক সেই শুভকামনা থাকল। অসংখ্য ধন্যবাদ। 🙂 😀

vai newfighter rajje, amar 1st tune a bole c j amar pc nai. Ami mobile dia tune kori. Tai oisab tab use karte pari na. Thanks comment korar janno.

    @রুবেল টিটিসি: ভাই, আপনার ১ম টিউন আমি দেখিনি বলে দুঃখিত। 😥
    এত পরিশ্রম করে টিউন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর, কারও কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য যদি সম্ভব হয় তাহলে ‘Reply’ এ ক্লিক করে আপনার কথাগুলো লিখবেন।
    নৈলে সে তাঁর কমেন্টের উত্তর মেইল এ পাবেন না।
    ভাল থাকুন। 🙂

Reaply: vai phone a phone a reaply option pai na. Thanks.

আমি অনেকদিন থকে বাজারে এই জিনিষটা খুজছিলাম! কিন্তু কোথাও পাচ্ছিনা। আমার এক বন্ধুর কাছে আছে দুইব্যাটারী চালিত চার্জার। আপনি দয়া করে সার্কিটটি পরিষ্কার করে দিন। আর টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। 😀

ভাই, আমার বাড়িতে সোলার ব্যটারি। কিন্তু আমার ল্যাপটপ চালাতে পারিনা । কীভাবে আমি আমার ল্যাপটপ সোলার ব্যাটারি দিয়ে চালাতে পারব, দয়া করে সাহায্য করবেণ।

KHUB KOSTO HOBE BUJHTE.

পিডিএফ সংস্করণ ডাউনলোড করুন নিচের লিংক থেকে।

রুবেল vai ami electronics a new.tai ami jante cai input-a koto volt battery use korte parbo..

Level 0

রুবেল ভাই যদি ১২ volt এর bettery use করি তাইলে কতো AC volt পাব। kindly জানাবেন

Level 0

vai shob kisui korlam and out port a ac volt o pelam . kintu vai ac volt ashei chole jacche . thakche na . ki korbo ?

Level 0

ভাই, multimeter দিয়ে battery check করে কিভাবে? যেমন battery কতটা ভাল আছে, internal resistence কত, কত A current supply করতে পারবে ?

Level 0

mobile এর battery আর ১৫০Ahr led acid battery সর্বচ্চ কতো amp এ charge দেয়া যাবে?

    @Phenix: bhai mobile er bettary 150Ah thake na. Jodi thake tahole 150mAh thakbe. Mane, micro ampear hour. Leb acid bettary te koto ampear hobe ati nirvor korbe oti koto plate er tairi tar opor.

@Phenix: bhai Avo miter e dcv er 10, 50, 250 o 1000 ei skel gulo deowa ase. Bettary er volt jodi 1 thake 10 er moddhe hoi tahole 10 e r 11 thake 50 er moddhe hoi tahole 50 e select korte hobe and miter e eder skel deowar ase agulo follow korte hobe.

Level New

ভাই, এটি দিয়ে কি ১৪ ওয়াটের এনার্জী বাল্ব চলবে কি না ? প্লিজ জানাবেন ইমেইলে [email protected]

সব কিছু করলাম আইটপুট পেলাম না ।আমি ট্রান্সফরমার টি 9v, 1amp এর ব্যাবহার করেছি । এবং ইনপুট দিয়েছি 6v । এতে কি হবে?

    @REBEL CRAPIEO: bro sob r8 thakle out put asbei. Tobe hoito tester jolbe na. Apni 12v dia chake korun. Kaj hole kom volt diben. R jodi na hoi tahole connection a hoito vul koresen or d880 kharap. Thanks

Level 0

ভাই ১২ volt এর bettery use করি তাইলে কতো AC volt পাব। kindly জানাবেন

vai etar input e koto volt dite hobe????

Level New

রুবেল ভাই, আমার একটা automatic charger circuit লাগবে ৷ অর্থাৎ, চার্জ ফুল হলে ব্যাটারি আর চার্জ নিবে না ৷ আবার চার্জের প্রয়োজন হলে automatic চার্জ নিবে ৷ এটা কিভাবে বানাবো বা কোথাও কিনতে পাওয়া যাবে কিনা ৷ জানালে খুবই উপকৃত হতাম ৷ Email: [email protected]