মাইক্রোকন্ট্রোলার এর লোডার বিষয়ে সাহায্য চাই।

টেকটিউন্স এর ভাইয়াদের কাছে আবারো হাত পাতলাম । আবারো সাহায্য চাই ।

সম্প্রতি একটা নতুন প্রোগ্রাম লোডার কিনেছি। আগে ql prog লোডার টা ব্যবহার করতাম। কিন্তু ওটা universal ছিল না। শুধুমাত্র pic তে লোড করা যেত। কিন্তু আমাদের atmel নিয়েও কাজ করার প্রয়োজন হয়। তাই top 2005+ মডেল টা কিনি। কিন্তু এটার ব্যবহার পারিনা। একবার চেষ্টা করেছি কিন্তু কাজ করছেনা। আমরা মূলতঃ কাজ করি pic16f72, pic16f73, pic16f877a, atmega8, at89c51 microcontroller গুলো দিয়ে।

top 2005+ লোডার টার সাথে যে software টা দিয়েছে সেটা হচ্ছে topwin. এটা আবার windows7 এ install হচ্ছেনা। xp তে install করতে হচ্ছে। কেউ কি এটা নিয়ে কাজ করেছেন বা এটার ব্যবহার জানেন? দয়া করে সাহায্য করুন। কিভাবে এটা ব্যবহার করে প্রোগ্রাম লোড করতে হয়। কোনো ধরণের link থাকলে দয়া করে জানান।

 

Level 0

আমি nishachor_engineer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার কি ধরনের সমস্যা হচ্ছে?
আর আপনার টপ উইন এর ভার্সন কত?

    @জন: ধন্যবাদ ভাইয়া । আপনার সাথে যোগাযোগ করব ।

Level 0

আমার টা Topwin v6.33
Win 7 e এ কোন সমস্যা ছারাই ব্যাবহার করছি।
বিস্তারিত যান্তে ইয়াহু মেসেঞ্জার এ নক করতে পারেন [email protected]

    @জন: আমাদের topwin ভার্সন টা পুরোনো তাই windows7 এ install হয় না। এখন topwin 6.3 ডাউনলোড করেছি। আশা করি install করতে আর সমস্যা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে প্রোগ্রাম টা লোড করতে।
    কিভাবে লোড করতে হয় ঠিক জানিনা। একবার লোড করেছিলাম। just লোড এ গিয়ে .hex file টা লোড করেছি। তারপর select chip এ গিয়ে pic16f72 select করে দিয়েছি। লোড যে হয়েছে এটা দেখালো।
    কিন্তু প্রোগ্রাম অনুসারে কাজ করেনি। কয়েকটা মাইক্রোকন্ট্রোলার এ লোড করে দেখেছি। কিন্তু কোনোটাতেই কাজ করেনি। মাইক্রোকন্ট্রোলার ঠিক ছিল এটা মোটামুটি নিশ্চিত।

    আপনি কি একটু বলবেন কিভাবে লোড করতে হয়। কিংবা আমাদের কোথাও ভুল হলে শুধরে দিন দয়া করে। আপনি জানান। যদি তাতেও কাজ না হয় তবে ইয়াহু id তে যোগাযোগ করব আপনার সাথে। ধন্যবাদ।

Level 0

what’s the price of the loader and where could I buy it/

    @Mesbah: লোডারের দাম ৬০০০ টাকা । এটা ঢাকার পাটুয়াটুলির telecom speres নামে দোকান থেকে কিনেছি । দেরি হওয়ার জন্য দুঃখিত ।

program load korar somoy kisu option configure korte hoy….apni jodi program ar option gulo picture ar madhome dekhaten taile hoyto help korte partam…anyway…apnar programmer ar price koto niase?

6000 tk nise vaia….

কিশর ভাইয়া… আপনার ফোন নাম্বার টা কি দিতে পারবেন দয়া করে? [email protected] এইটা হচ্ছে আমার email address…আমাকে mail করে পাঠাতে পারেন যদি চান। আমি আপনাকে ফোন করব।

Level 0

vai apni chaile amar sathe kotha bolte paren. ami er sohoj 1ta soloution dite pari.mon hoi eta apnar kaze lagbe…..amar phone num—-01557607339

Level 0

problem a porle jogajog korte paren.obosshoi name ta likhben.email——[email protected] othoba amar blog aghure ashte paren.akhane agami koyek diner moddhe programmer somporke details jante parben.amar blog address——http://electronicscircuitsworld.blogspot.com