আমি AIUB এর EEE এর একজন ছাত্র গতো semester এ আমি DLD (digital logic design) এর সাথে পরিচিত হই আর এই subject টা আমার করা সব গুলো departmental subject এর চেয়ে অনেক বেশি মজার মনে হয়েছে ।
তা এখন সরসসরি চলে যাই মুল বিষয়ে
Digital logic এমন একটা বিষয় সুধু মাত্র binary digit(0&1) নিয়ে কাজ করে, binary তে ১টি সংখ্যা কে ১টি bit বলে, bit এর মান 0 কিম্বা 1 হতে পারে, 0 তে low & 1 এ high voltage নির্দেশ করে । এখানে কিছু logic function নিয়া কাজ করা হয় আজ আপনাদের কিছু Basic Logic Functions নিয়া আলোচনা করব । Logic gulo বুঝার জন্য চিত্রের সাথে মিলিয়া পরলে সহজেই বুঝা যাবে ।
Basic Logic Functions
AND Function এমন ১টি Function যা গুনের কাজ করে, তার মানে যখন সব গুলো ইনপুট high হবে বা 1 হবে তখনই আউটপুট high বা 1 হবে । A*B=X এখানে A&B ইনপুট X আউটপুট ।
OR Function এমন ১টি Function যা যোগের কাজ করে এখানে যেকনো ১টি ইনপুট high হলেই আউটপুট এ high বা 1 পাওয়া যাবে । A+B=X এখানে A&B ইনপুট X আউটপুট ।
NOT Function এমন ১টি Function যা inverter এর মত কাজ করে এখানে ইনপুট এ যাই দেওয়া হোক না কেন তার oposit অউটপুট পাওয়া যায় । ইনপুট এ 0 দিলে অউটপুট এ 1 পাওয়া যায় ইনপুট এ 1 দিলে অউটপুট এ 0 পাওয়া যায় ।
NAND Function এমন ১টি Function যা AND&NOT Function ২টি মিলে ১টি Function যা ইনপুট গুলোকে গুন করে তারপর তাকে invert করে অউটপুট এ দেখায় ।
NOR Function এমন ১টি Function যা OR&NOT Function ২টি মিলে ১টি Function যা ইনপুট গুলোকে যোগ করে তারপর তাকে invert করে অউটপুট এ দেখায় ।
XOR এমন ১টি Function যা ২টি বিপরিত ইনপুট পেলেই অউটপুট এ high কিম্বা 1 দেখায়, কিন্তু ইনপুট একই হলে অউটপুট এ low কিম্বা 0 দেখাবে ।
XNOR এমন ১টি Function যা ২টি বিপরিত ইনপুট পেলেই অউটপুট এ low কিম্বা 0 দেখাবে, কিন্তু ইনপুট একই হলে অউটপুট এ high কিম্বা 1 দেখায় ।
জানিনা কতটুকু বুঝাতে পেরেছি তবে যথা সম্ভব চেষ্টা করেছি বুঝাবার ভুল ত্রুটি থাকলে তা ধরিয়া দিবেন, কোন বিষয় বুজতে অসুবিধা হলে জানাবেন, আর বানানের কিছু ভুল থাকতে পারে কারন আমি ভাল বাংলা লেখতে পারি না এই ব্যপার টা ক্ষমার চোখে দেখবেন
আজ় এই পর্যন্ত আমার লেখায় কেউ সামান্য তম উপক্রিত হলে আমি সামনে এই বিষয় নিয়া আর লেখার চেষ্টা করবো ।
আমি রোমিও নাহিদ (AIUB EEE)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন রোমিও মানুষ তার উপর ইলেক্ট্রিকাল এডিক্টেড............
ভালো post .