Digital ইলেক্ট্রনিক্স

আমি AIUB  এর EEE এর একজন ছাত্র গতো semester  এ আমি DLD (digital logic design) এর সাথে পরিচিত হই আর এই subject  টা আমার করা সব গুলো departmental subject এর চেয়ে অনেক বেশি মজার মনে হয়েছে ।

 

তা এখন সরসসরি চলে যাই মুল বিষয়ে

Digital logic  এমন একটা বিষয় সুধু মাত্র binary digit(0&1) নিয়ে কাজ করে, binary তে ১টি সংখ্যা কে ১টি bit  বলে, bit এর মান 0 কিম্বা 1 হতে পারে, 0 তে low & 1 এ high voltage নির্দেশ করে । এখানে কিছু logic function নিয়া কাজ করা হয় আজ আপনাদের কিছু Basic Logic Functions নিয়া আলোচনা করব । Logic gulo বুঝার জন্য চিত্রের সাথে মিলিয়া পরলে সহজেই বুঝা যাবে ।

 

Basic Logic Functions

AND Function এমন ১টি Function যা গুনের কাজ করে, তার মানে যখন সব গুলো ইনপুট high হবে বা 1 হবে তখনই আউটপুট high বা 1 হবে । A*B=X এখানে A&B ইনপুট X আউটপুট ।

OR Function এমন ১টি Function যা যোগের কাজ করে এখানে যেকনো ১টি ইনপুট high হলেই আউটপুট এ high বা 1 পাওয়া যাবে । A+B=X এখানে A&B ইনপুট X আউটপুট ।

NOT Function এমন ১টি Function যা inverter এর মত কাজ করে এখানে ইনপুট এ যাই দেওয়া হোক না কেন তার oposit  অউটপুট পাওয়া যায় । ইনপুট এ 0 দিলে অউটপুট এ 1 পাওয়া যায় ইনপুট এ 1 দিলে অউটপুট এ 0 পাওয়া যায় ।

NAND Function এমন ১টি Function যা AND&NOT Function ২টি মিলে ১টি Function যা ইনপুট গুলোকে গুন করে তারপর তাকে invert করে অউটপুট এ দেখায় ।

NOR Function এমন ১টি Function যা OR&NOT Function ২টি মিলে ১টি Function যা ইনপুট গুলোকে যোগ করে তারপর তাকে invert করে অউটপুট এ দেখায় ।

XOR এমন ১টি Function যা ২টি বিপরিত ইনপুট পেলেই অউটপুট এ high কিম্বা 1 দেখায়, কিন্তু ইনপুট একই হলে অউটপুট এ low কিম্বা 0  দেখাবে ।

XNOR এমন ১টি Function যা ২টি বিপরিত ইনপুট পেলেই অউটপুট এ low কিম্বা 0  দেখাবে, কিন্তু ইনপুট একই হলে অউটপুট এ high কিম্বা 1 দেখায়  ।

জানিনা কতটুকু বুঝাতে পেরেছি তবে যথা সম্ভব চেষ্টা করেছি বুঝাবার ভুল ত্রুটি থাকলে তা ধরিয়া দিবেন, কোন বিষয় বুজতে অসুবিধা হলে জানাবেন, আর বানানের কিছু ভুল থাকতে পারে কারন আমি ভাল বাংলা লেখতে পারি না এই ব্যপার টা ক্ষমার চোখে দেখবেন

আজ় এই পর্যন্ত আমার লেখায় কেউ সামান্য তম উপক্রিত হলে আমি সামনে এই বিষয় নিয়া আর লেখার চেষ্টা করবো ।

 

 

 

Level 0

আমি রোমিও নাহিদ (AIUB EEE)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন রোমিও মানুষ তার উপর ইলেক্ট্রিকাল এডিক্টেড............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো post .

Level 0

vai khub upokrito hoilam.. onek thnx 😀
aro lekha chai 🙂

Level 0

অনেক মজা পেলাম.. পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম.. ধন্যবাদ..

উতসাহিত করার জন্য ধন্নবাদ…………………………… আর একটা খুশির খবর মাত্র gred দেখলাম ৯৭ পাইছি dld তে final term এ……………………………………

Level 0

@romio nahid ভাই DLD তে তোমার কোন Faculty ছিল ?? নাদিয়া নওশিন ??

Level 0

এগিয়ে যাও …EEE র ছাত্রদের আরও বেশি Tune করা দরকার ।

নাহ পরছিল rakhi roy ………………………… যা বুজার নিজেই বুজতে হইছে । @di u aiub eee??? kon semi???

Level 0

Ami CSE-er student. Amaro Rakhi Roy porsilo DLD te 🙁 🙁

দোস্ত পুরাই উরা ধুরা পোস্ট।

AIUB এর CGPA Calculator লাগবে ?
ডাউনলোডান >>

http://www.mediafire.com/?y303ytjf2b6wrju

🙂

    @নামনাই:
    বুজলাম না ভাই আইতা কি দিলা???

      @romio nahid:
      C তে লেখা AIUB এর CGPA Calculator.

      CGPA হিসাব করার দরকার হলে এটা Use করা জেতে পারে।

EEE এর ছাত্ররা তোমরা এগিয়ে যাও । এই ইলেক্ট্রনিক্স বিভাগ টিউন দিয়া ভরে দাও । শুভকামনা রইল।
এখন থেকে কেও বলতে পারবে না যে ইলেক্ট্রনিক্স বিভাগ টিউন শূন্য

    @মিথুন:
    হা সবারই উচিত যে যা পারে শেয়ার করা………………………।।

আমার ইচ্ছা EEE অথবা CSE তে পড়ার…..মাঝে মাঝে ২টাই পড়তে ইচ্ছা করে :-P…..ইন্টার দিয়া দেখা যাবে…..
ফাটাফাটি টিউন হইছে ভাই…..প্লিজ এরকম টিউন রেগুলার করবেন….

    @Mashfi sarwar: সময় হয়ে উঠে না আর বাংলা লিক্তে পারি না তেমন অঙ্ক কস্তে লিখা লাগে তাও try করব…………………………।উতসাহিত করার জন্য ধন্নবাদ………………

দারুন সব টিউন নিয়ে আসো। সবার উপকারে আসবে

    @সাইফুর রহমান রনি: হা ভাই ইচছা আছে bt সময়ের অভাবে র বাংলা type এর ভয়ে করা হয়ে উঠে না, তবে try করি লেখার……………………

Level 0

মজা পেলাম তোমার লেখা পরে।আমি এই সেমিস্টার এ নিছি। দেখা যাক কি পাই। তবে মজার আর আল রেডি projectও চাইসে faculty (akram sir)…and nice tune be continue man ..we r proud of u..

    t@newton_01: thanx man……………. সুধু আমি লেখলেই হবে না সবাই কে এগিয়া আসতে হবে

Level 0

problem a porle jogajog korte paren.obosshoi name ta likhben.email——[email protected] othoba amar blog aghure ashte paren.akhane agami koyek diner moddhe programmer somporke details jante parben.amar blog address——http://electronicscircuitsworld.blogspot.com