PNP & NPN transistor চেনার উপায়

PNP & NPN transistor চেনার উপায়………………………

এটি আমার প্রথম লেখা জানিনা কেমন হবে তবে আসা করি আপনাদের কিছুটা হলেও বুঝাতে পারব । আমি AIUB  এর EEE এর একজন ছাত্র, আজ আমি PNP & NPN transistor চেনার উপায় এবং কিভাবে E,C,B বের করা যায় তা সম্পরকে কিছু জানাব হয়ত অনেকেই ভাবতে পারেন এর জন্য তো data sheet দেখলেই হয় কিন্তু আমি আমি ১টা প্রজেক্ট এর কাজ করতে গিয়া BC107; BC108; BC109 এই রকম কিছু transistor ব্যবহার করতে গিয়া data sheet দেখে বুজতে পারছিলাম না তাই প্রক্রিয়া তা শিখে সবার সাথে শেয়ার করতে আসলাম………………...

1st step transistor এর ১টা পিন কমন ধরে তাতে DMM এর ১ প্রান্ত ধরে ওপর প্রান্ত বাকি ২ পিন এ পরজায়ক্রমে ধরে দেখতে হবে রিডিং একই আচরন করে কিনা, মানে যখন রিডিং দেখাবে তখন অপর ২টি পিন এই দেখাবে না দেখালে কোনটি তেই না এমন combination বের করতে হবে । Fig 1a & 1b দেখে সহজেই বুজা যায় base  প্রান্তে মিটার এর লাল প্রান্ত & অপর ২টি তে পরযায়ক্রমে কাল প্রান্ত ধরলে রিডিং পাওয়া যাবে & মিটার উলটা করে ধরলে কোন রিডিং পাওয়া যাবে না(npn এর জন্য)। আর কাজ গুলো করতে হবে DMM(digital multi meter) দিয়া diode  মাপার reng দিয়া, এতে করে আমরা base পিন টি খুজে পাব সেটা কমন পিন টি ।

2nd step এখন base পিন & অপর  pin ২টির যেইটার রোধΩ এর মান বেশি হবে ওই pin টি হবে emitter আর অপর পিন টি collector ।

Fig 1a&1b থেকে দেখা যায় B&C এর তুলনায় B&E এর মাঝের রোধ Ω এর মান বেশী ।

3rd step এখন আমরা জানতে  চাই এটা pnp or npn এটা বুজার জন্য্ দেখব যখন base  এ dmm এর লাল প্রান্ত (+p) প্রান্ত ধরে অপর প্রান্ত ২টি তে পরযায়ক্রমে কাল প্রান্ত (–n) ধরে রিডিং পাব তখন বুজতে হবে ১টা p ২টা n মানে এটি NPN.

Fig 1b তে দেখা যায় base  এ dmm এর লাল প্রান্ত (+p) প্রান্ত ধরে অপর প্রান্ত ২টি তে পরযায়ক্রমে কাল প্রান্ত (–n) ধরে রিডিং পাই মানে এটি NPN ।

আবার যখন base এ dmm  এর কাল প্রান্ত (–n) ধরে অপর ২ প্রান্তে পরযায়ক্রমে লাল প্রান্ত (+p) ধরে রিডিং পাব তখন বুজতে হবে ১টা n ২টা p মানে এটি PNP. আমরা fig1c তে দেখতে পাই base এ dmm  এর কাল প্রান্ত (–n) ধরে অপর ২ প্রান্তে পরযায়ক্রমে লাল প্রান্ত (+p) ধরে রিডিং পাওয়া যায় মানে এটি PNP.

জানিনা কতটুকু বুঝাতে পেরেছি তবে ১ম লেখা হিসেবে যথা সম্ভব চেষ্টা করেছি বুঝাবার ভুল ত্রুটি থাকলে তা ধরিয়া দিবেন, কোন বিষয় বুজতে অসুবিধা হলে জানাবেন, আর বানানের কিছু ভুল থাকতে পারে কারন আমি ভাল বাংলা লেখতে পারি না এই ব্যপার টা ক্ষমার চোখে দেখবেন ।

Level 0

আমি রোমিও নাহিদ (AIUB EEE)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন রোমিও মানুষ তার উপর ইলেক্ট্রিকাল এডিক্টেড............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Fig 1a কি? এটা কি NPN না PNP? এখানে দুটোর রোধΩ সমান..

যেহেতু ২টা লাল p+ E&C তে & কাল টা B তে joined কিন্তু কন রেডিং নাই so এটা NPN মানে যখন ২টা কাল E&C তে ধরলে রিডিং পাওয়া যাবে মুলত রিডিং পাওয়ার বুজতে হবে NPN or PNP

Level 0

vary good…!

এত দিন পর বুঝলাম রে সার্কিট কারে কয়!!!কলেজে পড়ছিলাম।মাটি চাপা পইরা গেছেরে দোস্ত।তোর পোস্টের লিগা ধইন্না

thanx………… @buluskay……
@বাপ্পা তরেও ধইন্না

উপকারি পোস্ট