সহজেই IC ,Transistor সহ যেকোনো সেমিকন্ডাক্টর ডিভাইস এর নাম্বার দেখে জেনে নিন এর ব্যবহার

আসসালামুয়ালাইকুম, সকল ইলেক্ট্রনিক্স প্রেমী ও টিটির বন্ধুদের প্রিতি ও শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। অনেক দিন যাবত অনেকই মেইল ও মতামত জানাচ্ছে যে ইলেক্ট্রনিক্স এর বেসিক পর্যায় থেকে একটি মেগা টিউন করি। কিন্তু ভাই আমি পারব কিনা যানি না তারপরও চেষ্টা করব।

শুরু করার আগে আপনাদের কাছে আমি দোয়া চাইছি, কারন বর্তমানে আমার শরীরটা বেশি ভাল যাচ্ছে না।

যাই হোক এবার শুরু করি......

সেমিকন্ডাক্টর ডিভাইস যেমনঃ- Transistor,Diode,FET,MOSFET,Triac ইত্যাদি ছাড়া ইলেক্ট্রনিক্স অস্তিত্বহীন। তাই ইলেক্ট্রনিক্স এর কাজ করতে গেলে আপনাকে এগুলো  চিনতে হবে।কিন্তু বাজারে এ সকল ডিভাইস সমূহ বিভিন্ন প্যাকেজে থাকে যা থেকে এগুলো চেনা মুস্কিল। তাই এগুলো চেনার জন্য আপনাকে Semiconductor Device Numbering  System  জানতে হবে।তাই আজকের টিউনের মূল উদ্দেশ্য যাতে সহজে আপনি Semiconductor Device Numbering  System  শিখতে পারেন।

আমরা ৩টি ধাপে Semiconductor Device Numbering  System  সম্পর্কে জানব।

প্রথম ধাপঃ

প্রত্যেক Semiconductor Device  এর ৫টি Alpha-Numeric  Symbols  থাকে। যাতে ২টি অক্ষর এবং ৩টি সংখ্যা (যেমনঃ-BF194) অথবা ৩টি অক্ষর এবং ২টি সংখ্যা (যেমনঃ-BFX63) থাকে।

  1.  যখন কোন Semiconductor Device   এ ২টি সংখ্যা চিহ্নিত থাকবে (যেমনঃ-BFX63) তখন বুঝতে হবে এটা Industrial and Professional Equipment
  2.  আবার যখন কোন Semiconductor Device   এ ৩টি সংখ্যা চিহ্নিত থাকবে (যেমনঃ-BF194) তখন বুঝতে হবে এটা Entertainment or Consumer Equipment।

দ্বিতীয় ধাপঃ-

Semiconductor Device  এর ৫টি Alpha-Numeric  Symbols  থাকে সেগুলোর মধ্যে Alpha  Symbols   অর্থাৎ যে ইংরেজি অক্ষরগুলো থাকে সেগুলোর মধ্যে ১ম অক্ষরটি Semiconductor Device   এর প্রকৃতি নির্দেশ করে অর্থাৎ Semiconductor Device   টি কোন material দিয়ে তৈরী বুঝায়। যেমনঃ-

  • A=       germanium
  • B=       silicon
  • C=       gallium arsenide

উদাহরণ সরূপ, AC125 একটি germanium transistor এবং BC149 একটি silicon transistor।

 

v তৃতীয় ধাপঃ

Semiconductor Device  এর Alpha  Symbols   অর্থাৎ ইংরেজি অক্ষরগুলোর  মধ্যে ২য় অক্ষরটি Semiconductor Device   এর Circuit Function  অর্থাৎ ডিভাইসটি কী কাজ করে তা নির্দেশ করে।

যেমনঃ-

  • A=       diode
  • B=       variable capacitance  diode
  • C=       A.F. low  powered  transistor
  • D=       A.F. power transistor
  • E=       tunnel diode
  • F=       H.F. low  powered  transistor
  • G=       multiple device
  • H=       magnetic sensitive diode
  • K=       Hall-effect device
  • L=        H.F.  power  transistor
  • M=     Hall-effect modulator
  • P=       radiation  sensitive diode
  • Q=      radiation generating diode
  • R=       thyristor (SCR or Triac)
  • S=       low power switching transistor
  • T=       thyristor (power)
  • U=       power  switching transistor
  • X=       diode, multiplier
  • Y=       power device
  • Z=       zener diode

এখানে,

A.F= audio frequency,     H.F= high frequency  বুঝানো হয়েছে।

যদি উপরের বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় তা আমাকে জানান কমেন্টস করে।

কষ্ট করে এত লম্বা টিউন ধর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।

আমার টিউনটি যদি আপনার ভাল এবং কাজে লাগে তাহলে দয়া করে কমেন্টস করবেন। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের আর ভাল ভাল টিউন উপহার দিতে পারি।

আমি একটি ইলেক্ট্রনিক্স এর উপর ত্রিমাসিক অনলাইন ম্যাগাজিন প্রকাশ করতে চাই।তাই যারা আমাকে বিভিন্ন পরামর্শ ও সাহায্য সহযোগিতা করতে চান দয়া করে আমাকে কমেন্টস করে জানান।

এছাড়া যারা বিভিন্ন Semiconductor Device  যেমন-IC,Transistor,Diode,FET,MOSFET,Triac ইত্যাদি এর নম্বর,ব্যবহার, পিন পরিচিতি, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে জানতে চান তারা ইলেক্ট্রনিক্স বিষয়ক ফেইসবূক গ্রুপ বিডি ইলেক্ট্রনিক্স এ জয়েন করতে পারেন এবং আপনার সমস্যা তূলে ধরুন। ইনশাল্লাহ তা সমাধান করা হবে।এছাড়া মেইল করতে পারেন  [email protected] এই ঠিকানায়।

ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ ২৩ তারিখ দেখা হবে।

Level 0

আমি মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার টিউন। অনেক অনেক ধন্যবাদ মিথুন ভাই।

ইলেকট্রনিক্স নিয়ে আরো টিউন আশা করছি

ভীষণ ভাল হয়েছে।

Level 0

খুব সুন্দর , সুন্দর, ও সুন্দর একটা টিউন, ভাইয়া

Level 0

thank u, thank u, thank u so much

Level 0

ভাই আনেক ধন্যবাদ আনেক কিছু শিখেনিলাম …… আমি চাই আপনি ইলেক্ট্রনিক্স এর উপর আনেক টিউন করেন …… পরের টিউন এর অপেখায় রইলাম

    @REJWANHUQ: ধন্যবাদ
    REJWANHUQ ভাই আমার ইচ্ছা আছে বাকি সব উপরওয়ালার হাতে আমার জন্য দোয়া করবেন।

very nice tune. I am interested in electronics , this will help me a lot

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বুঝিয়ে লিখার জন্য। দয়াকরে নতুন হবিষ্টদের জন্য কিছু পোষ্ট দিয়েন। খুব উপকার হবে।

Level 0

মিথুন ভাই, টিউনটি খুব সুন্দর হয়েছে। তবে আমার মনে হয় বিচ্ছিন্নভাবে টিউন না করে ধারাবাহিক টিউন করলে সবার শিখতে খুব সুবিধা হবে।
আমি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী ইলেক্ট্রনিক্স শিখার ব্যাপারে। আশা করছি আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারব ইনশাল্লাহ। পরিশেষে অসংখ্য ধন্যবাদ আপনাকে টিউনটির জন্য।

    @br.tauhid: ভাই আমার ইচ্ছা ছিল কিন্তু আমি একেবারেই সময় পাই না তাই টিউনটি পুরাটাই দিলাম কারন পরে ভুলে যাই বা ব্যাস্ততার কারনে টিউন না করতে পারি তাই বাধ্য হলাম এভাবে লিখতে। ধন্যবাদ তাউহিদ ভাই

Level 0

মিথুন ভাই, ইলেক্ট্রনিক্স এর বিভিন্ন equipment (যেমনঃCapacitor,Transistor,Diode,FET,MOSFET ইত্যাদি) কোনটা কি কাজে লাগে তা জানালে খুব উপকৃত হব।
একেবারে Beginner Level থেকে টিউন করলে ভাল হয়। যদিও ইলেক্ট্রনিক্স এর ব্যাপারে আমি কিছুই জানিনা ; তারপর ও টিউন করার কাজে যদি আপনাকে আমি কোন সাহায্য করতে পারি তবে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যতটা সম্ভব সাহায্য করার(Mega Tune হলে টাইপিং এর কাজে Help করতে পারি )।

    @br.tauhid: ভাই আপনি আমার ফেইসবুকে এড হন আপনাকে আমার উপকারে লাগতে পারে । তবে ইচ্ছা আছে খুব শিগ্রি ধারাবাহিক টিউন শুরু করব।তখন কিন্তু আমাকে সাহায্য করতে হবে।

      Level 0

      @মিথুন: ভাই, FB তে আমাকে Add করতে পারেন কিন্তু আমি FB একেবারেই Use করিনা। কারন আমার মতে এটা একটা প্রথম শ্রেনীর Time Killer। আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ যতটা সম্ভব হবে আমার পক্ষে।

Level 0

খুবি ভাল হয়েছে……আরও লিখা আশা করছি।

Level New

খুব ভাল হয়েছে

গুরুত্বপূর্ণ তথ্য।