আসসালামুয়ালাইকুম, সকল ইলেক্ট্রনিক্স প্রেমী ও টিটির বন্ধুদের প্রিতি ও শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। অনেক দিন যাবত অনেকই মেইল ও মতামত জানাচ্ছে যে ইলেক্ট্রনিক্স এর বেসিক পর্যায় থেকে একটি মেগা টিউন করি। কিন্তু ভাই আমি পারব কিনা যানি না তারপরও চেষ্টা করব।
শুরু করার আগে আপনাদের কাছে আমি দোয়া চাইছি, কারন বর্তমানে আমার শরীরটা বেশি ভাল যাচ্ছে না।
যাই হোক এবার শুরু করি......
সেমিকন্ডাক্টর ডিভাইস যেমনঃ- Transistor,Diode,FET,MOSFET,Triac ইত্যাদি ছাড়া ইলেক্ট্রনিক্স অস্তিত্বহীন। তাই ইলেক্ট্রনিক্স এর কাজ করতে গেলে আপনাকে এগুলো চিনতে হবে।কিন্তু বাজারে এ সকল ডিভাইস সমূহ বিভিন্ন প্যাকেজে থাকে যা থেকে এগুলো চেনা মুস্কিল। তাই এগুলো চেনার জন্য আপনাকে Semiconductor Device Numbering System জানতে হবে।তাই আজকের টিউনের মূল উদ্দেশ্য যাতে সহজে আপনি Semiconductor Device Numbering System শিখতে পারেন।
আমরা ৩টি ধাপে Semiconductor Device Numbering System সম্পর্কে জানব।
প্রথম ধাপঃ
প্রত্যেক Semiconductor Device এর ৫টি Alpha-Numeric Symbols থাকে। যাতে ২টি অক্ষর এবং ৩টি সংখ্যা (যেমনঃ-BF194) অথবা ৩টি অক্ষর এবং ২টি সংখ্যা (যেমনঃ-BFX63) থাকে।
দ্বিতীয় ধাপঃ-
Semiconductor Device এর ৫টি Alpha-Numeric Symbols থাকে সেগুলোর মধ্যে Alpha Symbols অর্থাৎ যে ইংরেজি অক্ষরগুলো থাকে সেগুলোর মধ্যে ১ম অক্ষরটি Semiconductor Device এর প্রকৃতি নির্দেশ করে অর্থাৎ Semiconductor Device টি কোন material দিয়ে তৈরী বুঝায়। যেমনঃ-
উদাহরণ সরূপ, AC125 একটি germanium transistor এবং BC149 একটি silicon transistor।
v তৃতীয় ধাপঃ
Semiconductor Device এর Alpha Symbols অর্থাৎ ইংরেজি অক্ষরগুলোর মধ্যে ২য় অক্ষরটি Semiconductor Device এর Circuit Function অর্থাৎ ডিভাইসটি কী কাজ করে তা নির্দেশ করে।
যেমনঃ-
এখানে,
A.F= audio frequency, H.F= high frequency বুঝানো হয়েছে।
যদি উপরের বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় তা আমাকে জানান কমেন্টস করে।
কষ্ট করে এত লম্বা টিউন ধর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।
আমার টিউনটি যদি আপনার ভাল এবং কাজে লাগে তাহলে দয়া করে কমেন্টস করবেন। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের আর ভাল ভাল টিউন উপহার দিতে পারি।
আমি একটি ইলেক্ট্রনিক্স এর উপর ত্রিমাসিক অনলাইন ম্যাগাজিন প্রকাশ করতে চাই।তাই যারা আমাকে বিভিন্ন পরামর্শ ও সাহায্য সহযোগিতা করতে চান দয়া করে আমাকে কমেন্টস করে জানান।
এছাড়া যারা বিভিন্ন Semiconductor Device যেমন-IC,Transistor,Diode,FET,MOSFET,Triac ইত্যাদি এর নম্বর,ব্যবহার, পিন পরিচিতি, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে জানতে চান তারা ইলেক্ট্রনিক্স বিষয়ক ফেইসবূক গ্রুপ বিডি ইলেক্ট্রনিক্স এ জয়েন করতে পারেন এবং আপনার সমস্যা তূলে ধরুন। ইনশাল্লাহ তা সমাধান করা হবে।এছাড়া মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ ২৩ তারিখ দেখা হবে।
আমি মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার টিউন। অনেক অনেক ধন্যবাদ মিথুন ভাই।