HSC ও অ্যাডভান্সড এস এস সি লেভেল ছাত্ররা মিস করবেন না !আজকে একটু মজায় মজায় শেখা -একটু ভিন্ন স্বাদ যাকে বলে লার্ণ উইথ ফান । ভুল ভাল দুটি কবিতার সাহায্যে শিখব বায়োলজির , হিউম্যান ফিজিওলজির অত্যন্ত জটিল , তথ্য বহূল একটি বিষয় ।
আসলামালাইকুম , আশা করি মহান আল্লাপাকের অশেষ করুনায় সকলেই ভাল আছেন । বায়োলোজি সহজে শিখি , মনে রাখি –এর পর্ব ৫ নিয়ে আজ হাজির হলাম।
আজকের আলোচ্য বিষয় –মানুষের সকল করোটিক স্নায়ু।
মানব শারীরবিদ্যার এই অংশটি অপেক্ষাকৃত জটিল। জটিল এই কারনে যে ১২ জোড়া করোটিক স্নায়ুর প্রত্যেকটির নাম পর পর ক্রম অনুসারে মনে রাখা , কার কি প্রকৃতি , কোন স্নায়ু কোন কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট , কোন স্নায়ু চেষ্টীয় , কোন স্নায়ু সংজ্ঞাবহ , কোনটি আবার মিশ্র ? এগুলি বার বার পড়লেও মনে রাখা খুব শক্ত ।
প্রথমেই আমরা মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর নাম পর পর কয়েক বার পড়ে নিই-
আসুন চেষ্টা করি তথ্য গুলিকে পর পর কিভাবে সহজে মনে রাখব -তার কৌশল ।
এবার সহজে মনে রাখার জন্য আর একটি ছোট্ট কবিতার লাইন মনে রাখি । বাংলায় এই কবিতাটি মনে রাখতে পারলেই আমরা পর পর সব গুলি স্নায়ুর ক্রমানুসারে নাম গুলি আমরা সহজেই মনে রাখতে পারব।
কেউ যদি মনে করেন ইংরাজীতে মনে রাখা সুবিধা তাহলে এই লাইন টি মনে রাখুন -
On Old Olympus' Towering Top A Fin And German Viewed Some Hops
এই কবিতাটি বার বার পড়ে মনে রাখতে পারলেই পর পর সব গুলি স্নায়ুর ক্রমানুসারে নাম গুলি আমরা সহজেই মনে রাখতে পারব।
এর পর আসি স্নায়ু গুলির প্রকৃতি –
কোনটি সংজ্ঞাবহ বা সেনসরি , কোনটি আজ্ঞাবহ বা মোটর নার্ভ , কোনটি মিশ্র (অর্থাৎ সংজ্ঞাবহ ও মোটর উভয় প্রকার কার্যই করে )
এটি মনে রাখার জন্য অনেকগুলি পদ্ধতি আছে , নীচের এই দুইটি মনে রাখতে পারলে ভালো-
শুধু আপনাকে পরপর স্নায়ু গুলির নাম ও ক্রমিক সংখ্যা মনে রাখতে পারলেই হবে ।এর পর এই সহজ কবিতাটি -ইংরেজীতেই সুবিধা তাই ইংরাজীতেই দিলাম -
"Some Say Money Matters But My Brother Says Big Brains Matter Most".
S= সংজ্ঞাবহ বা সেনসরি
M= আজ্ঞাবহ বা মোটর নার্ভ
B= Both বা মিশ্র
আমরা এর অর ধখে নেব সব গুলি স্নায়ুর উৎপত্তি স্থল বা মিলন স্থল মস্তিষ্কের কয়াথায় -
এর পর আমরা প্রত্যেকটি স্নায়ুর পর পর নাম ।, উৎপত্তি , বিস্তার ও কাজ গুলিকে ছবির সাহায্যে মনে রাখতে চেষ্টা করি -
পারলে ছবিটা একবার দ্রুত চোখ বুলিয়ে নিয় তাহলেই উৎপত্তি , বিস্তার কাজ মনে রাখতে খুব সুবিধে -
আরো দিটেলে ছবিটিকে দেখলেই কাজ গুলি আপনা থেকেই সহজে মনে থেকে যাবে ।
ভভভভভভভভভভভভভভভভভভভভ
ট্রাইজেমিনাল ও ফেসিয়াল এর মধ্যে মধ্যে বিস্তার গত অনেক গুলি মিল রয়রছ্র তায় তুলনামূলক ভাবে ছবির সাহায্যে দেখে নিই -
এটি অত্যন্ত সহজ ,কান থেকে মস্তিষ্কে , তাই আর ছবির প্রয়োজন নেই -
চলে আসি নয় নং স্নায়ুটিতে -
এর প আসি ১০ নং ভেগাস -এর আর এক নাম ওয়ান্ডিরিং নার্ভ বা বিস্ময় কর স্নায়ু । কেন কারন দেখে নাও এর বিস্তার -কোথায় এটি যায়নি ? প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ অঙ্গেই গিয়েছে ।
এর পর আর মাত্র ২ টি ১১ আর ১২ নং এই দুটি খুব সোজা , তাই এই দুটিকে আলাদা ভাবে পড়াই ভালো -
তাহলে আমরা সবগুলি স্নায়ু বিস্তারিত ভাবে পড়লাম । এর পর একটু রিভিসিন দিয়ে নিই । আমার সাজেশন হল সব থেকে জটিল হল
চোখ ,কারন এখানে অনেকগুলি স্নায়ু ই বিস্তার লাভ করেছে তাই একবার শুধু ছবির সাহায্যে চোখের উপর কন্সেনট্রেট করি -
এরপর আসি সবথেকে গুরুত্ব পূর্ণ দিকে - নীচের ছবিটি অন্তন্তঃ মিনিট পনেরো ধরে খুব খুটিয়ে পর্যবেক্ষণ করর নিতে পারলেই রিভিসনের কাজ শেষ -
ব্যাস ! আজকের মত এই টুকুই । জানিনা কেমন লাগল , যদি আপনাদের একটুও কাজে লাগে , অবশ্যই কমেন্ট করবেন , এতে ভালো মন্দ যাই হোক অন্তত ঃ উৎসাহ বাড়বে। সকলেই ভালো থাকবেন
এই নোটস টির সম্পূর্ণ পিডীএফ ফাইল ও টপার্স ফাইল , আপলোদ জনিত অসুবিধার কারনে ,সময় মত দিতে পারলাম না , এর জন্য দুঃখিত , আপনারা এটাকেই সেভ করে নিয়ে কাজ চালিয়ে নিয়েন আর কারো যদি একান্তই প্রয়োজন মনে হয় , মেল আইডি দিলে পাঠিয়ে দেব , খুব ছোট্ট ফাইল । খোদা হাফেজ ।
পরে মিডিয়া ফায়ারে ধুকতে পারলে এই টিঊনেই পিডি এফ ফাইল টি আপলোড করে দেওয়ার চেষ্টা করব ।
খোদা হাফেজ ।
******** আগেরএই ধরনের টিউন গুলির লিঙ্ক এখানে নীচে
পৌষ্টিক তন্ত্র সম্পর্কিত টিউন দেখতে ক্লিক করুন এখানে
সালোক্সংশ্লেষের উপরে টিউন্খ দেখতে ক্লিক করুন এখানে -
Genetics এর উপরে টিউন দেখতে ক্লিক করুন এখান
মেডিক্যাল জু লজি -ম্যালেরিয়ার উপরে টিউন দেখতে এখানে
আমার সবগুলি টিউন দেখতে চাইলে এখানে
আ পডেট
এবারএবার নীচের প্রশ্ন গুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন -
Q1: শাখা স্নায়ু ধরে মানব্ দেহের দীর্ঘ তম করোটিক স্নায়ু কোনোটি ?
Q:2- কোন করোটিক স্নায়ুর বিস্তৃতি দেহের সবচেয়ে বেশী সংখ্যক অঙ্গে ?
Q3:- কোন স্নায়ুকে বলা হয় বিস্ময়কর কোন স্নায়ুকে বলা হয় বিস্ময়কর স্নায়ু ?
Q4:- কোন করোটিক স্নায়ুর মস্তিষ্কছাড়াও স্পাইন্যাল অরিজিন রুট আছে ?
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
এগুল বুঝি না তবে এতটুকু বুঝি কাজের টিউন ।