বায়োলোজি সহজে শিখি, মনে রাখি [পর্ব-০৫] :: নিয়ে এলাম মানব শারীর বিদ্যা – মানুষের সকল করোটিক স্নায়ু গুলির সহজে মনেরাখার জন্য কবিতার কৌশল। সঙ্গে প্রচুর কালার ছবি।

বায়োলজি সহজে শিখি, মনে রাখি

HSC ও অ্যাডভান্সড এস এস সি লেভেল ছাত্ররা মিস করবেন না !আজকে একটু মজায় মজায় শেখা -একটু ভিন্ন স্বাদ যাকে বলে লার্ণ উইথ ফান । ভুল ভাল দুটি কবিতার সাহায্যে শিখব বায়োলজির , হিউম্যান ফিজিওলজির অত্যন্ত জটিল , তথ্য বহূল একটি বিষয় ।

আসলামালাইকুম , আশা করি মহান আল্লাপাকের অশেষ করুনায় সকলেই ভাল আছেন । বায়োলোজি সহজে শিখি , মনে রাখি –এর পর্ব ৫ নিয়ে আজ হাজির হলাম।

আজকের আলোচ্য বিষয় –মানুষের সকল করোটিক স্নায়ু।

মানব শারীরবিদ্যার এই অংশটি অপেক্ষাকৃত জটিল। জটিল এই কারনে যে ১২ জোড়া করোটিক স্নায়ুর প্রত্যেকটির নাম পর পর ক্রম অনুসারে মনে রাখা , কার কি প্রকৃতি , কোন স্নায়ু কোন কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট , কোন স্নায়ু চেষ্টীয় , কোন স্নায়ু সংজ্ঞাবহ , কোনটি আবার মিশ্র ? এগুলি বার বার পড়লেও মনে রাখা খুব শক্ত ।

প্রথমেই আমরা মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর নাম পর পর কয়েক বার পড়ে নিই-

আসুন চেষ্টা করি তথ্য গুলিকে পর পর কিভাবে সহজে মনে রাখব  -তার কৌশল ।

এবার সহজে মনে রাখার জন্য আর একটি ছোট্ট কবিতার লাইন মনে রাখি । বাংলায় এই কবিতাটি মনে রাখতে পারলেই আমরা পর পর সব গুলি স্নায়ুর ক্রমানুসারে নাম গুলি আমরা সহজেই মনে রাখতে পারব।

কেউ যদি মনে করেন ইংরাজীতে মনে রাখা সুবিধা তাহলে এই লাইন টি মনে রাখুন -

On Old Olympus' Towering Top A Fin And German Viewed Some Hops

এই কবিতাটি বার বার পড়ে মনে রাখতে পারলেই  পর পর সব গুলি স্নায়ুর ক্রমানুসারে নাম গুলি আমরা সহজেই মনে রাখতে পারব।

এর পর আসি স্নায়ু গুলির প্রকৃতি –

কোনটি সংজ্ঞাবহ বা সেনসরি , কোনটি আজ্ঞাবহ বা মোটর নার্ভ , কোনটি মিশ্র (অর্থাৎ সংজ্ঞাবহ  ও মোটর উভয় প্রকার কার্যই করে )

এটি মনে রাখার জন্য অনেকগুলি পদ্ধতি আছে , নীচের এই দুইটি মনে রাখতে পারলে ভালো-

শুধু আপনাকে পরপর স্নায়ু গুলির নাম ও ক্রমিক সংখ্যা মনে রাখতে পারলেই হবে ।এর পর এই সহজ কবিতাটি -ইংরেজীতেই সুবিধা তাই ইংরাজীতেই দিলাম -

"Some Say Money Matters But My Brother Says Big Brains Matter Most".

S=   সংজ্ঞাবহ বা সেনসরি

M=  আজ্ঞাবহ বা মোটর নার্ভ

B=   Both  বা  মিশ্র

আমরা এর অর ধখে নেব সব গুলি স্নায়ুর উৎপত্তি স্থল বা মিলন স্থল মস্তিষ্কের কয়াথায় -

এর পর আমরা প্রত্যেকটি স্নায়ুর পর পর নাম ।, উৎপত্তি , বিস্তার ও কাজ গুলিকে ছবির সাহায্যে মনে রাখতে চেষ্টা করি -

পারলে ছবিটা একবার দ্রুত চোখ বুলিয়ে নিয় তাহলেই উৎপত্তি , বিস্তার কাজ মনে রাখতে খুব সুবিধে -

আরো দিটেলে ছবিটিকে দেখলেই কাজ গুলি আপনা থেকেই সহজে মনে থেকে যাবে ।

ভভভভভভভভভভভভভভভভভভভভ

ট্রাইজেমিনাল ও ফেসিয়াল এর মধ্যে মধ্যে বিস্তার গত অনেক গুলি মিল রয়রছ্র তায় তুলনামূলক ভাবে ছবির সাহায্যে দেখে নিই -

এটি অত্যন্ত সহজ ,কান থেকে মস্তিষ্কে , তাই আর ছবির প্রয়োজন নেই -

চলে আসি নয় নং স্নায়ুটিতে -

এর প আসি ১০ নং ভেগাস -এর আর এক নাম ওয়ান্ডিরিং নার্ভ বা বিস্ময় কর স্নায়ু । কেন কারন দেখে নাও এর বিস্তার -কোথায় এটি যায়নি ? প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ অঙ্গেই গিয়েছে ।

এর পর আর মাত্র ২ টি ১১ আর ১২ নং এই দুটি খুব সোজা , তাই এই দুটিকে আলাদা ভাবে পড়াই ভালো -

তাহলে আমরা সবগুলি স্নায়ু বিস্তারিত ভাবে পড়লাম । এর পর একটু রিভিসিন দিয়ে নিই । আমার সাজেশন হল সব থেকে জটিল হল

চোখ ,কারন এখানে অনেকগুলি স্নায়ু ই বিস্তার লাভ করেছে তাই একবার শুধু ছবির সাহায্যে চোখের উপর কন্সেনট্রেট করি -

এরপর আসি সবথেকে গুরুত্ব পূর্ণ দিকে - নীচের ছবিটি অন্তন্তঃ মিনিট পনেরো ধরে খুব খুটিয়ে পর্যবেক্ষণ করর নিতে পারলেই রিভিসনের কাজ শেষ -

ব্যাস ! আজকের মত এই টুকুই । জানিনা কেমন লাগল , যদি আপনাদের একটুও কাজে লাগে , অবশ্যই কমেন্ট করবেন , এতে ভালো মন্দ যাই হোক অন্তত ঃ উৎসাহ বাড়বে। সকলেই ভালো থাকবেন

এই নোটস টির সম্পূর্ণ পিডীএফ ফাইল ও টপার্স ফাইল , আপলোদ জনিত অসুবিধার কারনে ,সময় মত দিতে পারলাম না , এর জন্য দুঃখিত , আপনারা এটাকেই সেভ করে নিয়ে কাজ চালিয়ে নিয়েন আর কারো যদি একান্তই প্রয়োজন মনে হয় , মেল আইডি দিলে পাঠিয়ে দেব , খুব ছোট্ট ফাইল । খোদা হাফেজ ।

পরে মিডিয়া ফায়ারে ধুকতে পারলে এই টিঊনেই পিডি এফ ফাইল টি আপলোড করে দেওয়ার চেষ্টা করব ।

খোদা হাফেজ ।

********   আগেরএই ধরনের  টিউন গুলির লিঙ্ক এখানে নীচে 

পৌষ্টিক তন্ত্র সম্পর্কিত টিউন দেখতে ক্লিক করুন এখানে 

সালোক্সংশ্লেষের উপরে টিউন্খ দেখতে ক্লিক করুন এখানে - 

Genetics  এর উপরে টিউন দেখতে ক্লিক করুন এখান

মেডিক্যাল জু লজি -ম্যালেরিয়ার উপরে টিউন দেখতে এখানে 

আমার সবগুলি টিউন দেখতে চাইলে এখানে 

পডেট

এবারএবার নীচের প্রশ্ন গুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন -

Q1:  শাখা স্নায়ু ধরে মানব্ দেহের দীর্ঘ তম করোটিক স্নায়ু কোনোটি ?

Q:2-   কোন করোটিক স্নায়ুর বিস্তৃতি দেহের সবচেয়ে বেশী সংখ্যক অঙ্গে ?

Q3:- কোন স্নায়ুকে বলা হয় বিস্ময়কর কোন স্নায়ুকে বলা হয় বিস্ময়কর স্নায়ু ?

Q4:-     কোন করোটিক স্নায়ুর মস্তিষ্কছাড়াও স্পাইন্যাল অরিজিন রুট আছে ?


























Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এগুল বুঝি না তবে এতটুকু বুঝি কাজের টিউন ।

প্রিয়তে রেখে দিলাম। ধন্যবাদ টিউনটির জন্য।

Level 0

Inter porar somoy jodi egula paitam!

    @Roy:
    Inter e পেলে ভালো হত , কিন্তু হল না যখন তখন । এটাকে অন্য ভাবে কাজে লাগান। কারন বেসিক সায়েন্স , ইংলিশ আর বেসিক ম্যাথ আপনার আজ না হয় কাল । ইন্টারে না হয় কোনো না কোন কম্পিটিটিভ এক্সামে কাযে লাগবেই । এই আশায় …… । ধন্যবাদ আপনাকে ।

দারুন ভাই, চালিয়ে যান।

    @উন্মাদ তন্ময়:
    তন্ময় ভাই ,কেমন আছেন ? টিউন কই ? নাকি পড়া শোনার ব্যস্ততা ?
    যাই হোক আমি আপনাদের ভিডিও অ্যালবামে দেখেছি , আপনি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরো , একটা বই পড়ছেন , ছবিটা একটু হেজি , তবে , উপরের কভার দেখে মনে হল ওটা বায়োলজি , কি ঠিক তো ? আর আপনাদের স্যার যেট বোঝাচ্ছেন সেটা ডি এন এ স্ট্রাকচার ।। কি তাই তো । স্যার টি কি আসল না না অ্যামেচার ? 🙂

বাই কি করচেন এইটা?? 🙄
জব্বর টিউন করছেন!! 😀 😉 8)
আপনার কাব্য প্রতিভা এইবার কাজে লাগল। 😛
প্রিয়তে নিসি সেইটা বলা লাগবে না………………… …. … :mrgreen:

ধন্যবাদ। 🙂
অটঃ অস্ত্রশস্ত্র নামাইলাম, 😉 :)_

    প্রশ্ন কই ❓ ❗ 😕 🙄

    @নিওফাইটের রাজ্যে:
    কে ভাই আপনি ? আপনারে তো চিনসি না ! আমি যারে চিনি তার নামটাও দেখসি কপি করেসেন । ভালোই আসেন !
    আর আপনি যদি সেই ব্যাক্তি হ্যে থাকেন যারে আমি চিনি , আমার গোপোন তথ্য মারফত খবর ছিল – সে ২৩ নভেম্বর একটা ধামাকা নামাবে । টিঊন যখন নাই তখন আপনি সেই ব্যক্তি নন ,

    আরে আরে রাগ করেন ক্যান ?

    চিনসি চিনসি , আপনিই সেই লোক ।
    শুধু চেহারাটা একটু বদলে গেসে ! 🙂

      হা হা ……….. ব্যাফুক মজা পাইলাম। 😉

      আপনার প্রথম বক্তব্যের জবাবঃ ভাইজান, খালি কলস বাজে বেশি, ২৩ তারিখের পর ধামাকা আইব কে কইসে? দেওয়ার চেষ্টা করতেসি খুব। আমার কথা হল, যেটা নিয়ে লিখব সেটা যেন একদম সলিড হয়। তাই একটু দেরি হচ্ছে। অপেক্ষা করুন, আজ কালের মধ্যে দিয়ে দেব।

      দ্বিতীয় বক্তব্যের জবাবঃ গ্র্যাভাটার চেঞ্জ করার কারণ হল, পরীক্ষা আপাতত খতম; তাই অস্ত্রে শান দিয়া লইতাসি।

      আবারও বলি, জব্বর ছবিওয়ালা টিউন করেছেন। প্রিন্টার কিন্ন্যা প্রিন্ট কইরা রাখিব।

      এখন তবে আসি।
      রিপ্লানোর জন্য ধন্যবাদ।

khob sundar hoisa. thank you for Good Info

Bhaia apni kemon achen . asa kori allahar rohomote bhalo achen. apnar tune boraborer motoi sundor o tathobahul. panra teacher houa uchit chilo. (ha ha ha……..)

Sorry!!!! agerta bhul type korechilam
Bhaia apni kemon achen . asa kori allahar rohomote bhalo achen. apnar tune boraborer motoi sundor o tathobahul. apnar teacher houa uchit chilo. (ha ha ha……..)

    @মিলন:
    মিলন ভাই আমি খুব ভালো । বুঝতেই পারছেন আগামী ২ তারিখে CM ভিসিট । তাই ডিস্ট্রিক্ট প্রেসেন্টেশন , পাওয়ার পয়েন্ট , ডেভলেপমেন্টাল রিপোর্ট , এই গুলা নিয়ে ই দিন কাবার !
    যাই হোক , CM এর সামনে প্রেসেন্টেশনের জন্য আমি , Prospect of Mango Cultivation and Scope Of Mango Based Industry in Malad -এই টপিক এর ঊপর একটা প্রেসেন্টেশন বানিয়েছি , আপনাদের হর্টিকালচার এর ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার , প্রিয়ব্রত সান্নি গ্রাহী সেও আমাকে অনেকটা ইনফর্মেশন সাপোর্ট দিয়েছে ন। আপনাকে পাঠিয়ে দেবো
    কেমন হয়েছে জানাবেন ।
    আর আপনার শেষ প্রশ্নের ঊত্তরে জানাই অ্যাদ্মিনিস্ট্রিটিভ সার্ভিসে না এসে আমার ইউনিবার্সিটি লেকচারের জীবন ই বোধ হয় অনেক শান্তির ছিল । কিন্তু এখন আর পস্তিয়ে লাভ কি বলেন ?
    যহা পাই তাহা ভুল করে পাই যাহা চাই তাহা পাই না ! 🙂 🙂 🙂

Level 0

bhaia .. bar bar toh tune dekha shombhob na..pdf file thakle diyen

    @pinktanha:
    ভাই আমি আপনার সমস্যা বুঝতে পারছি , কিন্তু সময়াভাবে মিডিয়াফায়ার লিঙ্ক দিতে পারি নাই , আগের টিউন গুলিতে সবগুলিতেই একটি করে মিডিয়া ফায়ার লিঙ্ক এ পিডি এফ ফাইল আপলোড করে দিয়েছিলাম , এবারের জন্য আমি দুঃখিত ! আপনি এক কাজ করেন – পুরো টিঊন টা কপি করে একটা অয়ার্ড ফাইলে পেস্ট করে রাখেন , তাহলেই হবে । আর নয়তো আপনার মেল আইডি দিন আমি মেলে পাঠিয়ে দিচ্ছি । ভালো থাকবেন ।

Level 0

কাজের টিউন

খুব ভাল হয়েছে কাজের টিউন ধন্যবাদ।

Level 0

VERY USEFUL TUNE, THANK U DADA.

@ DADA EDUCATION WEBSITE BANATE CHAYECHILE KI KHOBOR ?
R AMI EKHONO APNAR MAIL PAINI.

    @TAPASFUN:
    তাপস ভায়া , এই কয়দিন কাজের চাপে একদম বেদম ! দেখি একটু সময় পেলেই সাইট এর কাজ নিয়ে ভাবব !

ভাই খুব ভাল একটা পোস্ট , আমার ছোট ভাইটার খুব কাজে আসবে যদি আপনি আমাকে full pdf file টা পাঠান .আমার email address – [email protected]

Level 0

কতটা ভাল বোঝানো যা তা আপনার tune টা না দেখলে আমি অন্তত বুঝ তাম না অবশ্যয় আপনি এরকম tune করবেন আমি কোনও কথা না বলে শুধু আপনার সু সাস্ত দীর্ঘায়ু কামনা করি অনেক অনেক ভাল লাগা এবং প্রচুর ধন্যবাদ আল্লাহ্‌ হাফেজ

মানসের কথায় কিছু এড করছি- আপনি ব্রাঊজার দিয়েই পিডিএফ করতে পারেন।

আপনি যদি Google Chrome উইজ করেন, তাহলে যে পেইজটা পিডিএফ করবেন, ঐ পেজে গিয়ে Ctrl+P প্রেস করুন আর Destination এ Print to PDF সিলেক্ট করে Print প্রেস করুন। ব্যস, ঐ পেজ পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে।

আর যদি Firefox/Internet Explorer ইউজ করেন, সেক্ষেত্রে পিডিএফ করতে অফিস ২০০৭/২০১০ লাগবে। যে পেজ পিডিএফ করবেন ঐ পেজে গিয়ে Ctrl+P প্রেস করে Name/Select printer থেকে Send to OneNote 2007/2010 সিলেক্ট করে OK/Print সিলেক্ট করুন এবং OneNote থেকে Save as PDF সিলেক্ট করুন। সে ক্ষেত্রে অবশ্য Save as PDF or XPS নামের add-in লাগবে যা আমি আগে এক টিউনে দেখিয়েছি।

আবারো অসাধারন আর একটা টিউন ! আপনার টিউন গুলো আমার খবই উপকারে লাগছে। বিশ্বাস করুন প্রতিদিন টিটি তে আসি আর ভাবি আপনার টিউন কাবে আসবে । ও আর একটা কথা DNA এর সবকিছু নিয়ে বিস্তারিত ভাবে একটা টিউন করবেন কি? আমি এবার ইন্টার দিব।

    @মুহিব:
    কাল অথবা পরশু ডি এন এ নিয়ে টিউন করছি , অপেক্ষা করুন ভাই । আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপডেট – টিউনের একদম শেষে ৪ টি প্রশ্ন আপডেট করে দিলাম , উত্তর দেওয়ার চেষ্টা করুন ।

    ওকে ওকে পাবেন উত্তর। উপেক্ষা** করুন!!
    **অপেক্ষা 😉

      @নিওফাইটের রাজ্যে:
      নিও ভাই ** উপেক্ষা / অপেক্ষা -বুঝলাম না ! ?????
      আমার অজান্তে কি কিছু ভুল ভাল কমেন্ট করলাম ? তাও বুঝে পেলাম না !
      উপেক্ষা র কথা আসে কোথা থেকে? তুমি আমার ট্টিতে যত তরুন প্রতিভা আছে তাদের মধ্যে =আল্পমাস ভাই আর তুমি এই দুজনকে ছোট হলেও আমি মনে মনে অঙ্কে শ্রদ্ধা করি ও ভালোবাসি । উপেক্ষা করার প্রশ্নোই আসে না । আমাকে ভুল বুঝোনা ভাই ।

      @অপু.পশ্চিমবাংলা: আরে ভাই, চিন্তিত হইয়েন না। ও জাস্ট মজা করছে। ও বুঝাইতে চাইছে “অপেক্ষা” বলতে গিয়া ভুলে “উপেক্ষা” বলে ফেলেছে। স্লিপ অফ টাং এর মত। আপনাকে উপেক্ষা করবে কেন?

      @নিওফাইটের রাজ্যে:
      ও তাই বলেন ! আমি ভাবলাম কি আবার হই ল ? নিও মিয়া সত্যি তো !

দুঃখিত ভাই, আমার ফাইজলামির জন্যে কষ্ট পাইছেন মনে হয়। 😥
সবকিছু এত সিরিয়াসলি নেন কেন?

আমি বোঝাতে চেয়েছি “অপেক্ষা করার সময়টাকে উপেক্ষা করুন” 8)
আপনি সাহিত্যিক হয়ে এটুকু বুঝলেন না? 😉

দুস্ক দুস্ক!!!

(দুস্ক=দুঃখ)

ভাই একখান ভিসিট দিয়া আসেন
http://www.techtunes.io/tutorial/tune-id/98997/
টিউনাইলাম। ধন্যবাদ। 😉

onek onek dhonnobad……………….top tune……very very very helpful tune…………..khub e valo legeche………….

এতোদিন কোথায় ছিলে ওস্তাদ, এতোদিন কোথায় ছিলে?

অপু ভাই, কেমন আছেন? বায়োলজি তো পুরো জলবৎ তরল হয়ে যাচ্ছে সবার জন্য, আপনাদের কাছে TT-র ভিজিটরেরা কৃতজ্ঞ থাকবে, চমৎকার Tune…

    @C/O D!pu…: টিউনটা পড়তে এসে আপনাকে পেলাম। আপনাকে তো দেখাই যায় না দিপু ভাই? ব্যস্ত নাকি? নতুন কি নিয়ে আসছেন? 🙂

    ভাল থাকুন এবং ধন্যবাদ।

    @C/O D!pu…:

    দীপু ভাই ! অনেক কয় দিন পরে দেখা হল !আশা করি ভালো আছেন । আপনাকে এখন টিটিতে অনিয়মিত দেখি ,ব্যস্তততার জন্য বোধ হয় , আপনি তো আমাকে এর আগে মেল করেছেন , পারলে মেলে যোগাযোগাবেন । আল্লার কাছে আপনার শরীর ও মনের সুস্থতা কামনা করি ।

    @C/O D!pu…:
    দীপু ভাই ণিও একতা মারাত্মক টিঊন করেছে , সময় পেলে একটু ঘুরে এসো ।
    লিঙ্ক এখানে
    https://www.techtunes.io/tutorial/tune-id/98997/

ভাই, আমি প্রিন্টার কিনে আপনার বায়োলজির কবিতা প্রিন্ট করে রাখলাম। প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হচ্ছে বলে দুঃখিত।
নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ। 🙂

    @নিওফাইটের রাজ্যে:
    অপেক্ষায় রইলাম ! ঠিক ঠিক উত্তর চাই কিন্তু ! আর একটা ছোট্ট সাজেশন- তোমার টিঊনে ওই চ্যাপ্টার এর উপরে কিছু
    ফিজিক্‌স মডেল প্রব্লেম ও সলভ দিয়ে , কিছু প্রশ্ন , প্রাক্টিস সেট অ্যাড করে দিলে দারুন হয় ।

Level 0

ভাইয়া এক কথায় অসাধারন……..
আগে পেলে হয়ত অনেক ভাল হত…. যাই হোক অনেকের কাজে আসবে….. আপনি আর নিওফাইটের রাজ্যে অনেক কষ্ট করছেন শিক্ষার্থীদের জন্য….. ও আরেকটি কথা আমার একটি সস্তা টিউনে আপনার লেখার লিংক দিয়েছি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

    @tarik_59: :
    মাইন্ড খাইলাম। 🙁
    আপনার লেখা সস্তা হতে যাবে কেন? চমৎকার হয়েছে। 8)

      @নিওফাইটের রাজ্যে:
      ফাইটার ভাই এর সাথে সহমত , আপনার লেখা দারুন , আমি ম্যাথ নিয়ে লেখা গুলোও পড়লাম , সুন্দর খুব সুন্দর , চালিয়ে যান , আরো একজন সফর সঙ্গী পেলাম , মনে রাখবেন আমদের পথচলা এখোনো অনেক বাকি ।।
      লিঙ্ক দিয়ে আপনি আমাকে সম্মানিত করেছেন , ক্ষমাসুন্দর নয় , স্নেহের ও ভালোবাসায় পূর্ণ সমর্থন রইল আপ[অনার প্রতি ।

Level 0

লেখাটি এই লিংকে
https://www.techtunes.io/sci-tech/tune-id/99897/

Level 0

josss…

vaia osadharom akta post …… thanks a lot ….. please amr pdf lagbay…… [email protected] mail korlay khub upokkrito hobo…..

apu vai pura ……r kicu ber hoccy na …:P oshadharon but pdf file ta aktu mail korben [email protected]