যে ৬টি এডুকেশান পোর্টাল শিক্ষার্থীদের ফলো করা দরকার

টিউন বিভাগ এডুটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

বাংলাদেশে প্রতি বছর এসএসসি, এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য জানা যাবে এই ওয়েবসাইট গুলোতে।

ফলাফল প্রকাশের তারিখ, ফলাফল দেখার নিয়ম, পরিক্ষার রুটিন, ভর্তি সংক্রান্ত তথ্য, বিভিন্ন জব সার্কুলার পাওয়া যাবে এসব ওয়েবসাইটে।

নিচে এসব সাইটের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের নিয়মিত এসব ওয়েবসাইটে চোখ রাখা দরকার।

বিশেষ করে শিক্ষার্থীরা তাদের নিজস্ব পরিক্ষা ভিত্তিক ক্যাটেগরির লেখা গুলো ফলো করা উচিৎ।

AllResultBD.com - পরিক্ষার রুটিন ও রেজাল্ট, জব সার্কুলার, ভর্তি সংক্রান্ত তথ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া যাবে অল রেজাল্ট বিডিতে। দেশের অন্যতম জনপ্রিয় পোর্টাল এটি।

ExamResultBD.com- পরিক্ষার রেজাল্ট, এডমিশান রেজাল্ট, পরিক্ষার রুটিন পাওয়া যাবে এই পোর্টালে। পাওয়া যাবে চাকরি সংক্রান্ত তথ্যও।

ExamKothon.com - এসএসসি, এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের তারিখ এবং ফলাফল দেখার সহজ নিয়ম জানা যাবে এই ওয়েব সাইটে। অন্য ওয়েবসাইটের মত প্যাঁচানো তথ্যের বদলে, সহজ ভাবে তথ্য তুলে ধরা হয়েছে এই পোর্টালে।

ResultinBD.Net - পরিক্ষার রেজাল্ট, স্কলারশীপ আপডেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও নোটিশ পাওয়া যাবে এই পোর্টালটিতে।

AlorMela.org - রেজাল্ট, চাকরি, ভর্তি সংক্রান্ত তথ্য সহজেই মিলবে এই পোর্টালে। ক্যাটেগরি ভিত্তিক আপডেট গুলো ফলো করা যেতে পারে।

EducationsinBD.com - ফলাফল প্রকাশের তারিখ, ফলাফল দেখার নিয়ম, বিসিএস আপডেট, জব সার্কুলাম সহজেই মিলবে এই পোর্টালে।

শিক্ষার্থীরা নিয়মিত এসব পোর্টাল গুলো ফলো করার মাধ্যমে তাদের শিক্ষা সংক্রান্ত অনেক তথ্য সহজেই পেয়ে যাবে।

বিশেষ করে নিজ নিজ কোর্সের ক্যাটেগরি গুলো নিয়মিত ফলো করা উচিৎ।

যেমন - কেউ যদি এসএসসি পরিক্ষার্থী হয়, তাহলে এসএসসি পরিক্ষা সংক্রান্ত ক্যাটেগরির লেখাগুলো নিয়মিত ফলো করা যেতে পারে।

শুধু একটা ওয়েবসাইট ফলো না করে, বরং সবগুলো ওয়েবসাইট ফলো করলে বেশি তথ্য পাওয়া যাবে।

প্রয়োজনে ওয়েবসাইটের লিংক গুলো বুকমার্ক বা নোট করে রাখা যেতে পারে।

উপরের ওয়েবসাইট গুলোর মধ্যে কোনটিতে বেশি ভিজিট করা হয় এবং কোনটার লেখার মান অনেক ভাল বলে মনে হয় টিউমেন্ট করে জানাবেন।

সবসময় আপডেটেড SSC Result with Marksheet এবং SSC Result Published Date জানতে চোখ রাখুন।

Level 2

আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট আমার নেশা ❤️


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস