CV লিখতে এসে অনেকেই কনপিউশনে থাকে “এটাকে CV বলবো নাকি Resume?” চলুন প্রথমে জেনে আশি CV কাকে বলে এবং Resume কাকে বলে।
এখন প্রশ্ন হল তাহলে আমরা “রিজিউমি না বলে সিভি কেন বলি?” এর পেছনে বড় কারণ হচ্ছে প্রচলন, সাধারণত CV এবং Resume এর মধ্যে বিশ্ব্যব্যাপি সিভি কথাটাই বেশি প্রচলিত হয় তাই রিজিউমিকেও আমরা সিভি বলে থাকি।
তাহলে কি জব সেক্টরে রিজিউমিকে সিভি বললে কোন ভুল হবে? উত্তর হচ্ছে না। কারণ দেশের এবং বিদেশের প্রায় প্রতিটি কম্পানী আপনাকে বলবে “Send your CV” খুভ কম কোম্পানীই বলে “Send your Resume” তাই রিজিউমিকে সিভি বলা যায়, এতে কোন সমস্যা হবেনা।
আজকের মত এখানেই বিদায় নেব, এবং আগামী পর্বে শেয়ার করবো “সিভি বা রিজিউমি কত প্রকার ও কি কি এবং আপনাকে কোন টাইপের সিভি তৈরি করতে হবে তা”
সিভি এর প্রতিটা সেকশন এর ডিজাইন, কালার গ্রেডিং এবং ফর্মেট নিয়ে ধারাবাহিক পর্ব করার ইচ্ছে রয়েছে যদি আপনাদের আগ্র থাকে টিউমেন্ট সেকশনে জানাতে পারেন।
আমি ইফতেখার উদ্দিন। ইন্সট্রাক্টর, আইসিএসটি, ফেনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
Hi this is Engineer eftikhar mozumder