আজ আপনাদের জন্য "Right form of verb এর সহজ শর্টকাট টেকনিক, একটু হলেও কাজে আসবে৷৷ " আলোচনা করব৷
আপনারা আগে কে কিভাবে পড়েছেন জানিনা। তবে আজক আমি যে কৌশলটা শেয়ার করব, এভাবে পড়লে আপনি যেকোনো পরীক্ষায় full marks পাওয়ার সক্ষমতা রাখবেন, ইনশাআল্লাহ!
এবার Right form the verb গুরুত্বপূর্ণ ১০টি Rules এর শর্টকাট টেকনিকসহ আলোচনা করা যাক :
Rules 1: যদি Sentenceটি Present indefinite tense বা Present simple tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তখন main verb-এর সাথে s/es যুক্ত হবে।
For Example :
1. He (play) badminton.
Ans: He plays badminton.
2. The lady (cry).
Ans.: The lady cries.
Rules 2: যদি কোনো Simple Sentence এ দুটি verb থাকে তাহলে পরবর্তী verb টির সাথে ing যুক্ত হয়৷ উল্লেখ্য, যদি উদ্দেশ্য বুঝায় তাহলে To+ verb এর Present form বসে৷
For Example :
1. I saw him (cut) a bamboo.
Ans: I saw him cutting a bamboo.
2. We eat to (live).
Ans: We eat to live.(উদ্দেশ্য বুঝিয়েছে এখানে)
Rules 3: To ছাড়া সকল preposition এর verb সাথে ing যুক্ত হয়৷ To এর পরে সাধারণত Verb এর present form বসে৷
For Example :
1. He stopped thinking of-(do) this.
Ans: He stopped thinking of doing this.
2. They have succeeded in -(pass) - in the exam.
Ans: They have succeeded in passing in the exam.
Rules 4: কোনো Sentence -এ just, just now, already, yet, ever, recently, lately ইত্যাদি থাকলে present perfect tense হয়৷
For Example :
1. Rima -(take) -her dinner just now.
Ans: Rima has taken her dinner just now.
আরও পড়ুন : পরীক্ষায় ভালো করার উপায়
Rules 5: (i) If যুক্ত clause-এর প্রথম অংশটুকু যদি Present indefinite tense হয় তাহলে পরের অংশটুকু Future indefinite হবে৷
For Example :
1. If he comes here, I -(go)- there.
Ans:If he comes here, I will go there.
(ii) If যুক্ত clause-এর প্রথম অংশটুকু যদি Past indefinite tense হয় তাহলে পরের অংশটুকু Past conditional হবে৷
[Past conditional এর structureটি হবে ‘If + Past indefinite, (Su
bject + would/could/might + verb-এর Present form)।
For Example :
1. If he wrote it, I -(give)-him a gift.
Ans: If he wrote it, I would give him a gift.
(iii) If যুক্ত clause-এর প্রথম অংশটুকু যদি Past perfect tense হয় তাহলে পরের অংশে would have/could have/might have বসে এবং
verb-এর Past participle form হয়।
For Example :
1. If he had seen me I -(go)- there.
Ans: If he had seen me I would have gone there.
Rules 6: যদি কোনো sentence-এ While থাকে এবং while-এর পরে verb থাকে তাহলে verb-এর সাথে ing যোগ হয়। আবার যদি
while-এর পরে subject থাকে তাহলে Past continuous tense হয়।
For Example :
1. While -(go)- to the school, he saw me on the road.
Ans: While going to the school, he saw me on the road.
2. While he -(go)-to the school, he saw me on the road.
Ans: While he was going to the school, he saw me on the road.
Rules 7: কোনো Sentence এর মাঝে Before থাকলে এবং Sentence টি Past tense হলে Before পূর্বের অংশে Past perfect tense এবং
পরের অংশে Past indefinite tense হয়।
(i) Past perfect + before+Past indefinite.
(ii) Future Indefinite + before + Present Indefinite.
For Example :
1. The old women -(die)- before the girl -(come).
Ans: The old women had died before the girl came.
2. Rana will go before he -(come).
Ans: Rana will go before he comes.
Rules 8: কোনো Sentence এর মাঝে After থাকলে এবং Sentence টি Past tense হলে After পূর্বের অংশে Past indefinite tense এবং
পরের অংশে Past perfect tense হয়।
(i) Past indefinite + after + Past perfect
(ii) Present Indefinite + after + Present perfect.
For Example :
1. He comes daily after my brother has come.
2. The girl came after the old women had died.
Rules 9: (i) কোনো Sentence এর মাঝে since clause থাকলে এবং
since-এর আগের অংশটুকু Present indefinite/
Present perfect tense হলে পরের অংশটকু Past
indefinite tense হবে।
For Example :
1. It is many days since I (give) up job.
Ans : It is many days since I gave up job.,
(ii)আবার কোনো Sentence এর মাঝে since clause থাকলে এবং
since-এর আগের অংশটুকু Past indefinite tense হলে পরের অংশটুকু past perfect হবে।
For Example :
1. Many days passed since I (meet) her last.
Ans : Many days passed since I had met her last.
Rules 10: As if, As though যদি Sentence এর মাঝে
থাকলে প্রথম clauseটি Present tense হলে
পরবর্তী clauseটি Past indefinite হয়। যদি প্রথম
clauseটি Past tense হয় তসহলে পরের clauseটি Past
perfect tense হবে।
For Example :
1. He behaves as if he -(know)-everything.
Ans: He behaves as if he knew everything.
ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
আমি আবরার শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।