আসসামুয়ালাইকুম,
আশা করছি সবাই ভালো আছেন। যারা অনলাইন বাঁ অফলাইনে ব্যবসার করেন তাদের জন্য এই টিউন টি খুবই গুরত্ব পুর্ন।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা অনলাইন কিম্বা অফলাইন বিজনেস করেন। প্রচুর এস এম এস পাঠাতে চান মার্কেটিং এর জন্য। কিন্তু বাল্ক এসএমএস পাঠাতে গেলে অনেক খরচ। আমি এই সেম সমস্যা ফেস করি, এবং প্রচুর টাকা আমাকে খরচ করতে হয় এই এস এম পাঠানোর জন্য। কিন্তু এমন যদি হত আপনি এক্সেল ফাইল এ কয়েক হাজার নম্বর ওয়েব এস এম এস প্যানেলে আপলোড করবেন আর এস এম এস সেন্ড হবে আপনার স্মার্ট ফোন থেকে তাহলে কেমন হয়? হ্যা এটা এখন সম্ভব খুব সহজেই। এর জন্য যা করতে হবে তাহল এই লিংকে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন।
ইমেইলে আপনার ইউজার আই ডি ও পাসওয়ার্ড চলে যাবে। এবার সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েব প্যানেল এ লগইন করুন। এবার আপনার এন্ড্রুয়েড ফোন কে কানেক্ট করবেন কিভাবে? ওয়েব প্যানেল এর নিচে বাম দিকে ডাউনলোড অ্যাপ অপশন থেকে আপনার অ্যাপ টি স্মার্ট ফোন যেটা থেকে আপনি এস এম এস পাঠাতে চান সেই ফোনে ইন্সটল করুন।
ইন্সটল হয়ে গেলে ইমেলে পাওয়া ইউজার আইডি দিয়ে অ্যাপে লগ ইন করুন। মোবাইলের কাজ শেষ, এবার ওয়েব প্যানেল এ গিয়ে ইছা মত এস এম পাঠান।
মনে রাখবে যেই ফোন থেকে এসএমএস সেন্ট করবেন তাকে অনলাইনে থাকতে হবে।
বাল্ক এস এম এস সার্ভিসের সুবিধা কি কি
*এন্ড্রুয়েড ফোনকে মোডেম হিসেবে ব্যবহার করা যায়
* একাধিক এন্ড্রুয়েড ফোন থেকে এক সাথে এস এম এস পাঠানো যায়
* এস এম এস খরচ ১ পয়সার মত (রবি, এয়ারটেল সিম থেকে)
* API এর মাধ্যমে যেকোন সাইটের OTP পাঠাতে পারবেন।
* কন্ট্যাক্ট গ্রুপ ক্রিয়েট করে গ্রুপ ধরে এস এম পাঠাতে পারবেন।
* এস এম এস সিডিউল করে পাঠাতে পারবেন।
*এস এম এস পাঠানোর জন্য ওয়েব পোর্টাল আছে।
*USSID এর মাধ্যমে ব্যলেন্স দেখা ও এস এম এস প্যাকেজ কিনতে পারবেন
* নতুন এস এম এস আসলে তা পড়তে পারবেন
* Auto Reply সেট করতে পারবেন
*এক্সেল ফাইল আপলোড করে এক সাথে হাজার হাজার এস এম এস সেন্ড করতে পারবেন।
এছাড়া আরো অনেক কিছু আছে।
সার্ভিস টি আমার ব্যবহার করে খুব ভালো লেগেছে আপনাদের ও ভালো লাগবে আশাকরি।
ধন্যবাদ
তানভীর
আমি হাসান তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।