SSC Result 2020/ এসএস সি পরিক্ষার ফলাফল দেখার সকল নিয়ম সমুহ

এসএসসি ফলাফল ২০২০, আপনি হয়তো অনেক আগে থেকেই এসএসসি ফলাফল ২০২০ লিখে খুঁজছেন এবং সঠিক জায়গায় এসে হাজির হয়েছেন। তাই আমি আপনাকে বলবো যে ভাবে আপনি খুব সহজে এসএসসি ফলাফল ২০২০ খুঁজে পাবেন। মাধ্যমিক বা সম্মান পরীক্ষার ফলাফল ২০২০ আজ ৩১ মে (রবিবার) সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন।

এসএসসি ফলাফল ২০২০ প্রকাশের তারিখ দেখুন

ছাত্র-ছাত্রীর পাশাপাশি অভিভাবকরা তাদের কাঙ্খিত ফলাফলের জন্য অতি আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য ফলাফল প্রকাশ করতে একটু দেরি হলেও আজ ৩১ মে (রবিবার) তা প্রকাশ হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিবেন। তাই অনেক অপেক্ষার পর শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের কাঙ্খিত ফলাফল পেতে যাচ্ছেন, কারণ পরীক্ষা শুরু হয়েছিল ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী এবং তার সিডিউল অনুযায়ী শেষ হয়েছে।

অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনার এসএসসি ফলাফল কীভাবে চেক করবেন?

বাংলাদেশে সবচেয়ে ভাল এবং খুব সহজে আপনি আপনার কাঙ্খিত ফলাফল গুলো পেতে পারেন। বাংলাদেশ শিক্ষাবোর্ডের এই ফলাফলের চেক সাইড থেকে আপনি এসএসসি ফলাফল ২০২০ খুব দ্রুত এবং সহজেই বিনামূল্যে দেখতে পাবেন। আপনি ফলাফলটি কীভাবে দেখবেন তার জন্য নীচের কিছু নিয়ামাবলি লক্ষ্য করেন।

প্রথমেই পরীক্ষা নির্বাচন করুন, এসএসসি অথবা দাখিল, বছর ২০২০, বোর্ড এবং রোল নম্বর জমা দিলেই আপনার কঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।

check online SSC Result 2020

Examination: SSC/Dakhil

Year: 2020

Board: Dhaka/DHA

Roll: 123457

Registration Number : 1234567

কিভাবে? প্রাক-রেজিষ্ট্রেশনের মাধ্যমে এসএসসি ২০২০ এর ফলাফল পেতে পারেন।

যেহেতু আপনি ২০২০ সালের এসএসসি ফলাফল দেখতে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না সেহেতু আপনাকে আগাম প্রাক-নিবন্ধন করে রাখতে হবে। যা খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনেই এসএসসি ফলাফল জানতে পারবেন। আপনি ফলাফল প্রকাশের আগেই প্রাক-নিবন্ধন করে রুখুন। এ বিষয়ে আপনি নিচে বিস্তারিত তথ্য পাবেন।

আপনি যথাযথ তথ্যের সাথে একটি সংক্ষিপ্ত বার্তা প্রেরণ করে দ্রুত আপনার মোবাইল ফোনের সাথে ফলাফলটি পরীক্ষা করতে পারেন। আপনার অ্যাকাউন্টে ২.৫০ টাকা থাকতে হবে এবং নীচের নিয়মগুলো মেনে যত তাড়াতাড়ি সম্ভব প্রাক-নিবন্ধন করে ফেলেন।

এসএসসি <স্পেস> আপনার শিক্ষাবোর্ডের প্রথম তিনটি অক্ষর <স্পেস> আপনার রোল নম্বরটির ৬ সংখ্যা <স্পেস> ২০২০ (উত্তীর্ণ বছর) তারপরে ১৬২২২ এ নম্বরে পাঠিয়ে দিন।

উদাহরণ:

আপনি ১৬২২২ নম্বরে পাঠানোর সময় আপনার অ্যাকাউন্ট থেকে তাৎক্ষনিক চার্জ কেটে নেওয়া হবে এবং আপনার ফলাফল এর সাথে নিশ্চিতকরণ এসএমএস পাবেন। আপনার ফলাফল যাচাই করার জন্য, অবশ্যই বাংলাদেশ শিক্ষা বোর্ড এর মাধ্যমে ফলাফল প্রকাশের পরে এসএমএস এর মাধ্যমে আপনার কাছে ফলাফল পেয়ে যাবেন।

উত্তরপত্র পুণঃ নিরীক্ষনের জন্য আবেদন যে ভাবে করবেন?

এসএসসি ফলাফল ২০২০ পরীক্ষায় যারা ফলাফল খারাপ করবে এবং অকৃতকার্য হবে তাদের জন্য এই তথ্যটি জানা খুবই প্রয়োজন। কারণ যে কোন কারণে পরীক্ষ, প্রধান পরীক্ষক বা সংশ্লিস্ট বোর্ড গুলো অনেক সময় টাইপে ভুল করতে পারে। সে আপনার খাতা পুণঃ নিরীক্ষন করা হবে এবং বোর্ড সে টা প্রতিবারের মত এবারও সুযোগ দিবে, সেটা হবে একটি আবেদনের ভিত্তিতে। তবে, যারাই আবেদন করবেন তাদের সবার যে ফলাফলা পরিবর্তন হযে যাবে তা কিন্তু ঠিক না। কারণ আপনার আবেদনের ভিত্তিতেই বোর্ড কর্তৃপক্ষ তাদের ভুল গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। যদি কোন কারণে ভুল হয়ে থাকে তবেই ফলাফল পরিবর্তন হবে। এই আবেদনটি আপনাকে একটি টেলিটক সিম এর মাধ্যমে করতে হবে এবং এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। একটি বিষয়ের জন্য ১২৫ টাকা এবং বিষয় একটি কিন্তু পত্র কোড দুটি (যেমন : বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং ফি ২৫০ টাকা। নিচে নি¤েœর তথ্য গুলো অনুসরণ করে এসএসটি ফলাফল ২০২০ পুণঃ নিরীক্ষনের জন্য আবেদন করতে পারবেন।

প্রথমেই আপনার আপনার মোবাইলের ম্যাসেজে গিয়ে

RSC<space>First Three Letter of Board Name<space>Roll No<Space>Subject Code and send to 16222

For example: RSC DHA 123456 174 send to 16222

এবং আপনার কাছে একটি ফিরতি ম্যাসেজ আসবে সেখানে একটি পিন নম্বর থাকবে এবং কত টাকা কেটে নেয়া হবে লিখা থাকবে এবং আপনি যদি সম্মত থাকে তাহলেই দ্বিতীয় ম্যাসেজে যা লিখতে হবে :

RSC<space>YES<space>PIN number<space>Contact Number and send to 16222

For example RSC YES 926465 01730926465 and send to 16222

Level 1

আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস