করোনা ভাইরাসের জন্য ২০২০ সালের এস এস সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে কিছু দিন দেরিতে প্রকাশের সিধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালের SSC Result ৩১সে মে প্রকাশ করার সিধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেসের সব বোর্ড এই দিন সকাল ১০ থেকে ফলাফল প্রকাশ করবে। অনলাইনে দুপুর ১২ টার পরে ফলাফল পাওয়া যাবে। এছাড়া ছাত্র ছাত্রীরা মোবাইল নাম্বার রেজি করে ও ফলাফল দেখতে পারবে, যাদের অনলাইনের সুবিধা থাকবে না তারা মোবাইল মেসেজের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।
গত ৩রা ফেব্রুয়ারি ২০২০ এস এ্স সি পরিক্ষা শুরু হয় এবং সমাপ্ত হয় মার্চ ২০২০। , এস এ্স সি পরিক্ষা অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে। এই পরীক্ষায় মোট ২৯ হাজার ৬৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশনিয়েছে। এতেসর্বচ্চ ২০ লাখ এর বেশি পরীক্ষার্থী অংশ নেয়। সকলেই উদগ্রীব হয়েঅপেক্ষা করে আছে ফলাফলের।
এস এস সি ও সমমান রেজাল্ট কিভাবে দেখবেন
বাংলাদেশর সকল শিক্ষা বোর্ড নিজ নিজ বোর্ড থেকে ফলাফল প্রকাশ করে থাকে। আপনি যদি ছাত্র ছাত্রীরা নিজ নিজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইড থেকে ফলাফল দেখতে পারবে। এছাড়া বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল এর জন্য ২ ওয়েবসাইড রয়েছে ছাত্র ছাত্রীরা ও তাদের পড়িবার এই ওয়েবসাইডের মাধমে ফলাফল চেক করতে পারবে।
১. www. educationbaordresults.gov.bd
2 www. Eboardresults.com
SSC Result Pre – Registration by SMS
To Know About SSC Result Please Pre-Register From 18th May Till 24hours Before Publishing The Result by The Education Board of Bangladesh. You Can Send SMS To 16222 Number just Typing Below SMS.
এই ২টী ওয়েবসাইড এর মাধমে ফলাফল চেক করতে পারবে। এছাড়া নিজ নিজ মোবাইলে মাধমে ও ফলাফল চেক করতে পারবে।
You can also send a Message to 16222 with
“SSC<space> DHA <space>121122<space> 2020”.
Now, See SSC Vocational Result 2020 by SMS System
SSC<space > TEC <space> 123456 <space> 2020 to 16222.
আমি দীপ মিত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।