আমরা ইংরেজি শিখতে চাই। ইংরজি শিখতে হলে Tense শেখা প্রয়োজন। আমরা কম বেশি সবাই Tense শিখি। কিন্তু কিছুদিন পর ভুলে যাই। এমন ও দেখা গেছে যে, কেউ class six থেকে Tense শেখা শুরু করেছে, class ten এ ওঠে ও সে আবার Tense শেখা শুরু করে। আবার এমন ও দেখা গেছে প্রতি বছর স্কুলে একমাস টানা Tense এর ক্লাস চলে।
আমাদের সমস্যা হল আমরা যারা নতুন, তারা প্রথমে অনেক বড় sentence দিয়ে প্রাকটিকস শুরু করি। ফলে সহজে মনে রাখতে পারি না। আবার present continuous tense শেখা শুরু করলে am, is, are এর ব্যবহার শিখতে হয়। am, is, are কোথায় কিভাবে বসবে, এটা নিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। present perfect tense শিখতে হলে have, has এবং past continuous tense শিখতে হলে was, were ইত্যাদি auxiliary verb গুলোর ব্যবহার করতে না পারার কারনে Tense বেশি দিন মনে রাখতে পারে না।
প্রথমে শুরু করতে হবে খুব ছোট sentence দিয়ে্। তারপর auxiliary verb দিয়ে sentence তৈরী করে বেশি করে প্রাকটিকস করতে হবে। তারপর মূল verb দিয়ে tense শুরু করতে হবে। আমরা আমাদের কোর্স এভাবে শুরু করেছি।
কেউ চাইলে আমাদের কোর্সটি দেখতে পারেন।
আমি আবদুর রব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।