সবাইকে সালাম দিয়ে আজকের লেখা শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। এছাড়া আমি বিশ্বাস করি যারা আমার এই লেখাটি পড়ছেন তারা হয়তো জেএসসি বা জেডিসি পরীক্ষা দিয়েছেন বা আপনার পরিচিত কেউ দিয়েছে। তাই জেএসসি রেজাল্ট ২০১৯ দেখার কৌশলগুলো জেনে নেয়া আমি খুব জরুরী মনে করছি। চলুন কথা না বাড়িয়ে নিয়মগুলো জেনে নেই। তবে শুরু করার আগে আর একটা কথা না বললেই না। শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষনা অনুযায়ী জেএসসি রেজাল্ট ২০১৯ প্রকাশ হবে ৩১শে ডিসেম্বর বেলা ১২:০০ এর পরে। তাই যারা বলবে এর আগেই দেখা সম্ভব তাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। কারন মন্ত্রনালয়ের অনুমতি ছাড়া কোন ভাবেই রেজাল্ট পাওয়া সম্ভব নয়। যাই হোক, চলুন মুল বিষয়ে চলে যাই। আপনারা চাইলে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
Popular Educational Website Resultkit.com এর মতে ৩টি উপায়ে আপনি জেএসসি রেজাল্ট ২০১৯ দেখতে পাবেন। তিনটি উপায়ই নিচে বর্ননা করা হবে। উপায়গুলো জেনে নিলে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত রেজাল্ট হাতের কাছেই পেয়ে যাবেন।
১। educationboardresults.gov.bd এর মাধ্যমে।
২। eboardresults app stud এর মাধ্যমে।
৩। SMS এর মাধ্যমে।
educationboardresults.gov.bd হলো বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চা মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইট। যেখান থেকে আপনি খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন। চলুন জেনে নেয়া যাক।
১। প্রথমে শিক্ষা মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে। এখানে ক্লিক করুন।
২। ওয়েব সাইটে যাওয়ার পর নিচের মত একটি উইনডো পাওয়া যাবে। এখানে আপনাকে আপনার পরীক্ষার তথ্যগুলো প্রদান করতে হবে।
৩। পরীক্ষা, বছর, শিক্ষাবোর্ড, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও সিকিউরিটি কি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। খুব দ্রুতই আপনার রেজাল্ট দেখতে পাবেন।
১। প্রথমে eboardresults app stud এ যেতে হবে।
২। নিচে প্রদর্শিত ছবির মতো করে পরীক্ষার সকল তথ্য দিয়ে গেট রেজাল্ট বাটনে ক্লিক করতে হবে।
৩। মার্কশিট সহ রেজাল্ট দেখতে হবে অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশন নম্বর দিতে হবে।
এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট ২০১৯ দেখতে হলে আপনাকে নিচের মত করে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ টাইপ করতে হবে। আর সেই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। রেজাল্ট প্রকাশের পরে আপনাকে মেসেজের মাধ্যমে আপনার পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
JSC <space> BAR <space> 657385 <space> 2019
উদাহরন: JSC BAR 657385 2019
[এখানে BAR হলে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের কোড নম্বর এবং 657385 হলো পরীক্ষার রোল নম্বর। এই দুটি অংশ আপনাকে পরিবর্তন করে আপনার নিজের তথ্য দিতে হবে]
জেডিসি রেজাল্ট দেখার এস এম এস ফরমেট নিচে দেখুন
JDC <space> MAD <space> 657385 <space> 2019
উদাহরন: JDC MAD 657385 2019
বোর্ড কোড গুলো দেখে নিন
বন্ধুরা, রেজাল্ট দেখার নিয়মগুলো এই পর্যন্তই। আশা করছি আজকের এই লেখাটি আপনাদের ভালো লাগবে। এছাড়াও অনেক ফেসবুক গ্রুপ রয়েছে যারা রেজাল্ট দেখতে আপনাকে সহযোগীতা করবে। চাইলে এসব ফেসবুক গ্রুপে জয়েন করে রাখতে পারেন। আজকের মতে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।