আমরা অনেকেই ইংরেজি দেখে ভয় পাই। ইংরেজি বিষয়টাকে খুব কঠিন মনে হয়। কারো কাছে তো, English Grammar টাকে জমদূত মনে করি।
তাহলে চলুন আজকে আমরা parts of speech এর Preposition নিয়ে আলোচনা করি।
'' preposition :-
pre অর্থ পূর্বে, আর position অর্থ অবস্থান। অর্থাৎ -
যে Word, Noun/pronoun এর পূর্বে বসে বাক্যের সম্পর্ক সুমধুর করে এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে Preposition বলে।
preposition এর ব্যবহারঃ-
At এর ব্যবহারঃ-
১। নির্দিষ্ট সময় বোঝাতে at বসে। ৷ যেমনঃ-
At 6 pm. At 8pm, at 10 pm.
(অর্থাৎ, সময় যদি উল্লেখ থাকে তাহলে at বসবে।
২। নির্দিষ্ট গতি বোঝাতে at বসে। যেমনঃ-
at 20 km/h, 120km/h
৩। ছোট জায়গার পূর্বে at বসে। যেমনঃ-
at botula, at hospital, at home
আমি সাদরুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।