আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই?
আশা করি ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
তো প্রিয় ভিউয়ার'স আমি আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন।
আমি গত পর্বে আপনাদের কাছে paradoxical sajed প্রথম পর্ব আলোচনা করেছিলাম।
আমি যেরকম আশা করছিলাম আপনাদের কাছে তার চেয়ে বেশি সাড়া পেয়েছি, তাই "প্যারাডক্সিক্যাল সাজিদ ২"নিয়ে আরেকটি নতুন টিউন, আশা করছি অনেক ভালো লাগবে এবং উপকৃত ও হবেন।
অনেক বকবক করলাম এখন আসি মূল কথায়, , , , ,
সর্বপ্রথম আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের কে মুসলিম এবং শেষ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, এবং পৃথিবী শুরু থেকেই আজ অবধি যে সব মানুষ এই পৃথিবীতে জাহান্নামী মানুষ কে জান্নাতী বানানোর জন্য কাজ করেছেন নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
প্যারাডক্সিকাল সাজিদ এমন একটি রচনা যার সাথে অন্যান্য বইয়ের বা অন্য কোন রচনার তুলনা হয় না। এটির সাথে হয়তো আপনাদের আর পরিচয় করিয়ে দেওয়া লাগবে না।
এই সিরিজে এমন সব ইসলাম বিদ্বেষীদের ইসলাম সম্পর্কে অমূলক, অযৌক্তিক প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে যে সব প্রশ্নগুলোর সচারচার আমরা মুখোমুখি হয়।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে, আমরা তাৎক্ষণিক সেসব প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারিনা, কারণ?
কুরআন, হাদীস ও অন্যান্য ইসলামী বিষয় সম্পর্কে আমাদের স্টাডি কম থাকায়।
তাই আমারা সবাই চেষ্টা করব ততটুকু জ্ঞান অর্জন করতে যতটুকু অর্জন করলে ইসলাম অনুযায়ী সঠিক জীবন যাপন করতে পারব এবং ইসলাম বিদ্বেষীদের ইসলাম সম্পর্কে কটূক্তির সঠিক জবাব দিতে পারব।
Paradoxical sajed প্রথম পর্ব থেকে ২য় টি একটু ভিন্ন প্রকৃতির।
১ম পর্বে শুধু মাত্র নাস্তিক দের বিষয়ে আলোচনা করা হয়েছে, আর ২য় পর্বে নাস্তিক, খ্রিস্টান মিশনারি,
কুরআন এর কিছু অলৌকিক বিষয়, এবং অন্যান্য ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে।
নিচে এ সম্পর্কিত কিছু টপিক দেওয়া হলোঃ-
👉কুরআন কি নারীদের শস্য ক্ষেত্র বলেছে?
👉A Reply to Christian Missionary
👉 ইসলাম কি অমুসলিমদের অধিকার নিশ্চিত করে?
👉 কুরআনে বৈপরীত্যের সত্যাসত্য
👉 রাসুলুল্লাহ সা. এর একাধিক বিবাহের নেপথ্য
👉জান্নাতেও মদ?
👉 স্যাটানিক ভার্সেস ও শয়তান এর উপর ঈমান আনার গল্প, ইত্যাদি।
উপরের বিষয় গুলো থেকে বুঝতেই পারছেন বইটি কতটা গুরুত্বপূর্ণ।
এখানে PDF file download link দেওয়া হলো এখান থেকে ডাউনলোড করে নিন।
https://drive.google.com/file/d/132eQMZgMYMq3fSfAW_UrQbbNaozVON8-/view?usp=drivesdk
কিরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে লাইক, টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি টিউমেন্ট আমাদের পরবর্তী টিউন করতে উৎসাহিত করে, সো পরবর্তী টিউন পেতে আমাদের সাথেই থাকুন।
(বিঃদ্রঃ এখানে আমরা এসেছি কিছু জানতে এবং জানাতে, তাই নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করুন এবং যেটা জানা নেই সেটা অন্যের থেকে জেনে নিন, অন্যের টিউন কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দেওয়া নিচু মানসিকতার পরিচয়। )
আজ এখানেই শেষ করছি ভাল থাকুন, সুস্থ থাকুন সবসময় খোদাহাফেজ।
আমি এইচ এম আব্দুস সাত্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
I'm a student of public University. I have come here to learn and shear about technology & also interesting this subject. I hope that we can learn huge knowledge from here for our life.