বাংলাদেশ-জাপান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি BJIT এবং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঙ্গিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন ব্যাপী হ্যাকাথন Code Samurai 2019 এর আয়োজন করতে যাচ্ছে। হ্যাকাথনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঙ্গিনিয়ারিং ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতঃমধ্যে শুরু হয়েছে এবং ১৫ ই অক্টোবর হচ্ছে রেজিস্ট্রেশনের শেষদিন। ১ লা নভেম্বর হ্যাকাথন এবং ২ রা নভেম্বর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের প্রোগ্রামিং এবং সমস্যা সমাধানের কৌশলের দক্ষতা পরীক্ষা করার জন্য সাধারণত হ্যাকাথন, প্রোগ্রামিং প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যা সমাধানের নতুন আইডিয়া সম্পর্কে ধারণা পায়, যা পরবর্তীতে সমস্যা সমাধানের ক্ষেত্রে ফলপ্রসূ হবে। তবে, Code Samurai 2019 এর সমস্যাগুলো অন্যান্য হ্যাকাথন অথবা প্রোগ্রামিং প্রতিযোগিতা থেকে একটু ভিন্ন ধরনের। শিক্ষাত্রীরা এখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সমস্যার সম্মুখীন হবে ও সমাধান সম্পর্কে জানতে পারবে যা পরবর্তীতে তাদের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং জাপান ও বাংলাদেশের নেতৃস্থানীয় আইটি প্রোফেশনালদের সাথে পরিচিতি, অংশগ্রহণকারীদের মধ্যে একটি অনন্য অভিজ্ঞতা যুক্ত করবে।
অন্য কোনও মর্যাদাপূর্ণ হ্যাকাথনের মতো, Code Samurai 2019 এর বিজয়ী দলগুলির শিক্ষার্থীরা আকর্ষণীয় পুরষ্কার পাবে। প্রথম বিজয়ী দলটি ১৫০, ০০০ টাকা, দ্বিতীয় বিজয়ী দল ৯০, ০০০ টাকা এবং তৃতীয় দল ৩০, ০০০ টাকা পাবে। যেহেতু প্রতিটি দলে তিন জন সদস্য রয়েছেন, তাই পুরষ্কারের টাকা ভাগ করা হবে এবং প্রতিটি অংশগ্রহণকারী উল্লিখিত অর্থের এক-তৃতীয়াংশ পাবে।
রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: http://codesamuraibd.net/
ফেসবুক পেজ : https://www.facebook.com/CodeSamuraiBD/
ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/403702466995924/
আমি Afiat Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।