IELTS Listening প্রস্তুতি নিয়ে পর্ব -4

Level 2
হেড অব হিউম্যান রিসোর্স, সাইফুরস, ঢাকা

How to Read IELTS Listening Questions:

IELTS Listening test এ আপনি একটি দারুন সুযোগ পাবেন। তাহল পরীক্ষা শুরুর আগে IELTS Listening এ, যে প্রশ্নগুলি থাকবে তা পড়তে পারবেন।  প্রশ্নের উত্তর দেওয়ার জন্য  একটি বাড়তি সুবিধা। চলুন দেখা যাক কি ভাবে কাজে লাগাবেন এই সুযোগটি।

কি ভাবে পড়বেন প্রশ্লঃ

Question paper টি হাতে নিয়ে দ্রুত পড়ে ফেলুন। বিশেষ করে নির্দেশিকাগুলো পড়ে ফেলুন। তারপর প্রশ্নতে কি কি চাওয়া হয়েছে তাতে চোখ বুলান ও মনে রাখুন।

খুবই অল্প সময় পাবেন এটি করার জন্য। প্রশ্নতে যে বিষয় গুলা দেখেছেন অডিতে সেই বিষয় গুলাই শুনানো হবে।

তবে অনেক গুরিয়ে পেচিয়ে বলবে। তাই খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি কোন প্রশ্নের উত্তর ধরতে না পারেন, ‍সেটি নিয়ে বসে থাকবেন না। অন্য প্রশ্নতে উত্তর ও হারায় ফেলতে পারেন। ধরুর অডিওতে একটি সিপিং অর্ডার নিয়ে আলোচনা হচ্ছে। এখানে সে বিস্তারিত বলতে থাকবে যেমন starting point and destination, package contents, dimensions of the shipping box, and cost of shipping এর মধ্যে একজন একটি নাম বলছে you’ll need to listen for the last name. All of this gives you a really good sense of what the audio will be about. So you can start listening practice with confidence and greater comprehension.

সুতরাং IELTS Listening test এ ভাল করতে গেলে আপনাকে অবশ্যই Alert হতে হবে কারন Naturally, you’ll be listening for the information that will give you the answers to the questions you just read. আপনি আগেই প্রশ্নগুলি পড়েন। তবে মনে রাখবেন খুব বেশি বিস্তরিত পড়বেন না।

বেশি বেশি করে প্রাকটিস করতে হবে।

আগামি পর্বে ১টি টেস্ট দিব। গতপর্বে একটি টেস্ট ও টেস্টের উত্তর দিয়েছিলাম। প্রাকটিস করে দেখতে পারেন। কোস সমস্যা বা পরামর্শ পেতে টিউমেন্ট করুন।

আর যদি টিউন টি ভাল লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন।

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।

IELTS এর প্রস্তুতির জন্য সাজেশন্স পেতে :

Click Me

Level 2

আমি ফেরদৌস মোল্লা। হেড অব হিউম্যান রিসোর্স, সাইফুরস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

* অজানাকে জানার জন্য পথে চলছি। আজব ব্যাপার হল, পথ এক দারুন বন্ধু, এই পথে চলতে চলতে গন্তব্যের পথ হারায় ফেললে, ঐ পথ ই আবার, পথের সন্ধান করে দেয়। মায়ার বাধন ছেড়ে যেতে বড় কষ্ট হবে, তবুও একদিন ছেড়ে যাব । এটাই সত্য। * নিজের কাজ নিজে করতে পছন্দ করি।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস