“আমরা সবাই সার্থপর ” কি বিশ্বাস হয় না?

"আমরা সবাই সার্থপর " কি বিশ্বাস হয় না?

আজকের লেখাটি একটু ব্যাতিক্রম, হয়তো পড়ে আপনার ভালো লাগতে পারে আবার অনেক খারাপ লাগতে ও পারে।
কাদের কাছে লেখাটি খারাপ লাগবে জানেন?
যারা জীবনটাকে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আটকে রেখেছেন, তাদের কাছে লেখাটি খারাপ লাগবে। (ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা বোঝাতে চাচ্ছি "যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কত্তো কোটিপতি হয়ে গেছে সে কিন্তু সকাল বেলা সব শেষ ")
ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে সবাই জানেন, তাই এ টপিকে না ই গেলাম ; সো স্কিপ।

মেইন টপিকে ফিরে আসি.………………………

আমরা সবাই যে স্বার্থপর এটা কি আপনি বিশ্বাস করেন?
হয়তো আপনার উত্তর হবে না।
আপনি বলুন তো কোন কাজটি সবচেয়ে নিস্বার্থ বলে চিল্লায় লোকজন?
ভালোবাসা।
হুম আপনি ঠিকই ধরেছেন আমাদের বন্ধু-বান্ধবদের মুখে প্রায় প্রতিদিনই শুনতে পাই যে,
মামা ওরে আমি সত্যিই অনেক অনেক ভালোবাসি।
একদম নিস্বার্থভাবে ওরে চাই,
আমি এ জনমে আপন করে একসাথে থাকতে না পারলে.

আমি আর কোনদিন অন্য কোন মেয়েকে বিবাহ করব না।
জীবনটা একা একা পার করে দিবো।
কি!
আপনি এরকম কথা শুনছেন তো?
একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে যায় কেন জানেন?
মেয়েটার ভিতরে এমন কিছু দেখতে পায় যা অন্য কোন মেয়ের মধ্যে দেখতে পায় না।
হতে পারে মেয়েটার চেহারার গঠন,
মেয়েটার ফিগার সাইজ, মেয়েটার পজেটিভ স্বভাব চরিত্রের কারণে হতে পারে।
এগুলো তো স্বাভাবিক তাই না?

পরবর্তীতে এমন একটা সময় আসে,
যে সময় নিজের নিজের গার্লফ্রেন্ডকে অন্য কোন ছেলের সাথে বিবাহ হয়ে যায়।
তখন ওই নিস্বার্থ প্রেমিক এক বছর বা দুই বছর প্রেমিকার স্মৃতি নিয়ে পড়ে থাকে।
তারপর নিঃস্বার্থ প্রেমিক এতো দিন যে সবার সাথে উচ্চস্বরে বলছিল সে মেয়েটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে আপন করতে না পারলেও তার স্মৃতি নিয়ে জীবন কাটিয়ে দিবে।

সেই প্রেমিক একদিন মনে মনে ভাবে যার জন্য নিজে এতো কষ্ট পাই়,
এবং একা একা জীবন কাটাতে আছি ………………
সে……ই তো আমাকে ছেড়ে বেশ ভালো আছে। বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছে।
আমাকে একদিন একটি বার ফোন করে জিজ্ঞেস করলো না, কেমন আছি।
সেই মেয়েকে আর আমি ভালোবাসবো না।
বুঝতে পেরেছেন তো এই হলো নিশ্বার্থ ভালোবাসা।

মেয়েটি সুখে আছে আর ছেলেটি সুখে নেই বলে, ছেলেটির হিংসা হয়, ভাবে কিভাবে ভুলে যাওয়া যায়, ভুলে যাওয়ার জন্য কারণ খুঁজে।

বাদ দিলাম ভালোবাসা।
অন্য ছোট একটি উদাহরণের মাধ্যমে শেষ করি,
আমরা প্রায়ই ভিক্ষুককে ভিক্ষা দিয়ে থাকি তাই না?
আমি আপনি ভিক্ষুককে টাকাটা কি নিস্বার্থভাবে দেই?
না এখানেও আপনার আমার একটা স্বার্থ আছে কি স্বার্থ আছে ভেবে দেখুন।

আপনি চোখ ঘুরিয়ে চারপাশে দেখেন, এরকম হাজার হাজার উদাহরণ দেখতে পাবেন।

#মোঃ_হৃদয়

Level 0

আমি মোঃ হৃদয়। , Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানো নয়তো, জানাও।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস