আজ, সোমবার এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে।
আজ, সোমবার এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি-র ফল প্রকাশিত হতে চলেছে। একইসঙ্গে এদিন সমমানের পরীক্ষাগুলির ফলও প্রকাশিত হবে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। বেলা ১২টা থেকে SSC Result পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। মোট ২১ লক্ষ শিক্ষার্থী এতে অংশ নিয়েছিলেন। এবার পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে।
গত বছর ২০ লক্ষাধিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুশ্চিন্তা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শিক্ষা মন্ত্রানালয় SSC পরীক্ষার ফলাফল প্রকাশ করে গত ৬ই মে ২০১৮। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ছিল ৭৭.৭৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। ১০ বোর্ডে মোট ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন।
গত বছর ১০ টি শিক্ষা বোর্ডে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১০, ২২, ৩২০ জন যার মধ্যে পাস করে ৭, ৮৪, ২৪৫ জন। আর অংশগ্রহণকারী ছাত্রী ছিল ১০, ০৪, ২৫৪ জন। এর মধ্যে পাস করেছে ৭, ৯১, ৮৫৯ জন। এতে দেখা যায়, ছাত্রদের পাসের হার ৭৬.৭১ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। অর্থাৎ এবার ছাত্রদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি ছাত্রী এসএসসি পরীক্ষার পাশ করেছিল।
অন্যদিকে, মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫, ৭০১ জন এবং ছাত্রী ৫৪, ৯২৮ জন। জিপিএ-৫ পাওয়ায় ছাত্ররা ছাত্রীদের থেকে এগিয়ে ছিল।
আজ সকাল ১০ টার পর ফলাফল পাওয়া গেলে বিস্তারিত তথ্য দিতে পারব। যখনি বিস্তারতি তথ্য আমাদের কাছে আমরা সাথে সাথে এখানে সব উপডেট দিব। ফ লা ফ ল নিয়ে কোণ সমস্যা হলে আমাদের টিউমেন্ট করে জানান।
আমি দীপ মিত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি চাইলে এখান থেকেও রেজাল্ট দেখতে পারেন।
এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ দেখুন