রাত পোহালেই এসএসসি রেজাল্ট ২০১৯

নারী পুরুষের জৈবিক ভালবাসার চূড়ান্ত পর্যায়ে পুরুষ থেকে নির্গত কোটি কোটি শুক্রানু নারিদেহে থাকা ডিম্বাণুকে জয় করার এক সুন্দর প্রতিযোগিতার ভিতর দিয়ে জন্ম নেয়া মানুষ কখনোই ব্যর্থ হতে চায় না। সফল হবার জন্য সে আপ্রান চেষ্টা করে চলে।

মুলত, সফল হবার দুটি উপায়। সৎ এবং অসৎ।

চিত্র-১ঃ আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আপনার লক্ষ্য পরীক্ষায় ভালো ফলাফল করা। এখন আপনি চাইলে দিনরাত রুটিন মাফিক পরালেখা করে, সর্বোচ্চ পরিশ্রম করে, চূড়ান্ত পরীক্ষায় সৎ থেকে (অর্থাৎ নকল না করে, অন্য কারোটা না দেখে নিজে যা পেরেছেন তাই লিখেছেন) ভালো ফলাফল করতে পারবেন।

চিত্র-২ঃ আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আপনার লক্ষ্য পরীক্ষায় ভালো ফলাফল করা। কিন্তু ঠিকমতো পরালেখা করলেন না। আপনি ঠিক করে রেখেছেন কিভাবে অন্যেরটা দেখে লিখবেন, কোন কোন প্রশ্নের উত্তর ‘টুকলি’ করবেন। টুকলিগুলো কোথায় কোথায় সেট করবেন। পরীক্ষার আগের রাত্রে কারো কাছ থেকে প্রশ্ন পাওয়া যায় কিনা, এরকম অসৎ কাজে আপনি খুব পরিশ্রম করে গেলেন। এবং পরিক্ষারদিন যথারীতি আপনি আপনার ‘পরিশ্রম’ কাজে লাগালেন। ভালো ফলাফলও করলেন।

কি বুঝলেন? দুইজনই সফল। দুইজনই পরিশ্রম করে সফলতা অর্জন করেছে। একজন সৎ থেকে অন্যজন অসৎ থেকে।

আসুন এবার একটু অন্যভাবে ভাবি।

চিত্র-৩ আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আপনার লক্ষ্য পরীক্ষায় ভালো ফলাফল করা। এখন আপনি চাইলে দিনরাত রুটিন মাফিক পরালেখা করে, সর্বোচ্চ পরিশ্রম করে, চূড়ান্ত পরীক্ষায় সৎ থেকে (অর্থাৎ নকল না করে, অন্য কারোটা না দেখে নিজে যা পেরেছেন তাই লিখেছেন) পরীক্ষা দিলেন। আপনি ভালো একটি ফলাফলের আশা করে আছেন। কিন্ত SSC Result প্রকাশের দিন দেখা গেলো, আপনি আশানুরুপ ফলাফল পাননি।

এসএসসি ফলাফল ২০১৯ প্রকাশিত হবে আগামিকাল ৬ই মে। তোমার রেজাল্ট দেখতে এখানে ক্লিক করো

কি, খুব হতাশ হয়েছেন তাই না? আপনি সৎ থেকে সর্বোচ্চ পরিশ্রম করেও ব্যর্থতার মুখে পরলেন আর অন্যজন অসৎ উপায়ে সফল হলো।

আসলে কি জানেন, আপনি আশানুরুপ ফল পাননি মানে এই নয়যে আপনি ব্যর্থ। বরং সুযোগ থাকা সত্ত্বেও আপনি যে অসুদপায় অবলম্বন করেননি এজন্যই আপনি সফল।

আর অন্যজন সফল হলেও আসলে সে ব্যর্থ। নিজের কাছে। নিজের বিবেকের কাছে। সমাজের কাছে। প্রকৃতির কাছে। সে যতদিন বেচে থাকবে একজন ঠক, প্রতারক, চোর, বাটবার হয়েই বেচে থাকবে। আয়নার সামনে যখনই দাঁড়াবে সে নিজের মাঝে একজন অসৎ মানুষকেই দেখতে পাবে।

জীবনে বেচে থাকার জন্য অন্যকে ঠকানোকে আজকাল সফলতা ধরা হয়। যে যত বড় প্রতারক সে তত সফল।

মরিচের গুরার ভিতর ইটের গুরা দিয়ে টাকা কামাও। তুমি সফল।

কাচা ফলকে কার্বাড দিয়ে পাকাও। তুমি সফল।

মাছে ফরমালিন দিয়ে দাত কেলিয়ে নির্লজ্জের হাসি হাসো। তুমি সফল।

কাস্টমারকে নয় ছয় বুজিয়ে প্রোডাক্ট বিক্রি করো। তুমি সফল।

ওজনে কম দিয়ে মানুষ ঠকাও। তুমি সফল।

ভেজাল ওষুধ বিক্রি করো। তুমি সফল।

ভয় দেখিয়ে মৃত রুগীকে আইসিইউতে রাখো। তুমি সফল।

চারিদিকে শুধু সফলতা আর সফলতা,

আমি বোকা আগাগোড়া।

আমিও জানি অন্যে কিভাবে সফল হয়। কিন্তু আমি আল্লাহকে ভয় পাই। পরকালকে ভয় পাই।

তাই আমার ব্যর্থতা মানেই আমি ব্যর্থ নই। রাত পোহালেই এসএসসি রেজাল্ট ২০১৯। সবার ভালো ফলাফলের প্রত্যাশা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।

Level 0

আমি খাইরুল আবেদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

খাইরুল আবেদিন, একজন ফ্রিল্যান্স SEO expert, যে তার জ্ঞান, আইডিয়া ও অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে ভালোবাসে। সে তার নিজের ব্লগ TutorOfTech ছাড়াও Quora, Warrior Forum, Techmasterblog, Anytechtune, Bigganprojukti সহ আরও সব জনপ্রিয় বাংলা ব্লগে ক্যরিয়ার ও প্রযুক্তি বিষয়ে নিয়মিত লেখালেখি করে থাকেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস