যুক্তরাজ্যে পড়াশুনা বিষয়ক ফ্রি শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ মার্চ ঢাকা ওয়েস্টিন হোটেল, গুলশান এভেনিউ ও আগামী ১১ মার্চ রোজ ভিউ হোটেল, সিলেট। শিক্ষা মেলাটি আয়োজন করেছে EN গ্লোবাল এডুকেশন। শিক্ষা মেলা সবার জন্য উন্মুক্ত।
ফ্রি রেজিস্ট্রেশন করতে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://bit.ly/2VvvPBQ
উচ্চ শিক্ষার জন্য ইউকেকে স্বর্গরাজ্য বলা যায়। সারা পৃথিবী থেকে এখানে স্টুডেন্টরা পড়াশুনা করতে আসে। ইদানিং এখানে ভিসা পাওয়ার রেট খুব ভাল। তবে ইউকের ভিসা পেতে গেলে আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। ইউকের ইউনিভার্সিটিগুলো থেকে প্রাপ্ত ডিগ্রীর কদর সারা বিশ্বজুড়ে। তাছাড়া আর্থিক মন্দা কাটিয়ে উঠায় ইউকেতে এখন পার্ট টাইম জব পাওয়া যাচ্ছে। এটা নিশ্চিত থাকেন যে ইউকেতে আপনি কঠোর পরিশ্রম করলে নিজের খরচ নিজে চালাতে পারবেন যদি আপনার টিউশন ফি ইয়ারলি ৫০০০ হাজার ইউরোর নিচে হয়।
উকেতে পড়াশুনা করতে হলে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। মাস্টার্স ও ব্যাচেলর কোর্সের জন্য আই, এই, এল টি এস স্কোর লাগবে ৫.৫ থেকে ৬ +। বেশি হলে আরও ভাল। একাডেমি রেজাল্ট মিনিমাম ৫০-৫৫ শতাংশ মার্কস থাকতে হবে। ব্যাংক স্পন্সার হিসেবে টিউশন ফি আর লিভিং কস্ট দেখাতে হয় সেটা £10000-£15000 ইউরো। 1 মাসের জন্য রাখলেই হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই! ভিসা হয়ে গেলে টাকা টা তুলতে পারবেন, অনেকের ই আবার জার্মানীর মত ব্লক আকাউন্ট নিয়ে ভয় থাকতে পারে।
ইউকেতে কি কি ধরনের বিষয়ে পড়তে পারবেন?
MBA, MSC, BBA, ACCOUNTING, MARKETING, HRM, ENGINEERING, LAW, IT, SOCIAL SCIENCE, PUBLIC HEALTH, PHARMACY, DIPLOMA সহ আরও নানা ধরনের বিষয়ে পড়াশুনা করতে পারবেন।
ইউকেতে টিউশন ফিস কেমন লাগতে পারে?
এখানে অনেকেই আডমিশন এর জন্য দুইটা পথ বেছে নেয় কলেজ অথবা ইউনিভার্সিটি। কলেজে গেলে টিউশন ফি একটু কম হবে। আর ইউনিভার্সিটি তে গেলে বেশি হবে। টিউশন ফি £4000-£15000 প্রতি বছর হতে পারে। এটা আপনি কোন সাবজেক্ট বা কলেজে পড়বেন তার উপর নির্ভর করে। তবে কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলে ভিসা পাওয়ার চান্স বেশি থাকে।
ইউকেতে থাকা খাওয়ার খরচ কত?
ইউকে তে থাকা খাওয়া বাবদ মাসে ৪০০ থেকে ৫০০ ইউরোর মত খরচ হতে পারে। আপনি কি মানের লাইফ লিড করতে চান তার উপর এটা ডিপেন্ড করে
ইউকেতে পার্টটাইম জব ফ্যাসিলিটিঃ
ইংল্যান্ডে সপ্তাহে ২০ ঘণ্টা আর ছুটির সময় ফুল টাইম কাজ করা যাবে। বর্তমানে ইউকে গভারন্মেন্ট স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমতি দিচ্ছে। এমনকি স্টুডেন্টদের স্পাউজ থাকলে তিনিও কাজ করার অনুমতি পাবেন।
ইউকেতে স্থায়ী হবার সুযোগ কেমন?
অনেকের ই আবার দীর্ঘ দিন থাকার ইচছা হতে পারে। হ্যা সেটা ও সম্ভব তবে কম পক্ষে 8-10 বছর লেগে যেতে পারে। মাস্টার্স শেষ হলে আপনি যদি ফুলটাইম জব ম্যানেজ করে বছরে £20000 আয় করতে পারেন আর সাথে £5000 মত দেখালেই দীর্ঘ স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পাবেন। তবে অরা সাথে আর ও একটা নতুন রিকয়মেন্ট যোগ করেছে সেটা হল আপনার ইংলিশ স্পিকিং ভাল হতে হবে।
সব মিলিয়ে আপনার কেমন খরচ হবে?
সব মিলিয়ে কত খরচ হবে আসলে নিশ্চিত করে বলা অনেক কঠিন। আপনার সাবজেক্ট আর কলেজ এগুলির উপর সব ডিপেন্ড করে। তবে আনুমানিকভাবে ১০ বা ১১ লাখের মত খরচ হতে পারে
ইউকের ভিসা প্রসেসিং হতে কয়দিন লাগে?
ইউকের স্টুডেন্ট ভিসা প্রসেস হতে ৩ মাসের মত সময় লাগতে পারে।
এডুকেশন ফেয়ার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ঠিকানায় যোগাযোগ করুনঃ
EN Global Education
32/1 Mirpur Road, Dhanmondi
Dhaka, Bangladesh
Get Directions
Highlights info row image
01704-099457
আমি এবি রাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।